সময় এখন স্থির ,
বলেছিল যারা বহু কথা আগে ....
হারানোর ভিড়ে হেঁটেছিল যারা ,
সময় হয়নি এখনও তাদের ;
ঘুরে দেখা এই পৃথিবী'র ।।
উদাস এখন একাকী মন ,
রাখতে পারেনি নিয়ন্ত্রণ
ভালোবাসি বলে চিৎকার গোপনে ...
দৃশ্য এখন বাক্সবন্দী,
চিড়িয়াখানার শেষের গন্ডী;
পার হতে পারেনি বিশ্বের বাগানে ।।
তুমিই,- কেবল পড়ে আছো একা !!
- সেটাই সত্যি না ,
গভীরের থেকে গভীর হয়েছে ;
আমার এ শরীরে বেড়ে ওঠা
তোমার জন্য অভিমানের যে ঘা ।।
জানি থেমে আছে এখন বিশ্ব ,
জানি থেমে আছো এখন তুমি ;
থেমে আছে আর সোনালী বিকেল ....
আর এই পৃথিবীর বুকে বেড়ে ওঠা আমি ।।
- কলমে সুদীপ