Suvra Ghosh

Suvra Ghosh

আমি একজন সাধারণ নারী.... অবসরে মনের কথা লিখি কবিতার রূপে

  • Latest
  • Popular
  • Video

White আমাদের সমাজ ****************** ফুটপাতের ধারে ক্ষুদার্ত শিশু কাঁদছিলো হাঁক ছেড়ে পাংলা শরীর দুটো কুকুর, ধুঁকছিলো পাশে বসে একলা শিশু ডাক পারে মাকে, মা গিয়েছে কিছু টাকার বিনিময়ে আদুল গায়ে কোনো তথাকথিত ভদ্রলোকের শরীর খুবলে নেবার শিকার হতে মায়ের নেই কোনো মান - ইজ্জত, নেই কোনো জাতপাত ওই টাকা এনে পরম যত্নে বুভুক্ষ সন্তানকে খাওয়াবে সে নুনমাখা গরম ভাত। দিনের বেলায় পাশ দিয়ে যায় দুর্গন্ধমাখা নোংরা শরীর দেখে নাক সিঁটকায় সহযাত্রীকে ডেকে আস্তাকুঁড়ের 'মেয়েছেলে ' বলে রাতের আঁধারে সেই ভদরলোক 'বাবু ' হয়ে খেলে অন্ধকারের ক্ষনিকের রানী, দিনের আলোয় 'বেশ্যা মাগী ' বটে। ©Suvra Ghosh

#sad_quotes  White আমাদের সমাজ 
******************

ফুটপাতের ধারে ক্ষুদার্ত শিশু কাঁদছিলো হাঁক ছেড়ে 
পাংলা শরীর দুটো কুকুর, ধুঁকছিলো পাশে বসে 
একলা শিশু ডাক পারে মাকে,
মা গিয়েছে কিছু টাকার বিনিময়ে আদুল গায়ে 
কোনো তথাকথিত ভদ্রলোকের শরীর খুবলে নেবার শিকার হতে 
মায়ের নেই কোনো মান - ইজ্জত, নেই কোনো জাতপাত 
ওই টাকা এনে পরম যত্নে বুভুক্ষ সন্তানকে 
খাওয়াবে সে নুনমাখা গরম ভাত।
দিনের বেলায় পাশ দিয়ে যায় 
দুর্গন্ধমাখা নোংরা শরীর দেখে নাক সিঁটকায় 
সহযাত্রীকে ডেকে আস্তাকুঁড়ের 'মেয়েছেলে ' বলে 
রাতের আঁধারে সেই ভদরলোক 'বাবু ' হয়ে খেলে 
অন্ধকারের ক্ষনিকের রানী, দিনের আলোয় 'বেশ্যা মাগী ' বটে।

©Suvra Ghosh

#sad_quotes

11 Love

White রাম আর বাম নিয়ে কতো চিৎকার দিদিবাদীদের গেলো কোথায় হুঙ্কার এখনো কি হয় না মনে দলাদলি ছেড়ে প্রতিবাদী হই মানবতার সাথে ন্যায্য বিচারে ঘটি -বাটি সব ভুলে হলো একজোট জনতার প্রতিবাদে দোষী পাবে বিচার কঠোর কর্ম জগতে না গেলে নারী রাতের আঁধারে দিনের আলোতেও কি সুরক্ষা দিতে পারো তাহারে এমন কথায় শাখ দিয়ে মাছ ঢাকা দিতে চান যিনি নিজের অদ্ভুত মনবৃত্তির পরিচায়ক তিনি প্রতিবাদী ধিক্কারের আগুন জ্বলছে চারিদিকে কোনো প্রভাবশালী না বাঁচে কোনো আইনের ফাঁকে দৃষ্টান্তমূলক শাস্তি পাক ধর্ষণকারী খুনী তবেই থামবে সময়ের সাথে জঘন্য অত্যাচার আপনি বারে বারে এভাবেই গর্জে উঠুক কলা -কুশলী থেকে জনতা নিশ্চিহ্ন হোক দেশে এই নির্মম অত্যাচারের প্রবণতা We want justice ©Suvra Ghosh

