*"স্বাধীন দেশে পরাধীন বার্তা"* আজ ১৫ ই আগস্ট,২০২১

"*"স্বাধীন দেশে পরাধীন বার্তা"* আজ ১৫ ই আগস্ট,২০২১..... ভারত বর্ষের স্বাধীন হওয়ার দিন। তিল তিল করে লক্ষ লক্ষ স্বাধীনতা সংগ্রামীদের আত্ম বলিদানে আজ আমরা স্বাধীনতার স্বাদ আস্বাদন করতে সমর্থ হয়েছি।তবে এই প্রসঙ্গে বিতর্কও পিছু ছাড়ছে না। আজ সত্যিই কি আমরা স্বাধীন.....? স্বাধীনতার ৭৫ বছরেও আমরা ১৩৫ কোটি মানুষের এই আস্বাদন কি সকলের কাছে ই একই...রকম !!! নাকি... এর স্বাদ্ এক এক জনের কাছে এক এক রকম... এই প্রশ্ন গুলো আজ খুবই প্রাসঙ্গিক। আমার দেখা এক স্বাধীনতা সংগ্রামীর আর্ত চিৎকার, " এই কাপুরুষ দের জন্যই কি আমাদের এত আত্ম ত্যাগ !! কথার মধ্যে যে ঘৃণা ছিল বোধকরি সমগ্র সমাজের অধিকাংশ মানুষের সাংস্কৃতিক, রাজনৈতিক ও মানষিকতার অবনমনই এর মূল কারণ।প্রশ্ন একটাই স্বাধীনতা কি সেচ্ছাচারিতায় অভিযোজিত...!!!আজ ,টাকা বা ক্ষমতার চূড়ায় বসে যার যা ইচ্ছা করা যায়...!!! আজ টাকার অঙ্কে মানুষের মান সম্মান জরিফ করা হয়। একজন উচ্চ শিক্ষিত মানুষের মাইনের বিল পাস হয় ক্লাস এইটে হোঁচট খাওয়া কলমের আঁচড়ে। তবুও কাজ করতে হয়, না করলে যে তার বাচ্চার মুখে অন্নটুকুও জুটবে না ! তাই মুখ বুজে শুধু কর্ম করা।বাক্ স্বাধীনতা,এখন হাস্যকর। তাই প্রতিবাদী না হয়ে আসুন আজকের দিনটি ঘরে বসে একটু খাসির মাংস এনে একটু ঝাল ঝাল করে কষিয়ে জমিয়ে খান। কি বলছেন... খাসির দাম আমাদের চেয়েও বেশি.....!!! তাহলে মুরগির মাংস নিয়ে আসুন.... আবার কি হলো..!!! ও .... গ্যাসের দাম বেশি..!!! আরে আপনার MA ,BA ডিগ্রির সার্টিফিকেট গুলো তো আছে, পুড়িয়ে MA pass চিকেন তন্দুরি বা, BA pass চিকেন কাবাব বানাতেই পারেন,বিশ্বাস করুন এটা বানাতে একটুকুও নুন লাগবে না, চোখের জলই নুনের অভাব পূরণ করে দেবে। সকলকে স্বাধীনতা দিবসে আন্তরিক শুভেচ্ছা। ✍️ *প্রিয় কথা* ✍️ ©Priyabrata Bhattacharjee"

