বসন্ত কে ব্যস্ত হয়ে যেতে বিনোদিনী কাঁধ থেকে মাথাট | বাংলা Quotes

"বসন্ত কে ব্যস্ত হয়ে যেতে বিনোদিনী কাঁধ থেকে মাথাটা সড়িয়ে নেয়। বসন্ত কিছুটা এগিয়ে গিয়ে কথা বলে কিন্তু বিনোদিনী বুঝতে পারে এটা বসন্ত সাধারণ ভাবে কথা বলছে না। ওর মুখে অন্য একটা ভাব। ফোন রেখে দিয়ে বিনোদিনীর পাসে এসে বসল বসন্ত। --"কি হয়েছে?" বিনোদিনী একটু কাছে এগিয়ে জিজ্ঞাসা করল। --"ঐশানি বলে আমার এক কলিগ। পছন্দ করে আমাকে।" কথাটা শুনে আতকে উঠল বিনোদিনী কিন্তু মুখে কিছু নেই। --"আমি স্পষ্ট বলেছি কি আমার সেরকম কোনো ফিলিংস নেই ওর জন্য একটা ভালো বন্ধু ছাড়া। আজ বলেছিল দেখা করতে। আমি কোনো কমিটমেন্ট দেইনি কিন্তু আমার ফেসবুক পোস্ট দেখে আমাকে কল করে দশটা কথা বলছে। ওর এই সন্দেহবাতিক মনোবৃত্তি আমার ভালো লাগে না।" --"তাহলে তোর কি ভালো লাগে?" বিনোদিনীর কথা শেষ হতে শুরু হলো ঝমঝমিয়ে বৃষ্টি। নিজের ঘড়ি আর মোবাইল বিনোদিনী কে দিয়ে বসন্ত চলে গেলে বৃষ্টির মাঝে। বসন্তের আগাগোড়া বৃষ্টি পছন্দ। বিনোদিনীর মানা করাতেও শোনেনি। একটু পরে বিনোদিনী টেনে নিয়ে আসল সিড়ির দিকে। --"কোনো কথা শুনিস না আমার।" বিনোদিনী সাড়ির আঁচল দিয়ে বসন্তের মাথা আর মুখ মুছিয়ে দিল। বসন্ত যখন নিজের চুল ঝাড়ছে তখন বিনোদিনীর চোখ আটকে গেল বসন্তের শরীর থেকে গড়ানো জলের ওপর। প্রত্যেক জলের বিন্দু জায়গা নিচ্ছে ওর ভিজে যাওয়া শার্টের মধ্যে। বিনোদিনী নিজেকে সংযত করে বসন্ত কে ওর মোবাইল আর ঘড়ি দিয়ে দিল। বিনোদিনী নিজেকে গুটিয়ে নিয়ে বাড়ি যাওয়ার কথা ভেবে বাস স্টপে দাড়ায়। --"চল। আবার দেখা হবে।" বিনোদিনী এইটা বলে বসন্ত কে বিদায় দিল। হঠাৎ বসন্তর চোখ পরে একটা লোকের ওপর যে বিনোদিনীর পিছনে উঠল। বিনোদিনী প্রায় অনেকটা ভিজে গেছে আর লোকটার নজর বার বার বিনোদিনীর দিকেই। বসন্ত চলন্ত বসে উঠে গিয়ে বিনোদিনীর পিছনে দাড়িয়ে গেল। --"তুই উঠলি কেনো?" "তোকে বাড়ি ছেড়ে দিয়ে ফিরে যাব।" বসন্তর কন্ঠস্বর গম্ভীর আর এটার কারণ বিনোদিনী বুঝেছে। লোকটার আরেকবার দেখতে বসন্ত ওর দিকেই তাকাল তীক্ষ্ণ দৃষ্টি তে। প্রথম বার বসন্ত ঈর্ষা অনুভব করল তবে এটা বন্ধুত্বের নয়। অন্য কিছু। বিনোদিনীর পাশে এসে দাড়াল বসন্ত। বসে যত চোখ বিনোদিনী কে দেখছে, সেই প্রতিটি চোখ আর ওর দিকে তাকায়নি। বিনোদিনী বসন্তের চোখে আজ অন্য এক ছেলে কে দেখছে। বসন্ত বিনোদিনীর পিঠে লাগা জল মুছিয়ে দিয়ে আঁচল টা ওর কোমরে রেখে নিজের দিকে টানল। আচমকা এই টানে বিনোদিনী খুব কাছে এসে গিয়ে দাঁড়ায়। বিনোদিনীর একটা হাতে বসন্তর শার্ট ধরে রেখেছে, সামান্য থেকে একটু বেশি জোরে মুঠো করে। বসন্তর নিঃশ্বাস সামান্য নয়। ও এই উথাল পাথালের মাঝে বয়ে যাচ্ছে আর বিনোদিনীর ঘাড়ে ছুঁয়ে যাচ্ছে বসন্তর সেই অনিয়ন্ত্রিত নিঃশ্বাস। বসের ঠেলায় বসন্ত আরও জোরে ধরে রেখেছে তাকে, হাত কোমরে ঢাকা। সহসা দুজনের চোখাচোখি হল। ঘাম আর জলে বিনোদিনীর চেহারা মেখে গেছে। বসন্ত আস্তে করে ওর চেহারা মুছে দিল। বিনোদিনী চোখ বন্ধ করে ফেলেছে। বসন্তর হাতের ছোঁয়া ওকে পাগল করে দিচ্ছে। বিনোদিনী আঁকড়ে ধড়ল বসন্ত কে আরও জোরে। ©Ananta Dasgupta"

