পাঁচ ঘণ্টার বৈঠক, মমতা মানলেন অধিকাংশ দাবি, ‘প্রয়ো | বাংলা উদ্ধৃ

"পাঁচ ঘণ্টার বৈঠক, মমতা মানলেন অধিকাংশ দাবি, ‘প্রয়োগ’ হলে তবে কাজে ফিরবেন চিকিৎসকেরা মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আন্দোলনকারী চিকিৎসকদের অধিকাংশ দাবিই তাঁরা মেনে নিয়েছেন। এ বার আশা করছেন, আন্দোলনকারীরা কাজে ফিরবেন। মমতার কথায়, ‘‘৯৯ শতাংশ দাবি মেনে নিয়েছি। আর কী করব!’’ সরকার পক্ষ জানিয়েছিল, এটাই তাদের পঞ্চম এবং শেষ চেষ্টা। মুখ্যসচিবের সেই ডাকে সাড়া দিয়ে সোমবার আবারও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে পাঁচ দফা দাবি নিয়ে গিয়েছিলেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা। তার পর বসে দু’পক্ষের বৈঠক। এর পর কেটেছে প্রায় ৫ ঘণ্টা— সন্ধ্যা ৭টা থেকে রাত ১২টা। অবশেষে মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে বেরোলেন জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি দল। উঠে পড়লেন বাসে। গন্তব্য সল্টলেক। স্বাস্থ্য ভবনের সামনের ধর্নামঞ্চে। যেখানে গত সাত দিন ধরে ধর্না দিচ্ছেন তাঁরা। কী আলোচনা হল? খুশি? জট কাটল? বাসের জানালা দিয়ে এক জুনিয়র ডাক্তারের সংক্ষিপ্ত প্রতিক্রিয়া, ‘‘আলোচনা সদ্‌র্থক। কলকাতা পুলিশ কমিশনারের পদ থেকে বিনীত গোয়েলকে সরানো হচ্ছে।’’ তার কিছু ক্ষণ পরেই বাড়ি থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী মুখোমুখি হলেন সাংবাদিকদের। তিনিও ঘোষণা করলেন, আরজি কর কাণ্ডের প্রেক্ষিতে চিকিৎসকদের দাবি মেনে সিপি-র পদ থেকে মঙ্গলবারই সরানো হচ্ছে বিনীত গোয়েলকে। ©BANGLE TIMES"

 পাঁচ ঘণ্টার বৈঠক, মমতা মানলেন অধিকাংশ দাবি, ‘প্রয়োগ’ হলে তবে কাজে ফিরবেন চিকিৎসকেরা

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আন্দোলনকারী চিকিৎসকদের অধিকাংশ দাবিই তাঁরা মেনে নিয়েছেন। এ বার আশা করছেন, আন্দোলনকারীরা কাজে ফিরবেন। মমতার কথায়, ‘‘৯৯ শতাংশ দাবি মেনে নিয়েছি। আর কী করব!’’


সরকার পক্ষ জানিয়েছিল, এটাই তাদের পঞ্চম এবং শেষ চেষ্টা। মুখ্যসচিবের সেই ডাকে সাড়া দিয়ে সোমবার আবারও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে পাঁচ দফা দাবি নিয়ে গিয়েছিলেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা। তার পর বসে দু’পক্ষের বৈঠক। এর পর কেটেছে প্রায় ৫ ঘণ্টা— সন্ধ্যা ৭টা থেকে রাত ১২টা। অবশেষে মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে বেরোলেন জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি দল। উঠে পড়লেন বাসে। গন্তব্য সল্টলেক। স্বাস্থ্য ভবনের সামনের ধর্নামঞ্চে। যেখানে গত সাত দিন ধরে ধর্না দিচ্ছেন তাঁরা। কী আলোচনা হল? খুশি? জট কাটল? বাসের জানালা দিয়ে এক জুনিয়র ডাক্তারের সংক্ষিপ্ত প্রতিক্রিয়া, ‘‘আলোচনা সদ্‌র্থক। কলকাতা পুলিশ কমিশনারের পদ থেকে বিনীত গোয়েলকে সরানো হচ্ছে।’’ তার কিছু ক্ষণ পরেই বাড়ি থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী মুখোমুখি হলেন সাংবাদিকদের। তিনিও ঘোষণা করলেন, আরজি কর কাণ্ডের প্রেক্ষিতে চিকিৎসকদের দাবি মেনে সিপি-র পদ থেকে মঙ্গলবারই সরানো হচ্ছে বিনীত গোয়েলকে।

©BANGLE TIMES

পাঁচ ঘণ্টার বৈঠক, মমতা মানলেন অধিকাংশ দাবি, ‘প্রয়োগ’ হলে তবে কাজে ফিরবেন চিকিৎসকেরা মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আন্দোলনকারী চিকিৎসকদের অধিকাংশ দাবিই তাঁরা মেনে নিয়েছেন। এ বার আশা করছেন, আন্দোলনকারীরা কাজে ফিরবেন। মমতার কথায়, ‘‘৯৯ শতাংশ দাবি মেনে নিয়েছি। আর কী করব!’’ সরকার পক্ষ জানিয়েছিল, এটাই তাদের পঞ্চম এবং শেষ চেষ্টা। মুখ্যসচিবের সেই ডাকে সাড়া দিয়ে সোমবার আবারও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে পাঁচ দফা দাবি নিয়ে গিয়েছিলেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা। তার পর বসে দু’পক্ষের বৈঠক। এর পর কেটেছে প্রায় ৫ ঘণ্টা— সন্ধ্যা ৭টা থেকে রাত ১২টা। অবশেষে মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে বেরোলেন জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি দল। উঠে পড়লেন বাসে। গন্তব্য সল্টলেক। স্বাস্থ্য ভবনের সামনের ধর্নামঞ্চে। যেখানে গত সাত দিন ধরে ধর্না দিচ্ছেন তাঁরা। কী আলোচনা হল? খুশি? জট কাটল? বাসের জানালা দিয়ে এক জুনিয়র ডাক্তারের সংক্ষিপ্ত প্রতিক্রিয়া, ‘‘আলোচনা সদ্‌র্থক। কলকাতা পুলিশ কমিশনারের পদ থেকে বিনীত গোয়েলকে সরানো হচ্ছে।’’ তার কিছু ক্ষণ পরেই বাড়ি থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী মুখোমুখি হলেন সাংবাদিকদের। তিনিও ঘোষণা করলেন, আরজি কর কাণ্ডের প্রেক্ষিতে চিকিৎসকদের দাবি মেনে সিপি-র পদ থেকে মঙ্গলবারই সরানো হচ্ছে বিনীত গোয়েলকে। ©BANGLE TIMES

#R_G_Kar_Protest

People who shared love close

More like this

Trending Topic