White রাম আর বাম নিয়ে কতো চিৎকার
দিদিবাদীদের গেলো কোথায় হুঙ্কার
এখনো কি হয় না মনে দলাদলি ছেড়ে
প্রতিবাদী হই মানবতার সাথে ন্যায্য বিচারে
ঘটি -বাটি সব ভুলে হলো একজোট
জনতার প্রতিবাদে দোষী পাবে বিচার কঠোর
কর্ম জগতে না গেলে নারী রাতের আঁধারে
দিনের আলোতেও কি সুরক্ষা দিতে পারো তাহারে
এমন কথায় শাখ দিয়ে মাছ ঢাকা দিতে চান যিনি
নিজের অদ্ভুত মনবৃত্তির পরিচায়ক তিনি
প্রতিবাদী ধিক্কারের আগুন জ্বলছে চারিদিকে
কোনো প্রভাবশালী না বাঁচে কোনো আইনের ফাঁকে
দৃষ্টান্তমূলক শাস্তি পাক ধর্ষণকারী খুনী
তবেই থামবে সময়ের সাথে জঘন্য অত্যাচার আপনি
বারে বারে এভাবেই গর্জে উঠুক কলা -কুশলী থেকে জনতা
নিশ্চিহ্ন হোক দেশে এই নির্মম অত্যাচারের প্রবণতা
We want justice
©Suvra Ghosh
#World_Photography_Day