গতি"(শুভ্রা ঘোষ ) °°°°°°°°°&d

""গতি"(শুভ্রা ঘোষ ) °°°°°°°°°°°°°′°°°°°°°°°°°°°°° চলমান এই জগৎ, চলছি আমরা সবাই চলতে চলতে থমকে দাঁড়াই কখনো সখনো যেন কালো বিড়ালের মাঝে এসে পথকাটা তারপর আবার শুরু অন্তহীন সেই পথচলা, পথটা কখনো সোজা, কখনো বা বাঁকা কেউ কেউ আমরা সোজা পথের দিশারী কেউ বা বেছে নেয় বাঁকা, শর্টকার্ট গলি। দিশাহীন এই অন্ধ গতি ফুরসত নেই পিছনে ফেরার কখনো চারিদিকে ঘনিয়ে আসা অন্ধকার প্রবল ঘূর্ণিমান টর্নেটো, কখনো নির্বিঘ্ন গতি, তারই মাঝে নির্ভীক, ক্লান্তিহীন পথিকের পথচলা লক্ষ্য সবার একটাই এই চলায় পারি দিতে হবে যেথায় পথ হয়েছে শেষ। দিশাহীন, ক্লান্ত, অস্থির যারা চলতে চলতে থমকে যায় মাঝপথে স্থির লক্ষ্য নিয়ে এগিয়ে চলে সংগ্রামী পথিকবর, চলার পথে পার হয়েছে কত চড়াই-উৎরাই চারিদিক থেকে এসেছে কত নিষেধের হাতছানি নির্বিঘ পথিক থামেনি তবুও, ভাঙেনি মনোবল উন্নত শির, গর্বিত চোখে করবে সে পথজয়। ©Suvra Ghosh"

 "গতি"(শুভ্রা ঘোষ )
°°°°°°°°°°°°°′°°°°°°°°°°°°°°°

চলমান এই জগৎ, চলছি আমরা সবাই
চলতে চলতে থমকে দাঁড়াই কখনো সখনো
যেন কালো বিড়ালের মাঝে এসে পথকাটা
তারপর আবার শুরু অন্তহীন সেই পথচলা,
পথটা কখনো সোজা, কখনো বা বাঁকা
কেউ কেউ আমরা সোজা পথের দিশারী
কেউ বা বেছে নেয় বাঁকা, শর্টকার্ট গলি।

দিশাহীন এই অন্ধ গতি
ফুরসত নেই পিছনে ফেরার
কখনো চারিদিকে ঘনিয়ে আসা অন্ধকার
প্রবল ঘূর্ণিমান টর্নেটো, কখনো নির্বিঘ্ন গতি,
তারই মাঝে নির্ভীক, ক্লান্তিহীন পথিকের পথচলা
লক্ষ্য সবার একটাই এই চলায়
পারি দিতে হবে যেথায় পথ হয়েছে শেষ।

দিশাহীন, ক্লান্ত, অস্থির যারা
চলতে চলতে থমকে যায় মাঝপথে
স্থির লক্ষ্য নিয়ে এগিয়ে চলে সংগ্রামী পথিকবর,
চলার পথে পার হয়েছে কত চড়াই-উৎরাই
চারিদিক থেকে এসেছে কত নিষেধের হাতছানি
নির্বিঘ পথিক থামেনি তবুও, ভাঙেনি মনোবল
উন্নত শির, গর্বিত চোখে করবে সে পথজয়।

©Suvra Ghosh

"গতি"(শুভ্রা ঘোষ ) °°°°°°°°°°°°°′°°°°°°°°°°°°°°° চলমান এই জগৎ, চলছি আমরা সবাই চলতে চলতে থমকে দাঁড়াই কখনো সখনো যেন কালো বিড়ালের মাঝে এসে পথকাটা তারপর আবার শুরু অন্তহীন সেই পথচলা, পথটা কখনো সোজা, কখনো বা বাঁকা কেউ কেউ আমরা সোজা পথের দিশারী কেউ বা বেছে নেয় বাঁকা, শর্টকার্ট গলি। দিশাহীন এই অন্ধ গতি ফুরসত নেই পিছনে ফেরার কখনো চারিদিকে ঘনিয়ে আসা অন্ধকার প্রবল ঘূর্ণিমান টর্নেটো, কখনো নির্বিঘ্ন গতি, তারই মাঝে নির্ভীক, ক্লান্তিহীন পথিকের পথচলা লক্ষ্য সবার একটাই এই চলায় পারি দিতে হবে যেথায় পথ হয়েছে শেষ। দিশাহীন, ক্লান্ত, অস্থির যারা চলতে চলতে থমকে যায় মাঝপথে স্থির লক্ষ্য নিয়ে এগিয়ে চলে সংগ্রামী পথিকবর, চলার পথে পার হয়েছে কত চড়াই-উৎরাই চারিদিক থেকে এসেছে কত নিষেধের হাতছানি নির্বিঘ পথিক থামেনি তবুও, ভাঙেনি মনোবল উন্নত শির, গর্বিত চোখে করবে সে পথজয়। ©Suvra Ghosh

#Hum

People who shared love close

More like this

Trending Topic