#World_Photography_Day #SAD  White রাম আর বাম নিয়ে কতো চিৎকার 
দিদিবাদীদের গেলো কোথায় হুঙ্কার 
এখনো কি হয় না মনে দলাদলি ছেড়ে 
প্রতিবাদী হই মানবতার সাথে ন্যায্য বিচারে 
ঘটি -বাটি সব ভুলে হলো একজোট 
জনতার প্রতিবাদে দোষী পাবে বিচার কঠোর 
কর্ম জগতে না গেলে নারী রাতের আঁধারে 
দিনের আলোতেও কি সুরক্ষা দিতে পারো তাহারে 
এমন কথায় শাখ দিয়ে মাছ ঢাকা দিতে চান যিনি 
নিজের অদ্ভুত মনবৃত্তির পরিচায়ক তিনি 
প্রতিবাদী ধিক্কারের আগুন জ্বলছে চারিদিকে 
কোনো প্রভাবশালী না বাঁচে কোনো আইনের ফাঁকে 
দৃষ্টান্তমূলক শাস্তি পাক ধর্ষণকারী খুনী 
তবেই থামবে সময়ের সাথে জঘন্য অত্যাচার আপনি 
বারে বারে এভাবেই গর্জে উঠুক কলা -কুশলী থেকে জনতা 
নিশ্চিহ্ন হোক দেশে এই নির্মম অত্যাচারের প্রবণতা

   We want justice

©Suvra Ghosh

White বিচারের প্রহসন °°°°′°°°′°°°°°°°′°′°°°° হায়!এ কোন দেশের নারী আমরা ভীত, শঙ্কিত সর্বক্ষণ প্রতিপদে হচ্ছি লালসার শিকার চোখের লেহনে অথবা ধর্ষনে তারপরেও নেই রেহাই, মানসিক বিকৃত পশুগুলো নিষ্ঠুর হাতে যৌনঙ্গে পুরে দেয় লোহার রড জিভ কেটে, শিরদাঁড়া ভেঙে দেয় কবর জীবন্ত কন্যার। কিছুদিনের চর্চায় চর্চিত হয় খবর, মৃত আত্মা কাঁদে নীরব বিচারে। প্রশাসন বন্দী, রাজনৈতিক নেতাদের হুমকির হাতে রাজনৈতিক কাঁদা ছোঁড়াছুঁড়িতে ধর্ষক মুচকি হাসে, সুবিচারের আশায় নিপীড়িত পরিবার ঘোরে প্রশাসনের দ্বারে দ্বারে। ধর্মজ্ঞানিরা বলেন আছে ভূত, আছে ভগবান কেন বাঁচান না তবে ঈশ্বর তার আর্তনাদী সন্তানেরে? ভূত, অশরীরী, পিশাচিনি আঁচড়িয়ে খুবলিয়ে মারো নরকীটটারে। দুদিনের মোমবাতি মিছিল, প্ল্যাকার্ড হাতে গনপ্রতিবাদে বছরের পর বছর হচ্ছে বিচার বিচারের আদালতে। অপরাধীকে দিক জনতার হাতে, হোক আর্জি এ মানবতার কাছে তবেই হবে এর দৃষ্টান্তমূলক শাস্তি, হোক উদাহরণ বারে বারে সময় নেবে হয়তো কিছু, তবু নিশ্চিহ্ন হবে নিপীড়ন বারে বারে। কবিগুরুর কথা আজ হানছে আঘাত মনের গোপন অন্ধকারে ""``কণ্ঠ আমার রুদ্ধ আজিকে, বাঁশি সংগীত হারা, অমাবস্যার কারা। "" ©Suvra Ghosh

#sad_shayari #SAD  White   বিচারের প্রহসন 
°°°°′°°°′°°°°°°°′°′°°°°
হায়!এ কোন দেশের নারী আমরা ভীত, শঙ্কিত সর্বক্ষণ 
প্রতিপদে হচ্ছি লালসার শিকার চোখের লেহনে অথবা ধর্ষনে 
তারপরেও নেই রেহাই, মানসিক বিকৃত পশুগুলো 
নিষ্ঠুর হাতে যৌনঙ্গে পুরে দেয় লোহার রড 
জিভ কেটে, শিরদাঁড়া ভেঙে দেয় কবর জীবন্ত কন্যার।
কিছুদিনের চর্চায় চর্চিত হয় খবর, মৃত আত্মা কাঁদে নীরব বিচারে।
প্রশাসন বন্দী, রাজনৈতিক নেতাদের হুমকির হাতে 
রাজনৈতিক কাঁদা ছোঁড়াছুঁড়িতে ধর্ষক মুচকি হাসে,
সুবিচারের আশায় নিপীড়িত পরিবার ঘোরে প্রশাসনের দ্বারে দ্বারে।
ধর্মজ্ঞানিরা বলেন আছে ভূত, আছে ভগবান 
কেন বাঁচান না তবে ঈশ্বর তার আর্তনাদী সন্তানেরে?
ভূত,  অশরীরী, পিশাচিনি আঁচড়িয়ে খুবলিয়ে মারো নরকীটটারে।
দুদিনের মোমবাতি মিছিল, প্ল্যাকার্ড হাতে গনপ্রতিবাদে 
বছরের পর বছর হচ্ছে বিচার বিচারের আদালতে।