 বসন্ত কে ব্যস্ত হয়ে যেতে বিনোদিনী কাঁধ থেকে মাথাটা সড়িয়ে নেয়। বসন্ত কিছুটা এগিয়ে গিয়ে কথা বলে কিন্তু বিনোদিনী বুঝতে পারে এটা বসন্ত সাধারণ ভাবে কথা বলছে না। ওর মুখে অন্য একটা ভাব। ফোন রেখে দিয়ে বিনোদিনীর পাসে এসে বসল বসন্ত। 

--"কি হয়েছে?" বিনোদিনী একটু কাছে এগিয়ে জিজ্ঞাসা করল।
--"ঐশানি বলে আমার এক কলিগ। পছন্দ করে আমাকে।" কথাটা শুনে আতকে উঠল বিনোদিনী কিন্তু মুখে কিছু নেই। 
--"আমি স্পষ্ট বলেছি কি আমার সেরকম কোনো ফিলিংস নেই ওর জন্য একটা ভালো বন্ধু ছাড়া। আজ বলেছিল দেখা করতে। আমি কোনো কমিটমেন্ট দেইনি কিন্তু আমার ফেসবুক পোস্ট দেখে আমাকে কল করে দশটা কথা বলছে। ওর এই সন্দেহবাতিক মনোবৃত্তি আমার ভালো লাগে না।"

--"তাহলে তোর কি ভালো লাগে?" বিনোদিনীর কথা শেষ হতে শুরু হলো ঝমঝমিয়ে বৃষ্টি। নিজের ঘড়ি আর মোবাইল বিনোদিনী কে দিয়ে বসন্ত চলে গেলে বৃষ্টির মাঝে। বসন্তের আগাগোড়া বৃষ্টি পছন্দ। বিনোদিনীর মানা করাতেও শোনেনি। একটু পরে বিনোদিনী টেনে নিয়ে আসল সিড়ির দিকে।

--"কোনো কথা শুনিস না আমার।" বিনোদিনী সাড়ির আঁচল দিয়ে বসন্তের মাথা আর মুখ মুছিয়ে দিল। বসন্ত যখন নিজের চুল ঝাড়ছে তখন বিনোদিনীর চোখ আটকে গেল বসন্তের শরীর থেকে গড়ানো জলের ওপর। প্রত্যেক জলের বিন্দু জায়গা নিচ্ছে ওর ভিজে যাওয়া শার্টের মধ্যে। বিনোদিনী নিজেকে সংযত করে বসন্ত কে ওর মোবাইল আর ঘড়ি দিয়ে দিল। বিনোদিনী নিজেকে গুটিয়ে নিয়ে বাড়ি যাওয়ার কথা ভেবে বাস স্টপে দাড়ায়। 

--"চল। আবার দেখা হবে।" বিনোদিনী এইটা বলে বসন্ত কে বিদায় দিল। হঠাৎ বসন্তর চোখ পরে একটা লোকের ওপর যে বিনোদিনীর পিছনে উঠল। বিনোদিনী প্রায় অনেকটা ভিজে গেছে আর লোকটার নজর বার বার বিনোদিনীর দিকেই। বসন্ত চলন্ত বসে উঠে গিয়ে বিনোদিনীর পিছনে দাড়িয়ে গেল। 
--"তুই উঠলি কেনো?"

