আমি বার বার , হেরে যাওয়ার পর জিততে শিখেছি ...

"আমি বার বার , হেরে যাওয়ার পর জিততে শিখেছি ... নিজের কাছ থেকে অনেকবার পালিয়ে যাওয়ার পর , আমি আবার ফিরে এসেছি .... আর আমায় সিগারেটের মত পুড়িও না , একদিন তাহলে ফুরিয়ে যাবো, আমাকে উড়িয়ে দাও, খোলা আকাশে, আমি এক মুঠো ভালোবাসা ঠিক খুঁজে নেবো, আসবোনা আর , তোমার কাছে ফিরে, দেবোনা আর তোমার ডাকে সারা । আমি মিশে যাবো , রাতের আকাশে , যেখানে নীলচে তারার আলোয় , কিছু স্বপ্ন হয় রঙিন। যেখানে নীল রঙ থাকে ক্যানভাসে আর, ভালোবাসার গল্প হয় প্রতিদিন। এসব ছেড়ে আর, তোমার কাছে , আসবো না আমি ফিরে, দেবনা আর তোমার ডাকে সাড়া... এখানে আমি বেশ থাকবো আমার চারিদিকে তারাদের পাহারা।। ” সাহাবুদ্দিন মিন্টু ” ©Shahabuddin mintu"

 আমি বার বার ,		
হেরে যাওয়ার পর		
জিততে শিখেছি ...		
নিজের কাছ থেকে অনেকবার		
পালিয়ে যাওয়ার পর ,		
আমি আবার ফিরে এসেছি ....		
		
আর আমায় সিগারেটের মত		
পুড়িও না ,		
একদিন তাহলে ফুরিয়ে যাবো,		
আমাকে উড়িয়ে দাও,		
খোলা আকাশে,		
আমি এক মুঠো ভালোবাসা		
ঠিক খুঁজে নেবো,		
আসবোনা আর ,		
তোমার কাছে ফিরে,		
দেবোনা আর তোমার ডাকে সারা ।		
		
আমি মিশে যাবো ,		
রাতের আকাশে ,		
যেখানে নীলচে তারার আলোয় ,		
কিছু স্বপ্ন হয় রঙিন।		
যেখানে নীল রঙ থাকে		
ক্যানভাসে আর,		
ভালোবাসার গল্প হয় প্রতিদিন।		
		
এসব ছেড়ে আর,		
তোমার কাছে ,		
আসবো না আমি ফিরে,		
দেবনা আর তোমার ডাকে সাড়া...		
এখানে আমি বেশ থাকবো		
আমার চারিদিকে তারাদের পাহারা।।		
		
” সাহাবুদ্দিন মিন্টু ”

©Shahabuddin mintu

আমি বার বার , হেরে যাওয়ার পর জিততে শিখেছি ... নিজের কাছ থেকে অনেকবার পালিয়ে যাওয়ার পর , আমি আবার ফিরে এসেছি .... আর আমায় সিগারেটের মত পুড়িও না , একদিন তাহলে ফুরিয়ে যাবো, আমাকে উড়িয়ে দাও, খোলা আকাশে, আমি এক মুঠো ভালোবাসা ঠিক খুঁজে নেবো, আসবোনা আর , তোমার কাছে ফিরে, দেবোনা আর তোমার ডাকে সারা । আমি মিশে যাবো , রাতের আকাশে , যেখানে নীলচে তারার আলোয় , কিছু স্বপ্ন হয় রঙিন। যেখানে নীল রঙ থাকে ক্যানভাসে আর, ভালোবাসার গল্প হয় প্রতিদিন। এসব ছেড়ে আর, তোমার কাছে , আসবো না আমি ফিরে, দেবনা আর তোমার ডাকে সাড়া... এখানে আমি বেশ থাকবো আমার চারিদিকে তারাদের পাহারা।। ” সাহাবুদ্দিন মিন্টু ” ©Shahabuddin mintu

#L♥️ve #Bangla #Poetry #poem

People who shared love close

More like this

Trending Topic