"অনেক দূরে
_______________
মায়ের স্মৃতি,
স্নেহের তাস ঘরে
লেপ্টে থাকা মৃত কোষ।
বিশ্বাসঘাতকের গুলিতে
লাল রক্তের বলিদান।
সিন্ধুর আকাশে কালো মেঘ,
হরপ্পা তে সেই ব্রজনাদের
বৈতরণীর ডাক।
মাটিতে শিলার যুদ্ধে
পরাজিত মানব ধর্ম।
মাতৃস্নেহের শিলাতে
ভালোবাসা
আজ এক অবয়ব।
দূরে দেখা যায়,
স্পর্শ করা যায় না।
#রাজদীপমজুমদার #সন্টি #date_28july2022
©Rajdeep Mazumder"