মিত্তির বাবু বৃদ্ধ প্রায় বয়স চার কুড়ি। হাট বাজ | বাংলা Poetry

"মিত্তির বাবু বৃদ্ধ প্রায় বয়স চার কুড়ি। হাট বাজারে গিয়ে দেখে বইয়ের দোকানে সামনে রাখা সাদা কাগজ এক ঝুড়ি। কাগজ দেখে মিত্তির মশায় হুতাশ হয়ে পড়ে, পাপ পূণ্যের হিসেব মাথায় গোল পাকিয়ে উঠে। ঘরে এসে নাতির হাতে যেই না দেখে বই, মাথার তার হঠাৎ ছিঁড়ে যায় হুশ থাকে আর কই। চিৎকার করে বাড়ি করলে মাথায় নিতাই চাকর আসে। চাকর বলে "হুজুর কী দোষ করলুম মাফ করে দেন আগে"। মুনিব বলে " দেওয়াল থেকে এক্ষুনি ঠাকুরের ছবি খোল"... হাবভাব দেখে বাড়ির লোকের চক্ষু গোল গোল। মুনিব বলে "ঠাকুরের পুজোয় হবে টা কী! হিসেব যখন রাখে কেউ অন্য" এবার থেকে চিত্রগুপ্তের হবে পুজো তবেই জীবন ধন্য। ©Sunanda Ghosh"

 মিত্তির বাবু বৃদ্ধ প্রায়
বয়স চার কুড়ি।

হাট বাজারে গিয়ে দেখে 
বইয়ের দোকানে সামনে রাখা
সাদা কাগজ এক ঝুড়ি।

কাগজ দেখে মিত্তির মশায় 
হুতাশ হয়ে পড়ে,
পাপ পূণ্যের হিসেব মাথায় গোল পাকিয়ে উঠে।

ঘরে এসে নাতির হাতে যেই না দেখে বই,
মাথার তার হঠাৎ ছিঁড়ে যায়
হুশ থাকে আর কই।

চিৎকার করে বাড়ি করলে মাথায়
নিতাই চাকর আসে।

চাকর বলে
"হুজুর কী দোষ করলুম মাফ করে দেন আগে"।

মুনিব বলে " দেওয়াল থেকে এক্ষুনি ঠাকুরের ছবি খোল"...

হাবভাব দেখে বাড়ির লোকের চক্ষু গোল গোল।

মুনিব বলে "ঠাকুরের পুজোয় হবে টা কী!
হিসেব যখন রাখে কেউ অন্য"

এবার থেকে চিত্রগুপ্তের হবে পুজো
তবেই জীবন ধন্য।

©Sunanda Ghosh

মিত্তির বাবু বৃদ্ধ প্রায় বয়স চার কুড়ি। হাট বাজারে গিয়ে দেখে বইয়ের দোকানে সামনে রাখা সাদা কাগজ এক ঝুড়ি। কাগজ দেখে মিত্তির মশায় হুতাশ হয়ে পড়ে, পাপ পূণ্যের হিসেব মাথায় গোল পাকিয়ে উঠে। ঘরে এসে নাতির হাতে যেই না দেখে বই, মাথার তার হঠাৎ ছিঁড়ে যায় হুশ থাকে আর কই। চিৎকার করে বাড়ি করলে মাথায় নিতাই চাকর আসে। চাকর বলে "হুজুর কী দোষ করলুম মাফ করে দেন আগে"। মুনিব বলে " দেওয়াল থেকে এক্ষুনি ঠাকুরের ছবি খোল"... হাবভাব দেখে বাড়ির লোকের চক্ষু গোল গোল। মুনিব বলে "ঠাকুরের পুজোয় হবে টা কী! হিসেব যখন রাখে কেউ অন্য" এবার থেকে চিত্রগুপ্তের হবে পুজো তবেই জীবন ধন্য। ©Sunanda Ghosh

People who shared love close

More like this

Trending Topic