এবারে ছেড়ে যেও.. বহু বহু কথায় পরস্পর পরস্পরকে | বাংলা Poetry

"এবারে ছেড়ে যেও.. বহু বহু কথায় পরস্পর পরস্পরকে বিঁধে.. মিটিয়েছি দুজনায় নিজ নিজ খিদে, এবারে ছেড়ে যেও। তোমার কিছুই ছিল না কোনোদিন হারাবার.. সদা ব্যস্ত তুমি ঘরে বাইরে সঙ্গীসনে হাজার, যা হারিয়ে গেল তা গেল শুধুমাত্র আমার.. এবারে ছেড়ে যেও। আকাশ দীপ্ত হয় দিগদিগন্ত জুড়ে সূর্যের প্রকাশে.. কখনো রামধনু রঙে খিলখিলিয়ে সে হাসে, আবার ভরা শ্রাবণে একুল ওকুল দুকূল নিয়ে ভাসে, আজ বুঝি, প্রকৃতির চরিত্র কেন অকারণে তোমার মাঝেও আসে.. এবারে ছেড়ে যেও। ওই অঙ্গীকার তোমার, ছিল ছেলে ভোলানো কথা কারো একাকীত্ব বুঝে নিজ ফুরসতে শোনানো গল্পগাঁথা.. এবারে ছেড়ে যেও। কোনোদিনই পূরণ হবার নয় আমার এমন চাওয়া, দূরে থেকে, দূরত্বে রেখে কথার স্রোতে মিছেই ভেসে যাওয়া.. পারিপার্শ্বিকে সবই যে হয় তোমার তাৎক্ষণিক পাওয়া, আজ ক্ষত প্রচুর, ক্ষমতা নেই আবারও নতুন ক্ষত নাওয়া.. এবারে ছেড়ে যেও।। © ©"বিলম্বিত-লয়""

 এবারে ছেড়ে যেও.. 

বহু বহু কথায় পরস্পর পরস্পরকে বিঁধে.. 
মিটিয়েছি দুজনায় নিজ নিজ খিদে, 
এবারে ছেড়ে যেও। 

তোমার কিছুই ছিল না কোনোদিন হারাবার.. 
সদা ব্যস্ত তুমি ঘরে বাইরে সঙ্গীসনে হাজার, 
যা হারিয়ে গেল তা গেল শুধুমাত্র আমার.. 
এবারে ছেড়ে যেও। 

আকাশ দীপ্ত হয় দিগদিগন্ত জুড়ে সূর্যের প্রকাশে.. 
কখনো রামধনু রঙে খিলখিলিয়ে সে হাসে, 
আবার ভরা শ্রাবণে একুল ওকুল দুকূল নিয়ে ভাসে, 
আজ বুঝি, প্রকৃতির চরিত্র কেন অকারণে তোমার মাঝেও আসে.. 
এবারে ছেড়ে যেও।

ওই অঙ্গীকার তোমার, ছিল ছেলে ভোলানো কথা
কারো একাকীত্ব বুঝে নিজ ফুরসতে শোনানো গল্পগাঁথা.. 
এবারে ছেড়ে যেও।

কোনোদিনই পূরণ হবার নয় আমার এমন চাওয়া,
দূরে থেকে, দূরত্বে রেখে কথার স্রোতে মিছেই ভেসে যাওয়া..
পারিপার্শ্বিকে সবই যে হয় তোমার তাৎক্ষণিক পাওয়া,
আজ ক্ষত প্রচুর, ক্ষমতা নেই আবারও নতুন ক্ষত নাওয়া..
এবারে ছেড়ে যেও।।
©

©"বিলম্বিত-লয়"

এবারে ছেড়ে যেও.. বহু বহু কথায় পরস্পর পরস্পরকে বিঁধে.. মিটিয়েছি দুজনায় নিজ নিজ খিদে, এবারে ছেড়ে যেও। তোমার কিছুই ছিল না কোনোদিন হারাবার.. সদা ব্যস্ত তুমি ঘরে বাইরে সঙ্গীসনে হাজার, যা হারিয়ে গেল তা গেল শুধুমাত্র আমার.. এবারে ছেড়ে যেও। আকাশ দীপ্ত হয় দিগদিগন্ত জুড়ে সূর্যের প্রকাশে.. কখনো রামধনু রঙে খিলখিলিয়ে সে হাসে, আবার ভরা শ্রাবণে একুল ওকুল দুকূল নিয়ে ভাসে, আজ বুঝি, প্রকৃতির চরিত্র কেন অকারণে তোমার মাঝেও আসে.. এবারে ছেড়ে যেও। ওই অঙ্গীকার তোমার, ছিল ছেলে ভোলানো কথা কারো একাকীত্ব বুঝে নিজ ফুরসতে শোনানো গল্পগাঁথা.. এবারে ছেড়ে যেও। কোনোদিনই পূরণ হবার নয় আমার এমন চাওয়া, দূরে থেকে, দূরত্বে রেখে কথার স্রোতে মিছেই ভেসে যাওয়া.. পারিপার্শ্বিকে সবই যে হয় তোমার তাৎক্ষণিক পাওয়া, আজ ক্ষত প্রচুর, ক্ষমতা নেই আবারও নতুন ক্ষত নাওয়া.. এবারে ছেড়ে যেও।। © ©"বিলম্বিত-লয়"

#Khat

People who shared love close

More like this

Trending Topic