লেবানন থেকে লাগাতার হামলা, ১৩০টি রকেট ধেয়ে গেল ইজ় | বাংলা উদ্ধৃতি

"লেবানন থেকে লাগাতার হামলা, ১৩০টি রকেট ধেয়ে গেল ইজ়রায়েলে, বাড়ি ভেঙে জখম অনেকে রকেট ও ড্রোন হামলায় উত্তর ইজ়রায়েলে জখম হয়েছেন অন্তত ১৯ জন। কয়েকটি সংবাদমাধ্যমে দাবি, আহতের সংখ্যা আরও বেশি। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজ়বুল্লা এই হামলার নেপথ্যে রয়েছে বলে অনুমান। ইজ়রায়েলে শনিবার দিনভর রকেট হামলা। অন্তত ১৩০টি রকেট ইজ়রায়েলের ভূখণ্ড লক্ষ্য করে ছোড়া হয়েছে শনিবার। সঙ্গে ছিল ড্রোন হামলাও। ইজ়রায়েলের সেনাবাহিনীকে উদ্ধৃত করে এমনটাই জানিয়েছে সে দেশের সংবাদমাধ্যম টাইম্‌‌স অফ ইজ়রায়েল। রকেটগুলি অধিকাংশই উড়ে এসেছে লেবাননের দিক থেকে। ©BANGLE TIMES"

 লেবানন থেকে লাগাতার হামলা, ১৩০টি রকেট ধেয়ে গেল ইজ়রায়েলে, বাড়ি ভেঙে জখম অনেকে

রকেট ও ড্রোন হামলায় উত্তর ইজ়রায়েলে জখম হয়েছেন অন্তত ১৯ জন। কয়েকটি সংবাদমাধ্যমে দাবি, আহতের সংখ্যা আরও বেশি। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজ়বুল্লা এই হামলার নেপথ্যে রয়েছে বলে অনুমান।


ইজ়রায়েলে শনিবার দিনভর রকেট হামলা। অন্তত ১৩০টি রকেট ইজ়রায়েলের ভূখণ্ড লক্ষ্য করে ছোড়া হয়েছে শনিবার। সঙ্গে ছিল ড্রোন হামলাও। ইজ়রায়েলের সেনাবাহিনীকে উদ্ধৃত করে এমনটাই জানিয়েছে সে দেশের সংবাদমাধ্যম টাইম্‌‌স অফ ইজ়রায়েল। রকেটগুলি অধিকাংশই উড়ে এসেছে লেবাননের দিক থেকে।

©BANGLE TIMES

লেবানন থেকে লাগাতার হামলা, ১৩০টি রকেট ধেয়ে গেল ইজ়রায়েলে, বাড়ি ভেঙে জখম অনেকে রকেট ও ড্রোন হামলায় উত্তর ইজ়রায়েলে জখম হয়েছেন অন্তত ১৯ জন। কয়েকটি সংবাদমাধ্যমে দাবি, আহতের সংখ্যা আরও বেশি। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজ়বুল্লা এই হামলার নেপথ্যে রয়েছে বলে অনুমান। ইজ়রায়েলে শনিবার দিনভর রকেট হামলা। অন্তত ১৩০টি রকেট ইজ়রায়েলের ভূখণ্ড লক্ষ্য করে ছোড়া হয়েছে শনিবার। সঙ্গে ছিল ড্রোন হামলাও। ইজ়রায়েলের সেনাবাহিনীকে উদ্ধৃত করে এমনটাই জানিয়েছে সে দেশের সংবাদমাধ্যম টাইম্‌‌স অফ ইজ়রায়েল। রকেটগুলি অধিকাংশই উড়ে এসেছে লেবাননের দিক থেকে। ©BANGLE TIMES

#lebanon

People who shared love close

More like this

Trending Topic