আমি অনিরুদ্ধ। ডাক নাম অনি। আজ ১২ দিন হল আমি কিছু ল | English Quotes

"আমি অনিরুদ্ধ। ডাক নাম অনি। আজ ১২ দিন হল আমি কিছু লিখিনি নিজের কিছু ব্যক্তিগত কারনের জন্য। ১২ দিন! দেখলে মনে হয় এই তো কেটে গেল। কিন্তু এই ১২ দিন আমার জীবনের কিছু গুরুত্বপূর্ণ দিনের মধ্যে সবসময় পড়বে। এই দিন গুলোর মধ্যে আমি অনেক কিছু বুঝতে পেরেছি, জানতে পেরেছি। হয়তো সবকটা ঠিক না হতে পারে কিন্তু কিছুটা এগোনোর মত রাস্তা পাওয়া গেছে। আমার একটা খারাপ অভ্যাস আছে। আমি লোকজনের সামনে অতটা ফ্রি না যতটা আমি একা থাকলে হই। এই কারনে আমি বুঝিয়ে বলতে হয়তো অক্ষম। এই ১২ দিন আমাকে অনেক কিছু শিখিয়েছে। একা আমি আগেও থেকেছি কিন্তু এইটা একটা আলাদা অনুভূতি। জানতে পেরেছি নিজের চিতকার টা বাইরে বের করা কতটা দরকার। মুখ চাপা রেখে তো অনেক কষ্টই আমার বালিশ ভিজিয়েছে কিন্তু মাঝে মাঝে একটা চিতকার দরকার। বুঝতে পেরেছি জীবনে হুশে আসতে হলে মাঝে মাঝে বেহুশ হওয়া টাও দরকার। জানতে পারলাম এই ব্যস্ত জীবনে কারোর কাছে অত সময় নেই জানার জন্য, অন্যর জীবনে কি হচ্ছে। দেখলাম, বুঝলাম, শিখলাম। নিজের ঠিক, নিজের ভুল, নিজের বোকামি, নিজের অবহেলা। জানলাম মনের ভাবনা সবার এক থাকে না। আমি যার জন্য যতটা ভাবছি, তারা নাও ভাবতে পারে। বুঝতে পারলাম, এই হাঁসি, কান্না, চিন্তা, অভিমান, কষ্ট, ক্ষত আর বেহুশির পরেও আমি হারিনি। কেউ আছে যে আমাকে সামলে রেখেছে। শিক্ষা পেলাম, প্রত্যাশা হীন ভালোবাসার জীবন কি ভাবে চালাতে হয়। ©Ananta Dasgupta"

 আমি অনিরুদ্ধ। ডাক নাম অনি। আজ ১২ দিন হল আমি কিছু লিখিনি নিজের কিছু ব্যক্তিগত কারনের জন্য। ১২ দিন! দেখলে মনে হয় এই তো কেটে গেল। কিন্তু এই ১২ দিন আমার জীবনের কিছু গুরুত্বপূর্ণ দিনের মধ্যে সবসময় পড়বে। এই দিন গুলোর মধ্যে আমি অনেক কিছু বুঝতে পেরেছি, জানতে পেরেছি। হয়তো সবকটা ঠিক না হতে পারে কিন্তু কিছুটা এগোনোর মত রাস্তা পাওয়া গেছে। 

আমার একটা খারাপ অভ্যাস আছে। আমি লোকজনের সামনে অতটা ফ্রি না যতটা আমি একা থাকলে হই। এই কারনে আমি বুঝিয়ে বলতে হয়তো অক্ষম। এই ১২ দিন আমাকে অনেক কিছু শিখিয়েছে। একা আমি আগেও থেকেছি কিন্তু এইটা একটা আলাদা অনুভূতি। 

জানতে পেরেছি নিজের চিতকার টা বাইরে বের করা কতটা দরকার। মুখ চাপা রেখে তো অনেক কষ্টই আমার বালিশ ভিজিয়েছে কিন্তু মাঝে মাঝে একটা চিতকার দরকার। বুঝতে পেরেছি জীবনে হুশে আসতে হলে মাঝে মাঝে বেহুশ হওয়া টাও দরকার। জানতে পারলাম এই ব্যস্ত জীবনে কারোর কাছে অত সময় নেই জানার জন্য, অন্যর জীবনে কি হচ্ছে। দেখলাম, বুঝলাম, শিখলাম। নিজের ঠিক, নিজের ভুল, নিজের বোকামি, নিজের অবহেলা। 

জানলাম মনের ভাবনা সবার এক থাকে না। আমি যার জন্য যতটা ভাবছি, তারা নাও ভাবতে পারে। বুঝতে পারলাম, এই হাঁসি, কান্না, চিন্তা, অভিমান, কষ্ট, ক্ষত আর বেহুশির পরেও আমি হারিনি। কেউ আছে যে আমাকে সামলে রেখেছে। শিক্ষা পেলাম, প্রত্যাশা হীন ভালোবাসার জীবন কি ভাবে চালাতে হয়।

©Ananta Dasgupta

আমি অনিরুদ্ধ। ডাক নাম অনি। আজ ১২ দিন হল আমি কিছু লিখিনি নিজের কিছু ব্যক্তিগত কারনের জন্য। ১২ দিন! দেখলে মনে হয় এই তো কেটে গেল। কিন্তু এই ১২ দিন আমার জীবনের কিছু গুরুত্বপূর্ণ দিনের মধ্যে সবসময় পড়বে। এই দিন গুলোর মধ্যে আমি অনেক কিছু বুঝতে পেরেছি, জানতে পেরেছি। হয়তো সবকটা ঠিক না হতে পারে কিন্তু কিছুটা এগোনোর মত রাস্তা পাওয়া গেছে। আমার একটা খারাপ অভ্যাস আছে। আমি লোকজনের সামনে অতটা ফ্রি না যতটা আমি একা থাকলে হই। এই কারনে আমি বুঝিয়ে বলতে হয়তো অক্ষম। এই ১২ দিন আমাকে অনেক কিছু শিখিয়েছে। একা আমি আগেও থেকেছি কিন্তু এইটা একটা আলাদা অনুভূতি। জানতে পেরেছি নিজের চিতকার টা বাইরে বের করা কতটা দরকার। মুখ চাপা রেখে তো অনেক কষ্টই আমার বালিশ ভিজিয়েছে কিন্তু মাঝে মাঝে একটা চিতকার দরকার। বুঝতে পেরেছি জীবনে হুশে আসতে হলে মাঝে মাঝে বেহুশ হওয়া টাও দরকার। জানতে পারলাম এই ব্যস্ত জীবনে কারোর কাছে অত সময় নেই জানার জন্য, অন্যর জীবনে কি হচ্ছে। দেখলাম, বুঝলাম, শিখলাম। নিজের ঠিক, নিজের ভুল, নিজের বোকামি, নিজের অবহেলা। জানলাম মনের ভাবনা সবার এক থাকে না। আমি যার জন্য যতটা ভাবছি, তারা নাও ভাবতে পারে। বুঝতে পারলাম, এই হাঁসি, কান্না, চিন্তা, অভিমান, কষ্ট, ক্ষত আর বেহুশির পরেও আমি হারিনি। কেউ আছে যে আমাকে সামলে রেখেছে। শিক্ষা পেলাম, প্রত্যাশা হীন ভালোবাসার জীবন কি ভাবে চালাতে হয়। ©Ananta Dasgupta

#anantadasgupta #Nojoto #Bengali #bengalistory #bengaliwriting

People who shared love close

More like this

Trending Topic