Priyabrata Bhattacharjee

Priyabrata Bhattacharjee

  • Latest
  • Popular
  • Video

👩 *দিয়া, তুমি কার ?* 👩 ✍️ *প্রিয়ব্রত ভট্টাচার্য্য* ✍️ অষ্টাদশীতে সবে ছোঁয়া, স্নিগ্ধ গভীর চোখের তারায় - হারিয়ে যাওয়ার মাঝেই যেন, পুরো একটা পাড়া ঝাঁপায়। সবারই মুখে একটা প্রশ্ন - জেতা অথবা হতাশায় হার, মুখ ফুটে তবু প্রশ্ন করে - বলো তো দিয়া, তুমি কার? কলেজেতেও সেই একই ধারা, একই কথার হেরা-ফেরি, দুষ্টু হাসিতে বুঝিয়ে দেয়া - নো ওয়ান অ্যালাও, ভেরি সরি। হতাশ হয়ে কেউবা বলে - " বৃথাই আমরা মরছি ঘুরে, বরমাল্য দেবে গলায় - কোটিপতির কবর খুঁড়ে।" এরপরেতে চাকরি করা, নিজের এলেমে পোষ্টটা বড়, ম্যানেজারবাবু প্রস্তাব দিলেন - "বিয়ে করো অথবা চাকরি ছাড়ো। মালিক আড়ালে দেখলেন সবই - ম্যানেজারের চাকরি গেলো, আশ্বাস দিলেন আছেন পাশে - " ম্যানেজার হয়েই তুমি চলো।" এমনি করেই যাচ্ছে সময় - হঠাৎ একদিন বললো মালিক, "দিচ্ছি তোমায় গাড়ি-বাড়ি - থাকবো আমরা হয়ে শালিখ!" মুখের উপর ছুড়লো চাবি, আত্মসম্মান আগে সবার - নিজেকে নিজেই প্রশ্ন করে, সত্যিই দিয়া, তুমি কার? অভাবে সংসারের বোঝা, বাবা-মা কেউ সুস্থ নয় - নিজের ভাবনা ভাবতে গেলেও - স্বার্থপরতা কি ধর্মে সয় ? যাক না একটা জীবন দিয়েই - যদি সংসার ওঠে গড়ে, বঙ্গে এমন অনেক নারীই, সংসার আঁকড়েই বাঁচে-মরে। এমন ভাবেই দিয়ারা বাঁচে, বাঁচায় এমন বহু সংসার - বিধাতা চোখের জলেই বলে, হায়রে দিয়া, তুমি কার ? ✍️ *প্রিয় কথা* ✍️ ©Priyabrata Bhattacharjee

#কবিতা  👩 *দিয়া, তুমি কার ?* 👩
✍️ *প্রিয়ব্রত ভট্টাচার্য্য* ✍️

অষ্টাদশীতে সবে ছোঁয়া,
     স্নিগ্ধ গভীর চোখের তারায় -
হারিয়ে যাওয়ার মাঝেই যেন,
     পুরো একটা পাড়া ঝাঁপায়।

সবারই মুখে একটা প্রশ্ন -
     জেতা অথবা হতাশায় হার,
মুখ ফুটে তবু প্রশ্ন করে -
     বলো তো দিয়া, তুমি কার?

কলেজেতেও সেই একই ধারা,
     একই কথার হেরা-ফেরি,
দুষ্টু হাসিতে বুঝিয়ে দেয়া -
     নো ওয়ান অ্যালাও, ভেরি সরি।

হতাশ হয়ে কেউবা বলে -
     " বৃথাই আমরা মরছি ঘুরে,
বরমাল্য দেবে গলায় -
     কোটিপতির কবর খুঁড়ে।"

এরপরেতে চাকরি করা, 
     নিজের এলেমে পোষ্টটা বড়,
ম্যানেজারবাবু প্রস্তাব দিলেন -
     "বিয়ে করো অথবা চাকরি ছাড়ো।

মালিক আড়ালে দেখলেন সবই -
     ম্যানেজারের চাকরি গেলো,
আশ্বাস দিলেন আছেন পাশে -
     " ম্যানেজার হয়েই তুমি চলো।"

এমনি করেই যাচ্ছে সময়  -
     হঠাৎ একদিন বললো মালিক,
"দিচ্ছি তোমায় গাড়ি-বাড়ি -
     থাকবো আমরা হয়ে শালিখ!"

