শৈশব যেন মোর ৷
এলোমেলো হয়ে দিলো পারি ৷৷
জন্মেছি যে গরীব বাবার ঘরে ৷
তাই তো শৈশব মোর ডুবলো অন্ধকারে ৷৷
পাশের বাড়ীর অনন্ত রোজ যেন কোথায় যায় ৷
পরনে পরিস্কার নিত্য নতুন কাপর সাজুগুজু করে ৷৷
জিগেস করলে বাবা বলে ওরে বোকা ৷
যায় ও তো ওরা লেখা পঢ়া করতে স্কুলে ৷৷
তাহলে আমিও যাব স্কুলে ৷
মৃদু কণ্ঠে বললে হ্যাঁ যাবি তো স্কুলে ৷৷
কাজ ঠিক হলে দেখবি তোকে ৷
আমিও নাম লাগিয়ে নিয়ে যাব স্কুলে ৷৷
সেও যেন বলার হলো ৬ বছর পার ৷
কিন্তু আমার স্কুলে নাম লাগানো হয়নি আর ৷৷
শৈশব যেন মোর ৷
এলোমেলো হয়ে দিলো পারি ৷৷
জন্মেছি যে গরীব ঘরে ৷
তাই তো শৈশব মোর ডুবলো অন্ধকারে ৷৷
©Rakesh ChoudhurY Karmakar
Happy Children Day
#ChildrensDay