পশ্চিমবঙ্গে সদস্য সংগ্রহে ৬৬ বিধানসভায় কম ‘নজর’ দিচ্ছে বিজেপি, শাহি সভায় ইঙ্গিত দিয়েছিলেন শুভেন্দু
দেশে ২ সেপ্টেম্বর থেকে বিজেপির সদস্য সংগ্রহ অভিযান শুরু হয়ে গেলেও পশ্চিমবঙ্গে সদ্য মাঠে নেমেছে পদ্মশিবির। কোথায় কোথায় সদস্য সংগ্রহে জোর দেওয়া হবে, তার পরিকল্পনাও ছকে ফেলেছে রাজ্য বিজেপি।
রাজ্যে সদস্য সংগ্রহ অভিযান শুরু হয়েছে বিজেপির। আরও আগে উদ্যোগী হওয়ার কথা থাকলেও ভাইফোঁটা মেটার পর সোমবার থেকে পুরোপুরি ময়দানে নেমেছে প্রধান বিরোধী দল। তবে রাজ্যের ২৯৪ বিধানসভা আসনেই সমান গুরুত্ব দিয়ে সদস্য সংগ্রহের পরিকল্পনা নেই পদ্মশিবিরের। বিজেপি সূত্রে জানা গিয়েছে, ৪০ শতাংশের বেশি সংখ্যালঘু ভোটার রয়েছে, এমন বিধানসভাগুলিতে কম জোর দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দল। বিজেপির জমি ‘খুবই দুর্বল’, এমন ৬৬টি বিধানসভা এলাকা আলাদা করে চিহ্নিত করা হয়েছে। ওই বিধানসভা কেন্দ্রগুলির ‘হিন্দুপ্রধান’ এলাকায় সদস্য সংগ্রহ অভিযানে গুরুত্ব দেওয়া হবে। বাকি এলাকাগুলিতে নয়।
©BANGLE TIMES
#bjp