"তোকে বাড়ি ছেড়ে দিয়ে ফিরে যাব।" বসন্তর কন্ঠস্বর গম্ভীর আর এটার কারণ বিনোদিনী বুঝেছে। লোকটার আরেকবার দেখতে বসন্ত ওর দিকেই তাকাল তীক্ষ্ণ দৃষ্টি তে। প্রথম বার বসন্ত ঈর্ষা অনুভব করল তবে এটা বন্ধুত্বের নয়। অন্য কিছু। বিনোদিনীর পাশে এসে দাড়াল বসন্ত। বসে যত চোখ বিনোদিনী কে দেখছে, সেই প্রতিটি চোখ আর ওর দিকে তাকায়নি। বিনোদিনী বসন্তের চোখে আজ অন্য এক ছেলে কে দেখছে। বসন্ত বিনোদিনীর পিঠে লাগা জল মুছিয়ে দিয়ে আঁচল টা ওর কোমরে রেখে নিজের দিকে টানল। 

আচমকা এই টানে বিনোদিনী খুব কাছে এসে গিয়ে দাঁড়ায়। বিনোদিনীর একটা হাতে বসন্তর শার্ট ধরে রেখেছে, সামান্য থেকে একটু বেশি জোরে মুঠো করে। বসন্তর নিঃশ্বাস সামান্য নয়। ও এই উথাল পাথালের মাঝে বয়ে যাচ্ছে আর বিনোদিনীর ঘাড়ে ছুঁয়ে যাচ্ছে বসন্তর সেই অনিয়ন্ত্রিত নিঃশ্বাস। বসের ঠেলায় বসন্ত আরও জোরে ধরে রেখেছে তাকে, হাত কোমরে ঢাকা। সহসা দুজনের চোখাচোখি হল। ঘাম আর জলে বিনোদিনীর চেহারা মেখে গেছে। বসন্ত আস্তে করে ওর চেহারা মুছে দিল। বিনোদিনী চোখ বন্ধ করে ফেলেছে। বসন্তর হাতের ছোঁয়া ওকে পাগল করে দিচ্ছে। বিনোদিনী আঁকড়ে ধড়ল বসন্ত কে আরও জোরে।

