অমানুষ
শাওন ইসলাম
সভ্য সামাজের কিছু অসভ্য অমানুষ,
পশুদের মতো, তাদের নেইযে কোন হুস।
কামরা কামরিতে তারা সদায় যে মসগুল,
বুঝেনা যে কি সঠিক আর কোনটা যে ভুল।
জাত ধর্ম ভেদাভেদ, মানব ধর্ম যে অভেদ,
তারা এ কথা, চায় যে বদলাতে।
মনুষ্যত্বের নয়যে গড়া,তাদের পাপে আজ পাপি এ ধরা।
তাদের সমাজে আজ নেই শান্তি শৃংখলা।
তারা আজ ভুলে গেছে আদ -ছামুদের গতি,
যতো শতো জালিম,জোরালো বাদশাহ,
নিরহরে জুলুম করে, মাটিতে গেয়ছে মিশে।
শক্তির বড়াই আর ক্ষমাতার দম্ভ।
ভেঙে চুরে গুরিয়েছি শতশত স্তম্ভ।
মনে বড়ো ব্যথা লাগে,যখনি দেখি মুমিনের কান্না,
জালিমের জুলুম আজ ঘরে ঘরে হন্নে।
তাদেরকে রুকতে, চলো আজ পা বাড়াই,
দেখবো লুকিকে তারা হায়,কোথায় গিয়ে দাড়াঁয়।
জড়োসড়ো কিছু পশু হয়ে গেছে হিংস্র,
বুঝে গেছি অচিরেই, তারা হবে ধংস।
পিপিলিকার পাখা গজে মরিবার তরে,
পশুদের জোর বাড়ে মরনের আগে।
মানুষ হলো যারা, অন্যকে ভালোবাসে তারা।
হউক সে আপন,কিংবা পরজন।
একি ধরাবাসি মোরা,ভ্রাতৃিত্বের বন্ধন,
এখানে সবাই বন্ধু মোরা শত্রু নয় কেউ কারো।
পশুত্ব আর নৃশংসতা সময় থাকতে ছাড়ো।
মানুষ হয়ে জন্ম নিয়ে,মানুষ হয়ে বাঁচো,
দুই দিনেরি দুনয়াতে,মিলেমিশে থাকো।
তোমার গায়ে,যে রক্ত আমার গায়েও তা,
তোমার ভাইয়ের মৃত্যু শোকে তোমার যে অবস্থা,
আমার ভাইরা,মারা গেলে,আমারও পায় কান্না।
তাহলে কেনো এতো গোঁড়ামি,
জাতি ভেদাভেদ হায়।
মানুষ বলে এই জগতে কী কোন পরিচয় নাই।
কুকুরের মত তাই আজ না কামরিয়ে,
মানুষের মতো, সু পথের দাওয়াত দিয়ে যাই।
পশুত্ব ছেড়ে চলুন, সবাই মানুষ হয়ে যাই।
অমানুষ #Stop killing muslim #mumaniety#peasefull#everybody#want#to live#happy