আসুন
ছড়াট্টা লিখি
নিয়ম
আটটি লাইনের এই ছড়ার বিন্যাসলাইন হিসেবে ক খ গ হিসেবে টিহ্নত করছি।
লাইনের বিন্যাস বা মিল কেমন দেখে নিই
প্রথম লাইন ক
দ্বিতীয় লাইন খ
তৃতীয় লাইন গ
চথুর্ত লাইন গ
পঞ্চম লাইন ঘ
ষষ্ঠ লাইন ঘ
সপ্তম লাইন ঙ
অষ্টম লাইন খ
উদাহরণ
প্রভাতের আলোয় যেই তুমি এলে
ঘুমঘোর অবসানে
কলতানে মুখরিত ঘিরে থাকা রেশ
মধুময় হাসিরাশি চরাচর বেশ
লিখে রাখে যত স্বরলিপি মধুমায়া
কিরণে আলো মাখা আধো ছায়াকায়া
মিলেমিশে থাকে জাগরুক উদ্ভাস
ছোয়া লাগা গানে
#StreetNight