ভারত কখনওই নিরপেক্ষ নয়! ইউক্রেনে গিয়ে জ়োলেনস্কিকে | বাংলা উদ্ধৃতি Vid

"ভারত কখনওই নিরপেক্ষ নয়! ইউক্রেনে গিয়ে জ়োলেনস্কিকে মোদী বললেন, ‘শান্তি যে দিকে, আমরা সে দিকেই’ শুক্রবার ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে বিশেষ বৈঠক ছিল মোদীর। প্রায় তিন ঘণ্টা ধরে সেই বৈঠক চলেছে। সূত্রের খবর, মোদী ওই বৈঠকে জেলেনস্কিকে বলেছেন, ভারত চায় ইউক্রেনে দ্রুত শান্তি ফিরুক। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চলাকালীন যখন বিভিন্ন দেশ রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করছে, তখনও রাশিয়ার সঙ্গে বাণিজ্যের সুতো কাটেনি ভারত। এই সে দিন রুশ সফরে গিয়ে পুতিনের সঙ্গে একান্তে বৈঠকও করে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার তিনি যান রাশিয়ার প্রতিপক্ষ দেশ ইউক্রেনে। সেখানে এসে প্রেসিডেন্ট ভোলোদিমির জ়েলেনস্কির কাঁধেও হাত রেখেছেন মোদী। সেই সঙ্গে জানিয়েছেন, যুদ্ধ চলাকালীন ভারত কোনও পক্ষ নেয়নি। তবে তারা নিরপেক্ষও ছিল না। ভারত বরাবর শান্তির পক্ষে ছিল এবং তা-ই থাকবে। ©BANGLE TIMES "

ভারত কখনওই নিরপেক্ষ নয়! ইউক্রেনে গিয়ে জ়োলেনস্কিকে মোদী বললেন, ‘শান্তি যে দিকে, আমরা সে দিকেই’ শুক্রবার ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে বিশেষ বৈঠক ছিল মোদীর। প্রায় তিন ঘণ্টা ধরে সেই বৈঠক চলেছে। সূত্রের খবর, মোদী ওই বৈঠকে জেলেনস্কিকে বলেছেন, ভারত চায় ইউক্রেনে দ্রুত শান্তি ফিরুক। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চলাকালীন যখন বিভিন্ন দেশ রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করছে, তখনও রাশিয়ার সঙ্গে বাণিজ্যের সুতো কাটেনি ভারত। এই সে দিন রুশ সফরে গিয়ে পুতিনের সঙ্গে একান্তে বৈঠকও করে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার তিনি যান রাশিয়ার প্রতিপক্ষ দেশ ইউক্রেনে। সেখানে এসে প্রেসিডেন্ট ভোলোদিমির জ়েলেনস্কির কাঁধেও হাত রেখেছেন মোদী। সেই সঙ্গে জানিয়েছেন, যুদ্ধ চলাকালীন ভারত কোনও পক্ষ নেয়নি। তবে তারা নিরপেক্ষও ছিল না। ভারত বরাবর শান্তির পক্ষে ছিল এবং তা-ই থাকবে। ©BANGLE TIMES

#PM_modi #ukraine

People who shared love close

More like this

Trending Topic