আরজি কর: নৃশংস কাণ্ডের ছবি বেরিয়ে আসছে তদন্তে, ধৃত সিভিক ভলান্টিয়ারের অতীতও খুব ‘সুবিধের’ নয়
শুক্রবার সকালে আরজি করের চার তলায় সেমিনার হলে এক মহিলা চিকিৎসকের রক্তাক্ত দেহ উদ্ধার হয়। সেই ঘটনাকে কেন্দ্র করে শনিবার দিনভর উত্তেজনার আঁচ দেখা গেল রাজ্যের বিভিন্ন প্রান্তে।
আরজি কর মেডিক্যাল কলেজে চিকিৎসক পড়ুয়া খুনের ঘটনার তদন্তে যে সব তথ্য উঠে এসেছে, তা থেকে এক নৃশংসতার ছবি সামনে এসেছে। ধর্ষণ-খুনের রহস্যের কিনারা করতে গিয়ে পুলিশ ইতিমধ্যেই গ্রেফতার করেছে এক জনকে। বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্যও হাতে পেয়েছেন তদন্তকারীরা। সেই সব তথ্যের নেপথ্যে স্পষ্ট অভিযুক্তের নৃশংস মানসিকতা। শনিবার আদালতে ঘটনার ভয়াবহয়তা ব্যাখ্যা করতে গিয়ে সরকার পক্ষের আইনজীবী দিল্লির নির্ভয়া-কাণ্ডের প্রসঙ্গ টেনে আনলেন। এমনকি, অভিযুক্ত যদি দোষী প্রমাণিত হয়, তবে ফাঁসির আবেদনও করা হতে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে সরকারের তরফে। অভিযুক্তকে ১৪ দিন পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন শিয়ালদহ আদালতের বিচারক। ঘটনার তদন্ত করতে গিয়ে তদন্তকারীদের আতশকাচের নীচে রয়েছে ধৃতের অতীত জীবনও। তদন্তকারীদের সূত্রে জানা গিয়েছে, সেই অতীতও খুব একটা ‘সুবিধের’ নয় অভিযুক্ত যুবকের।
©BANGLE TIMES
#R_G_Kar_Medical_College_Hospital