মুখের উপর ছুড়লো চাবি,
     আত্মসম্মান আগে সবার -
নিজেকে নিজেই প্রশ্ন করে,
     সত্যিই দিয়া, তুমি কার?

অভাবে সংসারের বোঝা,
     বাবা-মা কেউ সুস্থ নয় -
নিজের ভাবনা ভাবতে গেলেও -
     স্বার্থপরতা কি ধর্মে সয় ?

যাক না একটা জীবন দিয়েই -
     যদি সংসার ওঠে গড়ে,
বঙ্গে এমন অনেক নারীই,
     সংসার আঁকড়েই বাঁচে-মরে।

এমন ভাবেই দিয়ারা বাঁচে,
     বাঁচায় এমন বহু সংসার -
বিধাতা চোখের জলেই বলে,
     হায়রে দিয়া, তুমি কার ?

     ✍️ *প্রিয় কথা* ✍️

©Priyabrata Bhattacharjee

সত্যি ঘটনা অবলম্বনে বাস্তব জীবনের জীবন্ত চরিত্র নিয়েই আমার আজকের কবিতা " দিয়া তুমি কার? " ভালো লাগলে সার্থক হবো।💐💐💐💐💐❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

12 Love

White 🙂 *আপন-পর* 😞 ✍️ *প্রিয়ব্রত ভট্টাচার্য্য* ✍️ চার দিনের এই দুনিয়াতে - কে সে আপন বলতে পারো ? আজকে যাকে আঁকড়ে থাকো - জানবে সে তো অন্য কারো ! মনের মাঝে যাকে তুমি - আসন দিলে সবার উপর, সামান্য একটু স্বার্থাঘাতেই - মুহূর্তেই তোমায় করবে পর। দুঃখ-বেদনা কষ্ট সয়ে, যদিও হাসো মুখটি তুলে - ক্ষনেকেই তোমার উঁচু মাথা, পরবে ভূমে রোষানলে। সবাই বুঝি দুঃখ খোঁজে - হাসি খোঁজে কয়জনা ? ঝুটো অহংকারের বসে - ঘুরিয়ে দুঃখ করে আপনা। নিঃস্বার্থ উপকারের - মূল্য কেউ বোঝে না হায়, পাপিষ্ঠ মনোবৃত্তির জন্য - মিথ্যা সাজিয়ে বদনাম দেয়। ঈশ্বর বিশ্বাসী মানুষ - প্রথমে একটু কষ্ট পায়, বুকের মাঝে সান্ত্বনা এটাই - সত্যের পক্ষেই অবধারিত রায়। ✍️ *প্রিয় কথা* ✍️ ©Priyabrata Bhattacharjee

#কবিতা #Night  White 🙂 *আপন-পর* 😞
✍️ *প্রিয়ব্রত ভট্টাচার্য্য* ✍️

চার দিনের এই দুনিয়াতে -
     কে সে আপন বলতে পারো ?
আজকে যাকে আঁকড়ে থাকো -
     জানবে সে তো অন্য কারো !

মনের মাঝে যাকে তুমি -
     আসন দিলে সবার উপর,
সামান্য একটু স্বার্থাঘাতেই -
     মুহূর্তেই তোমায় করবে পর।

দুঃখ-বেদনা কষ্ট সয়ে,
     যদিও হাসো মুখটি তুলে -
ক্ষনেকেই তোমার উঁচু মাথা,
     পরবে ভূমে রোষানলে।

সবাই বুঝি দুঃখ খোঁজে -
     হাসি খোঁজে কয়জনা ?
ঝুটো অহংকারের বসে -
     ঘুরিয়ে দুঃখ করে আপনা।

নিঃস্বার্থ উপকারের -
     মূল্য কেউ বোঝে না হায়,
পাপিষ্ঠ মনোবৃত্তির জন্য -
     মিথ্যা সাজিয়ে বদনাম দেয়।

ঈশ্বর বিশ্বাসী মানুষ -
     প্রথমে একটু কষ্ট পায়,
বুকের মাঝে সান্ত্বনা এটাই -
     সত্যের পক্ষেই অবধারিত রায়।

