White যুদ্ধ নয় শান্তি চাই। লেট মিস্টার প্রেসিডেন | বাংলা Wishes Video

"White যুদ্ধ নয় শান্তি চাই। লেট মিস্টার প্রেসিডেন্ট অফ আমেরিকা মিস্টার জন কেনেডি, লেট মিস্টার প্রেসিডেন্ট অফ রাশিয়া মিস্টার কোসিগিন, একদিন আপনারাই বলেছিলেন এই পৃথিবীতে আর যুদ্ধ নয় চাই শান্তি, আর এর জন্যই বন্ধুত্বই ভীষণ দামি। কিন্তু কি হল ভুলে গেল আপনাদের সব বর্তমান চোখের সামনে শেষ করে,করলো ইউক্রেন শ্মশান, কি হলো আগামী দিনের শিশুদের শেখানো সেই বাণী, যুদ্ধ নয় দেশে দেশে,চল বন্ধুত্বের বন্ধনে বেঁধে আনি, অথচ এখনও যুদ্ধ চারিদিকে ধ্বংসের ক্রন্দন আফগান থেকে ইউক্রেন ভেঙেছ যত মানববন। চারিদিকে কত আলোচনার টেবিল সব কেন ফাঁকা? বদলে শুধু রক্তচক্ষু দুজনাই বলে আমার দিকে তাকা। ছবিতে দেখছো একটি ছোট্ট শিশুর হাতে খেলার বল অথচ ওর কেউ বেঁচে নেই,যে বলবে খেলার মাঠে চল, বাবা নেই মা নেই পরিবার! নেই বন্ধুবান্ধব সর্বত্র শ্মশানের একাকার। একটা সভ্যতা গড়তে লাগে কয়েক যুগ ধ্বংস ? ক্ষেপনাস্ত্রের ঘায়ে নিমিষে জঙ্গির সুখ, তাই করোজোড়ে বলি ওগো দুই মহাবীর তোমাদের বন্ধ করো যুদ্ধ, আর ক্ষতি করোনা যত ভূমিহীনদের। ©Swapan Dewanji "

White যুদ্ধ নয় শান্তি চাই। লেট মিস্টার প্রেসিডেন্ট অফ আমেরিকা মিস্টার জন কেনেডি, লেট মিস্টার প্রেসিডেন্ট অফ রাশিয়া মিস্টার কোসিগিন, একদিন আপনারাই বলেছিলেন এই পৃথিবীতে আর যুদ্ধ নয় চাই শান্তি, আর এর জন্যই বন্ধুত্বই ভীষণ দামি। কিন্তু কি হল ভুলে গেল আপনাদের সব বর্তমান চোখের সামনে শেষ করে,করলো ইউক্রেন শ্মশান, কি হলো আগামী দিনের শিশুদের শেখানো সেই বাণী, যুদ্ধ নয় দেশে দেশে,চল বন্ধুত্বের বন্ধনে বেঁধে আনি, অথচ এখনও যুদ্ধ চারিদিকে ধ্বংসের ক্রন্দন আফগান থেকে ইউক্রেন ভেঙেছ যত মানববন। চারিদিকে কত আলোচনার টেবিল সব কেন ফাঁকা? বদলে শুধু রক্তচক্ষু দুজনাই বলে আমার দিকে তাকা। ছবিতে দেখছো একটি ছোট্ট শিশুর হাতে খেলার বল অথচ ওর কেউ বেঁচে নেই,যে বলবে খেলার মাঠে চল, বাবা নেই মা নেই পরিবার! নেই বন্ধুবান্ধব সর্বত্র শ্মশানের একাকার। একটা সভ্যতা গড়তে লাগে কয়েক যুগ ধ্বংস ? ক্ষেপনাস্ত্রের ঘায়ে নিমিষে জঙ্গির সুখ, তাই করোজোড়ে বলি ওগো দুই মহাবীর তোমাদের বন্ধ করো যুদ্ধ, আর ক্ষতি করোনা যত ভূমিহীনদের। ©Swapan Dewanji

#isro_day যুদ্ধ নয় শান্তি চাই।

People who shared love close

More like this

Trending Topic