White মিত্তির বাবু হতাশ হলো একি হলো হায়!! কালোর | বাংলা Quotes

"White মিত্তির বাবু হতাশ হলো একি হলো হায়!! কালোর থেকে লালে ভরেছে হিসেবের খাতা এবার ভূতুড়ে জীবনও বুঝি যায়!! কালোতে লেখা পুণ্যের অঙ্ক লালে ভরা ভুল... ভেবে ভেবে মিত্তির মশায় পায় না কোনো কূল। পেয়ে চালের গদি লোক ঠকানোর সুড়সুড়ি কতো গুন ছিল তার আগে, তাতে কোনো যায় আসে না, তিনি তো নিত্য পুজো দিয়েছেন কালীঘাটে। মিত্তির মশায় হারবার পাত্র নয়, জিততে তাকে হবেই... চিত্রগুপ্তের প্রিন্টারেতে বদল ঘটাতে হলো শেষেই। লালের জায়গায় কালো কালি কালোর জায়গায় কালো... এবার পাপের বাপ ছোঁবে না, মিত্তির মশায় সবকিছুতেই ভালো। ©Sunanda Ghosh"

 White মিত্তির বাবু হতাশ হলো
একি হলো হায়!!

কালোর থেকে 
লালে ভরেছে হিসেবের খাতা
এবার
ভূতুড়ে জীবনও বুঝি যায়!!

কালোতে লেখা পুণ্যের অঙ্ক 
লালে ভরা ভুল...

ভেবে ভেবে মিত্তির মশায় পায় না কোনো কূল।

পেয়ে চালের গদি
লোক ঠকানোর সুড়সুড়ি 
কতো গুন ছিল তার আগে,

তাতে কোনো যায় আসে না,
তিনি তো নিত্য পুজো দিয়েছেন
 কালীঘাটে।

মিত্তির মশায় হারবার পাত্র নয়,
জিততে তাকে হবেই...

চিত্রগুপ্তের প্রিন্টারেতে বদল
ঘটাতে হলো শেষেই।

লালের জায়গায় কালো কালি
কালোর জায়গায় কালো...

এবার পাপের বাপ ছোঁবে না,
মিত্তির মশায় সবকিছুতেই ভালো।

©Sunanda Ghosh

White মিত্তির বাবু হতাশ হলো একি হলো হায়!! কালোর থেকে লালে ভরেছে হিসেবের খাতা এবার ভূতুড়ে জীবনও বুঝি যায়!! কালোতে লেখা পুণ্যের অঙ্ক লালে ভরা ভুল... ভেবে ভেবে মিত্তির মশায় পায় না কোনো কূল। পেয়ে চালের গদি লোক ঠকানোর সুড়সুড়ি কতো গুন ছিল তার আগে, তাতে কোনো যায় আসে না, তিনি তো নিত্য পুজো দিয়েছেন কালীঘাটে। মিত্তির মশায় হারবার পাত্র নয়, জিততে তাকে হবেই... চিত্রগুপ্তের প্রিন্টারেতে বদল ঘটাতে হলো শেষেই। লালের জায়গায় কালো কালি কালোর জায়গায় কালো... এবার পাপের বাপ ছোঁবে না, মিত্তির মশায় সবকিছুতেই ভালো। ©Sunanda Ghosh

#good_evening_images

People who shared love close

More like this

Trending Topic