       ✍️ *প্রিয় কথা* ✍️

©Priyabrata Bhattacharjee

#Night কবিতা

8 Love

❤️ *সুখের ঘুম* ❤️ ✍️ *প্রিয়ব্রত ভট্টাচার্য্য*✍️ সত্য মিথ্যা যা কিছু আছে তাই নিয়ে এই ধরণীতল মিথ্যা বাড়ায় ধনসম্পত্তি গুমটি থেকে স্বপিং মল। সত্য যদিও অবসাদে ভোগে ছেড়ে যায় তাকে আপনজন (তবে) মাথাটা সদাই উঁচু হয়ে থাকে নাই বা থাকুক আর পরিজন। যত বেশি সৎ, তত বেশি দায় ভুগতে হয় যে যন্ত্রণা সব বেদনার মাঝেও রাতে ঘুমটা সুখের, মন্দ না। ✍️ *প্রিয় কথা*✍️ ©Priyabrata Bhattacharjee

#কবিতা  ❤️  *সুখের ঘুম* ❤️
✍️ *প্রিয়ব্রত ভট্টাচার্য্য*✍️
সত্য মিথ্যা যা কিছু আছে
  তাই নিয়ে এই ধরণীতল
মিথ্যা বাড়ায় ধনসম্পত্তি
  গুমটি থেকে স্বপিং মল।
সত্য যদিও অবসাদে ভোগে
  ছেড়ে যায় তাকে আপনজন
(তবে) মাথাটা সদাই উঁচু হয়ে থাকে
  নাই বা থাকুক আর পরিজন।
যত বেশি সৎ, তত বেশি দায়
  ভুগতে হয় যে যন্ত্রণা
সব বেদনার মাঝেও রাতে 
  ঘুমটা সুখের, মন্দ  না।

    ✍️ *প্রিয় কথা*✍️

©Priyabrata Bhattacharjee

#Love

8 Love

বিখ্যাত পরিচালকের চলচ্চিত্রে শীঘ্রই নবীন প্রতিভার *নেপথ্য গায়িকা* চাই। কোনো টাকা পয়সা লাগবে না। সেপ্টেম্বরেই রেকর্ডিং। 3 টি রবীন্দ্রসঙ্গীত সম্পূর্ণ খালি গলায় একবারেই রেকর্ডিং করে (5 সেকেন্ডের ব্যবধানে শুধুমাত্র স্থায়ী অংশ টুকু পর পর 3 টে গান ) আমার এই what's App নম্বর এ পাঠিয়ে দিন। এটা পরীক্ষা মূলক নয় , তাই দয়া করে শুধুমাত্র অসাধারন উপস্থাপনা হলেই গানগুলো পাঠাবেন। গান গুলি হলো.... 1) আমার মল্লিকা বনে... 2) আমার সকল দুঃখের প্রদীপ.. 3) ভালোবেসে সখী নিভৃত যতনে ... সঙ্গীত পরিচালক :*প্রিয়ব্রত ভট্টাচার্য্য : *7003641409* ©Priyabrata Bhattacharjee

#জ্ঞান #Cassette  বিখ্যাত পরিচালকের চলচ্চিত্রে শীঘ্রই নবীন প্রতিভার *নেপথ্য গায়িকা* চাই। কোনো টাকা পয়সা লাগবে না। সেপ্টেম্বরেই রেকর্ডিং। 3 টি রবীন্দ্রসঙ্গীত সম্পূর্ণ খালি গলায় একবারেই রেকর্ডিং করে (5 সেকেন্ডের ব্যবধানে শুধুমাত্র স্থায়ী অংশ টুকু পর পর 3 টে গান ) আমার এই  what's App নম্বর এ পাঠিয়ে দিন। এটা পরীক্ষা মূলক নয় , তাই দয়া করে শুধুমাত্র অসাধারন উপস্থাপনা হলেই গানগুলো পাঠাবেন। গান গুলি হলো....
1) আমার মল্লিকা বনে...
2) আমার সকল দুঃখের প্রদীপ..
3) ভালোবেসে সখী নিভৃত যতনে ...
        সঙ্গীত পরিচালক :*প্রিয়ব্রত ভট্টাচার্য্য :  *7003641409*