অপরাধীকে দিক জনতার হাতে, হোক আর্জি এ মানবতার কাছে 
তবেই হবে এর দৃষ্টান্তমূলক শাস্তি, হোক উদাহরণ বারে বারে 
সময় নেবে হয়তো কিছু, তবু নিশ্চিহ্ন হবে নিপীড়ন বারে বারে।
কবিগুরুর কথা আজ হানছে আঘাত মনের গোপন অন্ধকারে
""``কণ্ঠ আমার রুদ্ধ আজিকে, বাঁশি সংগীত হারা, অমাবস্যার কারা। ""

©Suvra Ghosh

#sad_shayari sad quotes status for sad sad poetry sad quotes

12 Love

(নারীদিবস ) = শুভ্রা ঘোষ *************************** প্রতিদিনই উদয় অস্ত কতশত নারী হচ্ছে নির্যাতিত প্রতিবাদের নেই কোনো প্রতিকার এসবই নাকি বেচালতার ফল নারীর সাজসজ্জার হায় সমাজ!কিছু পুরুষের বিকৃত ছলোনা পথেঘাটে, বাসে নারী অপমানের এরাই করে রঙিন বর্ণনা, নারীকে যদি দেখে সমাজ দেবীরূপী কন্যা, ভগিনী, মাতৃ বা প্রেমিকা রূপে পূজিতা নারী হতো কি তবে আঁচরিত বক্ষ বা যোনিতে? সন্মান যদি দাও তবে দাও প্রতিদিনে, প্রতিক্ষনে বেঁধে রেখো না তারে শুধুই নারী দিবসের সন্ধিক্ষনে। ©Suvra Ghosh

#sadquotes  (নারীদিবস )  = শুভ্রা ঘোষ
***************************

প্রতিদিনই উদয় অস্ত কতশত নারী হচ্ছে নির্যাতিত
প্রতিবাদের নেই কোনো প্রতিকার
এসবই নাকি বেচালতার ফল নারীর সাজসজ্জার
হায় সমাজ!কিছু পুরুষের বিকৃত ছলোনা
পথেঘাটে, বাসে নারী অপমানের এরাই করে রঙিন বর্ণনা,
নারীকে যদি দেখে সমাজ দেবীরূপী কন্যা, ভগিনী, মাতৃ বা
                                        প্রেমিকা রূপে
পূজিতা নারী হতো কি তবে আঁচরিত বক্ষ বা যোনিতে?
সন্মান যদি দাও তবে দাও প্রতিদিনে, প্রতিক্ষনে
বেঁধে রেখো না তারে শুধুই নারী দিবসের সন্ধিক্ষনে।

©Suvra Ghosh

#sadquotes

7 Love

অনুভূতি ব্যক্তিগত (শুভ্রা ঘোষ ) ******************************* কষ্ট সেতো ছিলই শুধু আমার একান্ত রাগ, অভিমানও এখন করেছি ব্যক্তিগত অভিজ্ঞতা দেখিয়েছে আমি কত মূল্যহীন তাই আজ গুটিয়েছি নিজেকে নিজ বলয়ে অন্তরটা আমার একান্ত, স্বাধীনতা অন্তহীন। আশাগুলো হারিয়ে যাচ্ছে, স্বপ্ন হয়েছে শ্মশান শূন্যতায় সাঁতরে বেড়ায় আমার কুহেলি মন, আবেগগুলো সব বন্দী হৃদয়ের অন্তরালে নিজেকে ঢেকেছি মুখোশপড়া মেকি হাসির আড়ালে, অনুভুতিগুলো একাকার হয় শব্দ কলমের অন্তরালে, ডাইরির পাতা ভরে ওঠে শব্দের উপর শব্দ চয়নে অভিমান যত অবরুদ্ধ হয়েছে অন্ধকার কুঠুরীতে অপেক্ষা আজ শুধুই আমার মৃত্যুর হাতছানিতে। ©Suvra Ghosh