©Ananta Dasgupta

বসন্ত কে ব্যস্ত হয়ে যেতে বিনোদিনী কাঁধ থেকে মাথাটা সড়িয়ে নেয়। বসন্ত কিছুটা এগিয়ে গিয়ে কথা বলে কিন্তু বিনোদিনী বুঝতে পারে এটা বসন্ত সাধারণ ভাবে কথা বলছে না। ওর মুখে অন্য একটা ভাব। ফোন রেখে দিয়ে বিনোদিনীর পাসে এসে বসল বসন্ত। --"কি হয়েছে?" বিনোদিনী একটু কাছে এগিয়ে জিজ্ঞাসা করল। --"ঐশানি বলে আমার এক কলিগ। পছন্দ করে আমাকে।" কথাটা শুনে আতকে উঠল বিনোদিনী কিন্তু মুখে কিছু নেই। --"আমি স্পষ্ট বলেছি কি আমার সেরকম কোনো ফিলিংস নেই ওর জন্য একটা ভালো বন্ধু ছাড়া। আজ বলেছিল দেখা করতে। আমি কোনো কমিটমেন্ট দেইনি কিন্তু আমার ফেসবুক পোস্ট দেখে আমাকে কল করে দশটা কথা বলছে। ওর এই সন্দেহবাতিক মনোবৃত্তি আমার ভালো লাগে না।" --"তাহলে তোর কি ভালো লাগে?" বিনোদিনীর কথা শেষ হতে শুরু হলো ঝমঝমিয়ে বৃষ্টি। নিজের ঘড়ি আর মোবাইল বিনোদিনী কে দিয়ে বসন্ত চলে গেলে বৃষ্টির মাঝে। বসন্তের আগাগোড়া বৃষ্টি পছন্দ। বিনোদিনীর মানা করাতেও শোনেনি। একটু পরে বিনোদিনী টেনে নিয়ে আসল সিড়ির দিকে। --"কোনো কথা শুনিস না আমার।" বিনোদিনী সাড়ির আঁচল দিয়ে বসন্তের মাথা আর মুখ মুছিয়ে দিল। বসন্ত যখন নিজের চুল ঝাড়ছে তখন বিনোদিনীর চোখ আটকে গেল বসন্তের শরীর থেকে গড়ানো জলের ওপর। প্রত্যেক জলের বিন্দু জায়গা নিচ্ছে ওর ভিজে যাওয়া শার্টের মধ্যে। বিনোদিনী নিজেকে সংযত করে বসন্ত কে ওর মোবাইল আর ঘড়ি দিয়ে দিল। বিনোদিনী নিজেকে গুটিয়ে নিয়ে বাড়ি যাওয়ার কথা ভেবে বাস স্টপে দাড়ায়। --"চল। আবার দেখা হবে।" বিনোদিনী এইটা বলে বসন্ত কে বিদায় দিল। হঠাৎ বসন্তর চোখ পরে একটা লোকের ওপর যে বিনোদিনীর পিছনে উঠল। বিনোদিনী প্রায় অনেকটা ভিজে গেছে আর লোকটার নজর বার বার বিনোদিনীর দিকেই। বসন্ত চলন্ত বসে উঠে গিয়ে বিনোদিনীর পিছনে দাড়িয়ে গেল। --"তুই উঠলি কেনো?" "তোকে বাড়ি ছেড়ে দিয়ে ফিরে যাব।" বসন্তর কন্ঠস্বর গম্ভীর আর এটার কারণ বিনোদিনী বুঝেছে। লোকটার আরেকবার দেখতে বসন্ত ওর দিকেই তাকাল তীক্ষ্ণ দৃষ্টি তে। প্রথম বার বসন্ত ঈর্ষা অনুভব করল তবে এটা বন্ধুত্বের নয়। অন্য কিছু। বিনোদিনীর পাশে এসে দাড়াল বসন্ত। বসে যত চোখ বিনোদিনী কে দেখছে, সেই প্রতিটি চোখ আর ওর দিকে তাকায়নি। বিনোদিনী বসন্তের চোখে আজ অন্য এক ছেলে কে দেখছে। বসন্ত বিনোদিনীর পিঠে লাগা জল মুছিয়ে দিয়ে আঁচল টা ওর কোমরে রেখে নিজের দিকে টানল। আচমকা এই টানে বিনোদিনী খুব কাছে এসে গিয়ে দাঁড়ায়। বিনোদিনীর একটা হাতে বসন্তর শার্ট ধরে রেখেছে, সামান্য থেকে একটু বেশি জোরে মুঠো করে। বসন্তর নিঃশ্বাস সামান্য নয়। ও এই উথাল পাথালের মাঝে বয়ে যাচ্ছে আর বিনোদিনীর ঘাড়ে ছুঁয়ে যাচ্ছে বসন্তর সেই অনিয়ন্ত্রিত নিঃশ্বাস। বসের ঠেলায় বসন্ত আরও জোরে ধরে রেখেছে তাকে, হাত কোমরে ঢাকা। সহসা দুজনের চোখাচোখি হল। ঘাম আর জলে বিনোদিনীর চেহারা মেখে গেছে। বসন্ত আস্তে করে ওর চেহারা মুছে দিল। বিনোদিনী চোখ বন্ধ করে ফেলেছে। বসন্তর হাতের ছোঁয়া ওকে পাগল করে দিচ্ছে। বিনোদিনী আঁকড়ে ধড়ল বসন্ত কে আরও জোরে। ©Ananta Dasgupta

#FriendshipDay #anantadasgupta #bengaliwriter #bengalistory

People who shared love close

More like this

Trending Topic