চলো, এবার হাতটা শক্ত করে ধরি অনেকটা পথ চলতে হবে আম

"চলো, এবার হাতটা শক্ত করে ধরি অনেকটা পথ চলতে হবে আমাদের, না "একা" নয় "একসাথে"... "এই ছোটো গল্পের দুনিয়ায় উপন্যাস"টা চলো এবার লিখেই ফেলি, অনেক হলো একা একা বাঁচা, একা একা স্বপ্নের জাল বোনা। তাহলে এবার "একসাথে" বাঁচার দিন গুনি.... একসাথে স্বপ্নগুলোর একটা বাস্তবিক রং দিই, সমস্ত চুপকথাদের এবার রূপকথা হয়ে ওঠার সুযোগটা দিয়েই দিই চলো অনেক হলো চুপ করে থাকা, এবার রূপকথাদের সময় তো.... "তুমি- আমি" থেকে শেষে "আমাদের" গল্পটায় ওই ক্ষনিকের মূহুর্তরা বড্ড দামী হোক. .. আমাদের গল্প ফ্রেমবন্দী নয়, রূপকথায় বন্দী হোক... - সুরঞ্জনা"

 চলো, এবার হাতটা শক্ত করে ধরি
অনেকটা পথ চলতে হবে আমাদের, 
না "একা" নয় "একসাথে"... 
"এই ছোটো গল্পের দুনিয়ায় উপন্যাস"টা চলো এবার লিখেই ফেলি, 
অনেক হলো একা একা বাঁচা, 
একা একা স্বপ্নের জাল বোনা। 
তাহলে এবার "একসাথে" বাঁচার দিন গুনি.... 
একসাথে স্বপ্নগুলোর একটা বাস্তবিক রং দিই, 
সমস্ত চুপকথাদের এবার রূপকথা হয়ে ওঠার সুযোগটা দিয়েই দিই চলো
অনেক হলো চুপ করে থাকা, এবার রূপকথাদের সময় তো.... 
"তুমি- আমি" থেকে শেষে "আমাদের" গল্পটায়  ওই ক্ষনিকের মূহুর্তরা বড্ড দামী হোক. .. 
আমাদের গল্প ফ্রেমবন্দী নয়, রূপকথায় বন্দী হোক... 


- সুরঞ্জনা

চলো, এবার হাতটা শক্ত করে ধরি অনেকটা পথ চলতে হবে আমাদের, না "একা" নয় "একসাথে"... "এই ছোটো গল্পের দুনিয়ায় উপন্যাস"টা চলো এবার লিখেই ফেলি, অনেক হলো একা একা বাঁচা, একা একা স্বপ্নের জাল বোনা। তাহলে এবার "একসাথে" বাঁচার দিন গুনি.... একসাথে স্বপ্নগুলোর একটা বাস্তবিক রং দিই, সমস্ত চুপকথাদের এবার রূপকথা হয়ে ওঠার সুযোগটা দিয়েই দিই চলো অনেক হলো চুপ করে থাকা, এবার রূপকথাদের সময় তো.... "তুমি- আমি" থেকে শেষে "আমাদের" গল্পটায় ওই ক্ষনিকের মূহুর্তরা বড্ড দামী হোক. .. আমাদের গল্প ফ্রেমবন্দী নয়, রূপকথায় বন্দী হোক... - সুরঞ্জনা

People who shared love close

More like this

Trending Topic