#alone  অনুভূতি ব্যক্তিগত  (শুভ্রা ঘোষ )
*******************************

কষ্ট সেতো ছিলই শুধু আমার একান্ত
রাগ, অভিমানও এখন করেছি ব্যক্তিগত
অভিজ্ঞতা দেখিয়েছে আমি কত  মূল্যহীন
তাই আজ গুটিয়েছি নিজেকে নিজ বলয়ে
অন্তরটা আমার একান্ত, স্বাধীনতা অন্তহীন।
আশাগুলো হারিয়ে যাচ্ছে, স্বপ্ন হয়েছে শ্মশান
শূন্যতায় সাঁতরে বেড়ায় আমার কুহেলি মন,
আবেগগুলো সব বন্দী হৃদয়ের অন্তরালে
নিজেকে ঢেকেছি মুখোশপড়া মেকি হাসির 
                                     আড়ালে,
অনুভুতিগুলো একাকার হয় শব্দ কলমের
                            অন্তরালে,
ডাইরির পাতা ভরে ওঠে শব্দের উপর শব্দ চয়নে
অভিমান যত অবরুদ্ধ হয়েছে অন্ধকার কুঠুরীতে
অপেক্ষা আজ শুধুই আমার মৃত্যুর হাতছানিতে।

©Suvra Ghosh

#alone

7 Love

"গতি"(শুভ্রা ঘোষ ) °°°°°°°°°°°°°′°°°°°°°°°°°°°°° চলমান এই জগৎ, চলছি আমরা সবাই চলতে চলতে থমকে দাঁড়াই কখনো সখনো যেন কালো বিড়ালের মাঝে এসে পথকাটা তারপর আবার শুরু অন্তহীন সেই পথচলা, পথটা কখনো সোজা, কখনো বা বাঁকা কেউ কেউ আমরা সোজা পথের দিশারী কেউ বা বেছে নেয় বাঁকা, শর্টকার্ট গলি। দিশাহীন এই অন্ধ গতি ফুরসত নেই পিছনে ফেরার কখনো চারিদিকে ঘনিয়ে আসা অন্ধকার প্রবল ঘূর্ণিমান টর্নেটো, কখনো নির্বিঘ্ন গতি, তারই মাঝে নির্ভীক, ক্লান্তিহীন পথিকের পথচলা লক্ষ্য সবার একটাই এই চলায় পারি দিতে হবে যেথায় পথ হয়েছে শেষ। দিশাহীন, ক্লান্ত, অস্থির যারা চলতে চলতে থমকে যায় মাঝপথে স্থির লক্ষ্য নিয়ে এগিয়ে চলে সংগ্রামী পথিকবর, চলার পথে পার হয়েছে কত চড়াই-উৎরাই চারিদিক থেকে এসেছে কত নিষেধের হাতছানি নির্বিঘ পথিক থামেনি তবুও, ভাঙেনি মনোবল উন্নত শির, গর্বিত চোখে করবে সে পথজয়। ©Suvra Ghosh

#Hum  "গতি"(শুভ্রা ঘোষ )
°°°°°°°°°°°°°′°°°°°°°°°°°°°°°

চলমান এই জগৎ, চলছি আমরা সবাই
চলতে চলতে থমকে দাঁড়াই কখনো সখনো
যেন কালো বিড়ালের মাঝে এসে পথকাটা
তারপর আবার শুরু অন্তহীন সেই পথচলা,
পথটা কখনো সোজা, কখনো বা বাঁকা
কেউ কেউ আমরা সোজা পথের দিশারী
কেউ বা বেছে নেয় বাঁকা, শর্টকার্ট গলি।

দিশাহীন এই অন্ধ গতি
ফুরসত নেই পিছনে ফেরার
কখনো চারিদিকে ঘনিয়ে আসা অন্ধকার
প্রবল ঘূর্ণিমান টর্নেটো, কখনো নির্বিঘ্ন গতি,
তারই মাঝে নির্ভীক, ক্লান্তিহীন পথিকের পথচলা
লক্ষ্য সবার একটাই এই চলায়
পারি দিতে হবে যেথায় পথ হয়েছে শেষ।

দিশাহীন, ক্লান্ত, অস্থির যারা
চলতে চলতে থমকে যায় মাঝপথে
স্থির লক্ষ্য নিয়ে এগিয়ে চলে সংগ্রামী পথিকবর,
চলার পথে পার হয়েছে কত চড়াই-উৎরাই
চারিদিক থেকে এসেছে কত নিষেধের হাতছানি
নির্বিঘ পথিক থামেনি তবুও, ভাঙেনি মনোবল
উন্নত শির, গর্বিত চোখে করবে সে পথজয়।

©Suvra Ghosh

#Hum

5 Love

Trending Topic