#ভাবের পাঁচালি দূরের গন্ধ আস্তিন ছোঁয়, ঘন হয়ে ওঠে

"#ভাবের পাঁচালি দূরের গন্ধ আস্তিন ছোঁয়, ঘন হয়ে ওঠে, আরো ঘন হয় ঠোঁট। গভীর থেকে গভীরতর পথ পেরোয় বাঁধ ভাঙা চোট। এলো চুল? সে তো কবেকার কথা! এঁকেছিল তুলি-টান, কথা দেওয়া ছিল কথা-দের দলে ভিড়বে আদান-প্রদান। মিটে গেছে সাধ? সে কি আহ্লাদ, দেখা হবে কোনোদিন! শুভমহরৎ আনবে ফেরৎ 'না দেখা'দের ঋণ! ভাবিকাল সব অতীত এখন, ভবিতব্য-ই শ্রেয়, বাস্তব থাক ঘুমের গাথায়, স্বপনে-ই দেখা দিয়ো.... -সুদেষ্ণা"

 #ভাবের পাঁচালি

দূরের গন্ধ আস্তিন ছোঁয়,
ঘন হয়ে ওঠে,
আরো ঘন হয় ঠোঁট।
গভীর থেকে গভীরতর
পথ পেরোয়
বাঁধ ভাঙা চোট।

এলো চুল?
সে তো কবেকার কথা!
এঁকেছিল তুলি-টান,
কথা দেওয়া ছিল
কথা-দের দলে 
ভিড়বে আদান-প্রদান।

মিটে গেছে সাধ?
সে কি আহ্লাদ,
দেখা হবে কোনোদিন!
শুভমহরৎ 
আনবে ফেরৎ
'না দেখা'দের ঋণ!

ভাবিকাল সব অতীত এখন,
ভবিতব্য-ই শ্রেয়,
বাস্তব থাক ঘুমের গাথায়,
স্বপনে-ই দেখা দিয়ো....
 
-সুদেষ্ণা

#ভাবের পাঁচালি দূরের গন্ধ আস্তিন ছোঁয়, ঘন হয়ে ওঠে, আরো ঘন হয় ঠোঁট। গভীর থেকে গভীরতর পথ পেরোয় বাঁধ ভাঙা চোট। এলো চুল? সে তো কবেকার কথা! এঁকেছিল তুলি-টান, কথা দেওয়া ছিল কথা-দের দলে ভিড়বে আদান-প্রদান। মিটে গেছে সাধ? সে কি আহ্লাদ, দেখা হবে কোনোদিন! শুভমহরৎ আনবে ফেরৎ 'না দেখা'দের ঋণ! ভাবিকাল সব অতীত এখন, ভবিতব্য-ই শ্রেয়, বাস্তব থাক ঘুমের গাথায়, স্বপনে-ই দেখা দিয়ো.... -সুদেষ্ণা

People who shared love close

More like this

Trending Topic