 *"স্বাধীন দেশে পরাধীন বার্তা"* 
আজ ১৫ ই আগস্ট,২০২১..... ভারত বর্ষের স্বাধীন হওয়ার দিন। তিল তিল করে লক্ষ লক্ষ স্বাধীনতা সংগ্রামীদের  আত্ম বলিদানে আজ আমরা স্বাধীনতার স্বাদ আস্বাদন করতে সমর্থ হয়েছি।তবে এই প্রসঙ্গে বিতর্কও পিছু ছাড়ছে না। আজ সত্যিই কি আমরা স্বাধীন.....? স্বাধীনতার ৭৫ বছরেও আমরা ১৩৫ কোটি মানুষের এই আস্বাদন কি সকলের কাছে ই একই...রকম !!! নাকি... এর স্বাদ্ এক এক জনের কাছে এক এক রকম... এই প্রশ্ন গুলো আজ খুবই প্রাসঙ্গিক। আমার দেখা এক স্বাধীনতা সংগ্রামীর আর্ত চিৎকার, " এই কাপুরুষ দের জন্যই কি আমাদের এত আত্ম ত্যাগ !! কথার মধ্যে যে ঘৃণা ছিল  বোধকরি সমগ্র সমাজের অধিকাংশ মানুষের সাংস্কৃতিক, রাজনৈতিক ও মানষিকতার অবনমনই এর মূল কারণ।প্রশ্ন একটাই স্বাধীনতা কি সেচ্ছাচারিতায় অভিযোজিত...!!!আজ ,টাকা বা ক্ষমতার চূড়ায় বসে যার যা ইচ্ছা করা যায়...!!! আজ টাকার অঙ্কে মানুষের মান সম্মান জরিফ করা হয়। একজন উচ্চ শিক্ষিত মানুষের মাইনের বিল পাস হয় ক্লাস এইটে হোঁচট খাওয়া কলমের আঁচড়ে। তবুও কাজ করতে হয়, না করলে যে তার  বাচ্চার মুখে অন্নটুকুও জুটবে না ! তাই মুখ বুজে শুধু কর্ম করা।বাক্ স্বাধীনতা,এখন হাস্যকর। তাই প্রতিবাদী না হয়ে আসুন আজকের দিনটি ঘরে বসে একটু খাসির  মাংস এনে একটু ঝাল ঝাল করে কষিয়ে জমিয়ে খান। কি বলছেন... খাসির দাম আমাদের চেয়েও বেশি.....!!! তাহলে মুরগির মাংস নিয়ে আসুন.... আবার কি হলো..!!! ও .... গ্যাসের দাম বেশি..!!! আরে আপনার  MA ,BA ডিগ্রির সার্টিফিকেট গুলো তো আছে, পুড়িয়ে  MA pass চিকেন তন্দুরি বা, BA pass চিকেন কাবাব বানাতেই পারেন,বিশ্বাস করুন এটা বানাতে একটুকুও নুন লাগবে না, চোখের জলই নুনের অভাব পূরণ করে দেবে।  সকলকে স্বাধীনতা দিবসে আন্তরিক শুভেচ্ছা।
            ✍️ *প্রিয় কথা* ✍️

©Priyabrata Bhattacharjee

*"স্বাধীন দেশে পরাধীন বার্তা"* আজ ১৫ ই আগস্ট,২০২১..... ভারত বর্ষের স্বাধীন হওয়ার দিন। তিল তিল করে লক্ষ লক্ষ স্বাধীনতা সংগ্রামীদের আত্ম বলিদানে আজ আমরা স্বাধীনতার স্বাদ আস্বাদন করতে সমর্থ হয়েছি।তবে এই প্রসঙ্গে বিতর্কও পিছু ছাড়ছে না। আজ সত্যিই কি আমরা স্বাধীন.....? স্বাধীনতার ৭৫ বছরেও আমরা ১৩৫ কোটি মানুষের এই আস্বাদন কি সকলের কাছে ই একই...রকম !!! নাকি... এর স্বাদ্ এক এক জনের কাছে এক এক রকম... এই প্রশ্ন গুলো আজ খুবই প্রাসঙ্গিক। আমার দেখা এক স্বাধীনতা সংগ্রামীর আর্ত চিৎকার, " এই কাপুরুষ দের জন্যই কি আমাদের এত আত্ম ত্যাগ !! কথার মধ্যে যে ঘৃণা ছিল বোধকরি সমগ্র সমাজের অধিকাংশ মানুষের সাংস্কৃতিক, রাজনৈতিক ও মানষিকতার অবনমনই এর মূল কারণ।প্রশ্ন একটাই স্বাধীনতা কি সেচ্ছাচারিতায় অভিযোজিত...!!!আজ ,টাকা বা ক্ষমতার চূড়ায় বসে যার যা ইচ্ছা করা যায়...!!! আজ টাকার অঙ্কে মানুষের মান সম্মান জরিফ করা হয়। একজন উচ্চ শিক্ষিত মানুষের মাইনের বিল পাস হয় ক্লাস এইটে হোঁচট খাওয়া কলমের আঁচড়ে। তবুও কাজ করতে হয়, না করলে যে তার বাচ্চার মুখে অন্নটুকুও জুটবে না ! তাই মুখ বুজে শুধু কর্ম করা।বাক্ স্বাধীনতা,এখন হাস্যকর। তাই প্রতিবাদী না হয়ে আসুন আজকের দিনটি ঘরে বসে একটু খাসির মাংস এনে একটু ঝাল ঝাল করে কষিয়ে জমিয়ে খান। কি বলছেন... খাসির দাম আমাদের চেয়েও বেশি.....!!! তাহলে মুরগির মাংস নিয়ে আসুন.... আবার কি হলো..!!! ও .... গ্যাসের দাম বেশি..!!! আরে আপনার MA ,BA ডিগ্রির সার্টিফিকেট গুলো তো আছে, পুড়িয়ে MA pass চিকেন তন্দুরি বা, BA pass চিকেন কাবাব বানাতেই পারেন,বিশ্বাস করুন এটা বানাতে একটুকুও নুন লাগবে না, চোখের জলই নুনের অভাব পূরণ করে দেবে। সকলকে স্বাধীনতা দিবসে আন্তরিক শুভেচ্ছা। ✍️ *প্রিয় কথা* ✍️ ©Priyabrata Bhattacharjee

#India2021

People who shared love close

More like this

Trending Topic