‘থ্রেট কালচার’ কী? বিভিন্ন মেডিক্যাল কলেজে কী ভাবে চলত সেই ‘সংস্কৃতি’? কারা চালাতেন? জেনে নিন
আরজি কর-কাণ্ডের আবহে রাজ্যের মেডিক্যাল কলেজগুলিতে ‘হুমকি সংস্কৃতি’র অভিযোগ নতুন করে উঠে এসেছে। কারা করতেন এ সব? কাদের দেওয়া হত হুমকি? নেপথ্যে কি কোনও ‘লবি?
পাঁচ দফা দাবিতে আন্দোলনে নেমেছিলেন জুনিয়র ডাক্তারেরা। তার মধ্যে পঞ্চম তথা শেষ দফা দাবিটি হল রাজ্যের সব মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে ‘ভয়মুক্ত পরিবেশ’ গড়ে তুলতে হবে। ‘থ্রেট কালচার’ বা ‘হুমকি সংস্কৃতি’ শেষ করতে হবে। বন্ধ করতে হবে ‘দাদাগিরি’।
©BANGLE TIMES
#R_G_KAR