-:নির্মল সঙ্গীত কাব্য-২২৩:-
গৌতম পড়ুয়া"নির্মল"। 🙏🙏🙏
আজি, আকাশ বাগানে চাঁদের কুসুম
পূর্নিমা সমীরনে ফুটিয়াছে,
ফুটিয়াছে-ফুটিয়াছে,
লভিতে সুরভী সকল ধরা
ভ্রমর-অলির মত জুটিয়াছে।।
তার গন্ধ নাহি আছে শোভা,
মনোলোভা,
মোর হৃদয়ের মাঝে লুটিয়াছে।।
শোভা-মনোলোভা-
হেরিয়া সকল মেঘের বাঁধন
বাঁধন-হীনার মতো টুটিয়াছে।
ও রূপের মাঝে অরূপরতন,
অপরূপ,
লভিতে সারা-জগৎ ছুটিয়াছে।।
©Goutam Parua"নির্মল"।
#Sad_Status # শুভ চিন্তা