সকাল সাঁঝে চলছে খেলা মা বোঝে না ছেলের জ্বালা! স্বা | বাংলা Poetry

"সকাল সাঁঝে চলছে খেলা মা বোঝে না ছেলের জ্বালা! স্বার্থ শেষে যে যার ঘরে, মা কেমনে যায় গো চলে ? হাজার আঘাত ছেলের গায় হাজার কাঁটা ফুটেছে যে পায়! আজ পড়েছি কাল দাঁড়াবো, কে বলেছে হারিয়ে যাবো! মা এর আছে হাজার ছেলে, ছেলের তো নেই আরেকটা মা! মায়ের হৃদয় কান্না জানে, ছেলের হৃদয় কাঠের কি মা? কোলের ছেলের ধুলো ঝেড়ে আসল মা'ই নেয় কোলে তুলে, বলতে পারো, গায়ে কাদা হলে কোন মা দেয় ছুঁড়ে ফেলে? মা'ই যদি, না চাই ফিরে কি হবে তবে স্বপ্ন ঘিরে? মা আছে থাক হৃদয়ে তলে থাক ভালোবাসা নয়ন জলে। লেখা :- অমিত কুন্ডু ©Amit Kundu"

 সকাল সাঁঝে চলছে খেলা
মা বোঝে না ছেলের জ্বালা!
স্বার্থ শেষে যে যার ঘরে,
মা কেমনে যায় গো চলে ?

হাজার আঘাত ছেলের গায়
হাজার কাঁটা ফুটেছে যে পায়!
আজ পড়েছি কাল দাঁড়াবো,  
কে বলেছে হারিয়ে যাবো!

মা এর আছে হাজার ছেলে,
ছেলের তো নেই আরেকটা মা!
মায়ের হৃদয় কান্না জানে,
ছেলের হৃদয় কাঠের কি মা?

কোলের ছেলের ধুলো ঝেড়ে 
আসল মা'ই নেয়  কোলে তুলে,
বলতে পারো, গায়ে কাদা হলে
কোন মা দেয় ছুঁড়ে ফেলে?

মা'ই যদি, না চাই ফিরে
কি হবে তবে স্বপ্ন ঘিরে?
মা আছে থাক হৃদয়ে তলে 
থাক ভালোবাসা  নয়ন জলে।

লেখা :- অমিত কুন্ডু

©Amit Kundu

সকাল সাঁঝে চলছে খেলা মা বোঝে না ছেলের জ্বালা! স্বার্থ শেষে যে যার ঘরে, মা কেমনে যায় গো চলে ? হাজার আঘাত ছেলের গায় হাজার কাঁটা ফুটেছে যে পায়! আজ পড়েছি কাল দাঁড়াবো, কে বলেছে হারিয়ে যাবো! মা এর আছে হাজার ছেলে, ছেলের তো নেই আরেকটা মা! মায়ের হৃদয় কান্না জানে, ছেলের হৃদয় কাঠের কি মা? কোলের ছেলের ধুলো ঝেড়ে আসল মা'ই নেয় কোলে তুলে, বলতে পারো, গায়ে কাদা হলে কোন মা দেয় ছুঁড়ে ফেলে? মা'ই যদি, না চাই ফিরে কি হবে তবে স্বপ্ন ঘিরে? মা আছে থাক হৃদয়ে তলে থাক ভালোবাসা নয়ন জলে। লেখা :- অমিত কুন্ডু ©Amit Kundu

#chaand

People who shared love close

More like this

Trending Topic