কেন এমন হয়! প্রেম মানে কি | বাংলা कविता Video

" কেন এমন হয়! প্রেম মানে কি শুধুই পাওয়া? না পেলে বুঝি প্রেম থাকেনা! না পেলে বুঝি দূরে যেতে হয়? না পেলে বুঝি বন্ধু হওয়াও পাপ! না পেলে বুঝি দুটো কথা বলাও অভিশাপ? এ প্রেম কেমন প্রেম যা ত্যাগ মানে না? না পেলে বুঝি সব মুছে যায়? না পেলে বুঝি কলম থেমে যায়? না পেলে বুঝি কথাও কবে না কভু? না পেলে বুঝি একলাই ফেলবে চোখের জল? না পেলে বুঝি স্বপ্ন কেও আটকে রাখবে চোখের পাতায়? না পেলে বুঝি ফিরেও তাকাতে নেই? না পেলে সেই কন্ঠস্বর ভুলেও কি আসবে না ভেসে? জানো কি ? অনেক সময় পেরিয়ে গেছে, পাওয়ার আশায় বসে! হয়তো আর পাওয়া হবে না ভাগ্য রয়েছে রোষে! তাই মন আজ উপহাস রত বলছে হবে কি ভালোবেসে? এলাম কাছে বললাম তারে তা বলে কি কথাও হবে না একটু কাছে এসে? বিদায় যখন ধ্রুব সত্য! তখন হোক না, একটু ভালোবেসে। প্রেম থেকে প্রেম বাদ দিলে শুধু প্রেমই থাকে পড়ে! যুগ যুগ থেকে "বিদায়"এর মত মিথ্যা শব্দ গড়েছে যারা জীবন্ত মানুষকে জীবন্ত রেখে কুপিয়ে খুন করেছে তারা। লোকে বলে আমার জীবনে অনেক রং অনেক হাসি! অন্তরে শুধু সাদা-কালো যেখানে দুঃখকেই ভালোবাসি। - সৌরভ চক্রবর্তী ©Sourav Chakraborty "

কেন এমন হয়! প্রেম মানে কি শুধুই পাওয়া? না পেলে বুঝি প্রেম থাকেনা! না পেলে বুঝি দূরে যেতে হয়? না পেলে বুঝি বন্ধু হওয়াও পাপ! না পেলে বুঝি দুটো কথা বলাও অভিশাপ? এ প্রেম কেমন প্রেম যা ত্যাগ মানে না? না পেলে বুঝি সব মুছে যায়? না পেলে বুঝি কলম থেমে যায়? না পেলে বুঝি কথাও কবে না কভু? না পেলে বুঝি একলাই ফেলবে চোখের জল? না পেলে বুঝি স্বপ্ন কেও আটকে রাখবে চোখের পাতায়? না পেলে বুঝি ফিরেও তাকাতে নেই? না পেলে সেই কন্ঠস্বর ভুলেও কি আসবে না ভেসে? জানো কি ? অনেক সময় পেরিয়ে গেছে, পাওয়ার আশায় বসে! হয়তো আর পাওয়া হবে না ভাগ্য রয়েছে রোষে! তাই মন আজ উপহাস রত বলছে হবে কি ভালোবেসে? এলাম কাছে বললাম তারে তা বলে কি কথাও হবে না একটু কাছে এসে? বিদায় যখন ধ্রুব সত্য! তখন হোক না, একটু ভালোবেসে। প্রেম থেকে প্রেম বাদ দিলে শুধু প্রেমই থাকে পড়ে! যুগ যুগ থেকে "বিদায়"এর মত মিথ্যা শব্দ গড়েছে যারা জীবন্ত মানুষকে জীবন্ত রেখে কুপিয়ে খুন করেছে তারা। লোকে বলে আমার জীবনে অনেক রং অনেক হাসি! অন্তরে শুধু সাদা-কালো যেখানে দুঃখকেই ভালোবাসি। - সৌরভ চক্রবর্তী ©Sourav Chakraborty

#Likho

People who shared love close

More like this

Trending Topic