👩 *দিয়া, তুমি কার ?* 👩
✍️ *প্রিয়ব্রত ভট্টাচার্য্য* ✍️
অষ্টাদশীতে সবে ছোঁয়া,
স্নিগ্ধ গভীর চোখের তারায় -
হারিয়ে যাওয়ার মাঝেই যেন,
পুরো একটা পাড়া ঝাঁপায়।
সবারই মুখে একটা প্রশ্ন -
জেতা অথবা হতাশায় হার,
মুখ ফুটে তবু প্রশ্ন করে -
বলো তো দিয়া, তুমি কার?
কলেজেতেও সেই একই ধারা,
একই কথার হেরা-ফেরি,
দুষ্টু হাসিতে বুঝিয়ে দেয়া -
নো ওয়ান অ্যালাও, ভেরি সরি।
হতাশ হয়ে কেউবা বলে -
" বৃথাই আমরা মরছি ঘুরে,
বরমাল্য দেবে গলায় -
কোটিপতির কবর খুঁড়ে।"
এরপরেতে চাকরি করা,
নিজের এলেমে পোষ্টটা বড়,
ম্যানেজারবাবু প্রস্তাব দিলেন -
"বিয়ে করো অথবা চাকরি ছাড়ো।
মালিক আড়ালে দেখলেন সবই -
ম্যানেজারের চাকরি গেলো,
আশ্বাস দিলেন আছেন পাশে -
" ম্যানেজার হয়েই তুমি চলো।"
এমনি করেই যাচ্ছে সময় -
হঠাৎ একদিন বললো মালিক,
"দিচ্ছি তোমায় গাড়ি-বাড়ি -
থাকবো আমরা হয়ে শালিখ!"
মুখের উপর ছুড়লো চাবি,
আত্মসম্মান আগে সবার -
নিজেকে নিজেই প্রশ্ন করে,
সত্যিই দিয়া, তুমি কার?
অভাবে সংসারের বোঝা,
বাবা-মা কেউ সুস্থ নয় -
নিজের ভাবনা ভাবতে গেলেও -
স্বার্থপরতা কি ধর্মে সয় ?
যাক না একটা জীবন দিয়েই -
যদি সংসার ওঠে গড়ে,
বঙ্গে এমন অনেক নারীই,
সংসার আঁকড়েই বাঁচে-মরে।
এমন ভাবেই দিয়ারা বাঁচে,
বাঁচায় এমন বহু সংসার -
বিধাতা চোখের জলেই বলে,
হায়রে দিয়া, তুমি কার ?
✍️ *প্রিয় কথা* ✍️
©Priyabrata Bhattacharjee
Continue with Social Accounts
Facebook Googleor already have account Login Here