*সুন্ডির ঠিকানায়* বুদ্ধিজীবী নই, আমি সাধারণ মানুষ

"*সুন্ডির ঠিকানায়* বুদ্ধিজীবী নই, আমি সাধারণ মানুষ, আজ চারপাশে,ওড়ে না তো,হিপোক্রিটিক ফানুস! প্যান্ডেলের অসুর কিংবা দৈত্য নাকি ছিলে? সাংবাদিক তর্জায় নাকি,সেদিন? তুমিই হেরেছিলে? স্পষ্ট আমার মনে আছে,তোমার ডিপ্রেসড স্কাল ফ্র্যাকচার, একটু তো তুমিও দিতে পারো ওদের মতো লেকচার। 'ও ডাক্তার' গানে তোমায় কসাই জবাই যত, অনির্বাণদার গলায় সে সুর দেবদূতের মতো। আজকে দেখো;ধর্ম-ওঝা-পীরবাবার দল, কেউ তো মুখে তুলছে না আর চরণামৃতের জল। এই হীরক-রাজ্যে যত যন্তর-মন্তর আছে, তুমিই তো হোচ্ছ বলি,নয়তো মগজ-ধোলাই পাছে। আজ যে আমি উচ্চস্বরে,করব তোমার জয়, জানি তুমি নিরুপায়,শিরদাঁড়ায় ঠেকিয়ে আছে ভয়। তবু আমি আস্থাহারা পাগল কবির মতো, বুক বাঁধব ভরসায়,স্বপ্ন বুনব কতক। যেদিন আবার সূর্য উঠবে,বিষবাষ্প ছাড়া, তোমায় আমি প্রণাম করব,বিজয়-বন্যা ধারা। এবার বোধহয় সময় হল,গুপি-বাঘার গানের, সত্যতাকে সামনে আনায়,কদর জব্বর যাদের। গুনছি প্রহর,উলট-পুরাণ,'মুক্তির মাঠে'র গোড়ায়, খবর পাঠাই বরং আমি,সেই সুন্ডির ঠিকানায়।। ©️Prof Dt Rima Mandal"

 *সুন্ডির ঠিকানায়*

বুদ্ধিজীবী নই, আমি সাধারণ মানুষ,
আজ চারপাশে,ওড়ে না তো,হিপোক্রিটিক ফানুস!
প্যান্ডেলের অসুর কিংবা দৈত্য নাকি ছিলে?
সাংবাদিক তর্জায় নাকি,সেদিন? তুমিই হেরেছিলে?
স্পষ্ট আমার মনে আছে,তোমার ডিপ্রেসড স্কাল ফ্র্যাকচার,
একটু তো তুমিও দিতে পারো ওদের মতো লেকচার।
'ও ডাক্তার' গানে তোমায় কসাই জবাই যত,
অনির্বাণদার গলায় সে সুর দেবদূতের মতো। 
আজকে দেখো;ধর্ম-ওঝা-পীরবাবার দল,
কেউ তো মুখে তুলছে না আর চরণামৃতের জল।
এই হীরক-রাজ্যে যত যন্তর-মন্তর আছে,
তুমিই তো হোচ্ছ বলি,নয়তো মগজ-ধোলাই পাছে।
আজ যে আমি উচ্চস্বরে,করব তোমার জয়,
জানি তুমি নিরুপায়,শিরদাঁড়ায় ঠেকিয়ে আছে ভয়।
তবু আমি আস্থাহারা পাগল কবির মতো,
বুক বাঁধব ভরসায়,স্বপ্ন বুনব কতক।
যেদিন আবার সূর্য উঠবে,বিষবাষ্প ছাড়া,
তোমায় আমি প্রণাম করব,বিজয়-বন্যা ধারা।
এবার বোধহয় সময় হল,গুপি-বাঘার গানের,
সত্যতাকে সামনে আনায়,কদর জব্বর যাদের।
গুনছি প্রহর,উলট-পুরাণ,'মুক্তির মাঠে'র গোড়ায়,
খবর পাঠাই বরং আমি,সেই সুন্ডির ঠিকানায়।।

©️Prof Dt Rima Mandal

*সুন্ডির ঠিকানায়* বুদ্ধিজীবী নই, আমি সাধারণ মানুষ, আজ চারপাশে,ওড়ে না তো,হিপোক্রিটিক ফানুস! প্যান্ডেলের অসুর কিংবা দৈত্য নাকি ছিলে? সাংবাদিক তর্জায় নাকি,সেদিন? তুমিই হেরেছিলে? স্পষ্ট আমার মনে আছে,তোমার ডিপ্রেসড স্কাল ফ্র্যাকচার, একটু তো তুমিও দিতে পারো ওদের মতো লেকচার। 'ও ডাক্তার' গানে তোমায় কসাই জবাই যত, অনির্বাণদার গলায় সে সুর দেবদূতের মতো। আজকে দেখো;ধর্ম-ওঝা-পীরবাবার দল, কেউ তো মুখে তুলছে না আর চরণামৃতের জল। এই হীরক-রাজ্যে যত যন্তর-মন্তর আছে, তুমিই তো হোচ্ছ বলি,নয়তো মগজ-ধোলাই পাছে। আজ যে আমি উচ্চস্বরে,করব তোমার জয়, জানি তুমি নিরুপায়,শিরদাঁড়ায় ঠেকিয়ে আছে ভয়। তবু আমি আস্থাহারা পাগল কবির মতো, বুক বাঁধব ভরসায়,স্বপ্ন বুনব কতক। যেদিন আবার সূর্য উঠবে,বিষবাষ্প ছাড়া, তোমায় আমি প্রণাম করব,বিজয়-বন্যা ধারা। এবার বোধহয় সময় হল,গুপি-বাঘার গানের, সত্যতাকে সামনে আনায়,কদর জব্বর যাদের। গুনছি প্রহর,উলট-পুরাণ,'মুক্তির মাঠে'র গোড়ায়, খবর পাঠাই বরং আমি,সেই সুন্ডির ঠিকানায়।। ©️Prof Dt Rima Mandal

#সুন্ডির_ঠিকানায়
#কলমে✍️ রিমা মন্ডল

People who shared love close

More like this

Trending Topic