অরোযোগ
মেহেদী হাসান হাওলাদার!!
যদি একই সাথে ভাঙে ঘুম,দেখি এক আলোর প্রভাত
তবে কিসের এত ক্রোধ, হিংসা! কিসের এত তফাৎ??
যদি একই কন্ঠে বলি-আল্লাহ,যিশু বা জয় শ্রী রাম!!!
যদি সূপ্ত চেতনায় হয়ে উজ্জীবিত করি মুক্ত ধরাধাম¶
আকাশের বুকে সাদা-কালোর মিলনমেলা হয়ে থাকে
কালো মেঘের ধোঁয়াশা দেখে কি আকাশ ভূলে যাবে?
আমার গোত্র যা শিখিয়েছে,তাতে করছি ভক্তি অনর্গল
আমি আমার পথে হাঁটছি, তুই তোর মত আযান তোল
যদি একই কাঠামোর গড়া দেহে বহে এক ধারার প্রপাত
এক হয় যদি আবাসন,জন্ম-মৃত্যু!কিসের এত প্রতিঘাত?
একই সুরে গাই সাম্যের গান,ডাকি জন্মধারিনী মাকে!!
যদি এক বাঁকে চলে প্রেম!মানবতা রয়েছে কেন ফাকে?
আমার আজ জানতেই হবে,কি ভূল ছিল আমার জন্মে?
কেন আমি নিস্পেশিত?কেন নেই আমি শক্তি-প্রবল ধর্মে
যদি পিতা-মাতা না ছাড়াই যাবে!ধর্ম কেমনে তো ছাড়ি??
বলি হে সৃষ্টিকর্তা!!এ কোন খেয়াল?এ কেমন মহামারী!!
যদি হই ব্যথায় ব্যথিত। তবে গলায় ধরতে এত সংকোচ?
মুখে মুখে সাম্প্রতিক সাম্যতা;হয় না মোটেও এর প্রয়োগ
আসলে ধর্ম,বর্নের এ বৈষম্য সবই অসাধুতার অনুযোগ...
ইহা মূল ছিঁড়ে করা নির্বাসন নীতি, যাহা ঘটায় অরোযোগ
অরযোগ
মেহেদী হাসান এল বি