©Priyabrata Bhattacharjee

#Cassette

11 Love

😟 *AMBARALA* 😟 তাৎক্ষণিক ভাবে শুধুমাত্র একটা বানান বলতে না পারাটা কখনই তার যোগ্যতার মাপকাঠি হতে পারে না। দয়া করে এই হাসি ঠাট্টা বন্ধ করুন। আমরা আমাদের ছেলেমেয়েদের উপরই হাসছিনা, হাসছি নিজেদের উপর, নিজেদের শিক্ষার উপর। অশিক্ষার কালো ভূতটা তাই বেরিয়ে পরেছে।আসলে শিক্ষাকে আমরা কলুর বলদের মতন শুধুমাত্র বহন করেগেছি, বাহন করতে পারিনি।ইংরেজ জিতছে আর বাঙালি তথা বাংলা হেরে যাচ্ছে।পুরো শিক্ষা ব্যবস্থাটাই এর জন্য দায়ি। খুব শীঘ্রই এই পচে যাওয়া পদ্ধতির আমূল পরিবর্তন দরকার, অথবা সাহস থাকলে শুধু বাংলাকে নিয়েই শিক্ষার আলো ছড়িয়ে দিক না! এমন বহু দেশ তো আছে যারা শুধুমাত্র নিজের মাতৃভাষাকেই সবক্ষেত্রে গুরুত্ব দেয়.!!! আর সেই সাংবাদিক বাবুটিকে বলি আজ আপনি এক পড়ুয়ার একটা ইংরেজি শব্দের বানান ভুল বলাটাকে ভিডিও করে রীতিমতো ভাইরাল । একটিবারও কি আপনার মনে হচ্ছে না ... আপনিও শিক্ষা ব্যাবস্থার কঙ্কালসার রূপায়ণের আরও এক অংশীদার.... কি প্রমাণ করতে চাইলেন...এই সব দেখিয়ে...? নিজেকে বাঙ্গালী পরিচয় দিতে ঘেন্না লাগছে না...? আছে সাহস.. মঞ্চে থাকা লোকগুলোকে "আম্বেলা " বানান জিজ্ঞাসা করার স্পর্ধ্যা? ✍️ *প্রিয় কথা* ✍️ ©Priyabrata Bhattacharjee

#চিন্তা #DilKiAwaaz  😟 *AMBARALA* 😟

         তাৎক্ষণিক ভাবে শুধুমাত্র একটা বানান বলতে না পারাটা কখনই তার যোগ্যতার মাপকাঠি হতে পারে না। দয়া করে এই হাসি ঠাট্টা বন্ধ করুন। আমরা আমাদের  ছেলেমেয়েদের উপরই হাসছিনা, হাসছি নিজেদের উপর, নিজেদের শিক্ষার উপর। অশিক্ষার কালো ভূতটা তাই বেরিয়ে পরেছে।আসলে শিক্ষাকে আমরা কলুর বলদের মতন শুধুমাত্র বহন করেগেছি, বাহন করতে পারিনি।ইংরেজ জিতছে আর  বাঙালি তথা বাংলা হেরে যাচ্ছে।পুরো শিক্ষা ব্যবস্থাটাই এর জন্য দায়ি। খুব শীঘ্রই এই পচে যাওয়া পদ্ধতির আমূল পরিবর্তন দরকার, অথবা সাহস থাকলে শুধু বাংলাকে নিয়েই শিক্ষার আলো ছড়িয়ে দিক না! এমন  বহু দেশ তো আছে যারা শুধুমাত্র নিজের মাতৃভাষাকেই সবক্ষেত্রে গুরুত্ব দেয়.!!! আর সেই সাংবাদিক বাবুটিকে বলি আজ আপনি এক  পড়ুয়ার একটা ইংরেজি শব্দের বানান ভুল বলাটাকে  ভিডিও করে রীতিমতো ভাইরাল । একটিবারও কি আপনার মনে হচ্ছে না ... আপনিও শিক্ষা ব্যাবস্থার কঙ্কালসার রূপায়ণের  আরও এক অংশীদার.... কি প্রমাণ করতে চাইলেন...এই সব দেখিয়ে...? নিজেকে বাঙ্গালী পরিচয় দিতে ঘেন্না লাগছে না...? আছে সাহস.. মঞ্চে থাকা লোকগুলোকে "আম্বেলা " বানান জিজ্ঞাসা করার স্পর্ধ্যা?
           ✍️ *প্রিয় কথা* ✍️

©Priyabrata Bhattacharjee

*"স্বাধীন দেশে পরাধীন বার্তা"* আজ ১৫ ই আগস্ট,২০২১..... ভারত বর্ষের স্বাধীন হওয়ার দিন। তিল তিল করে লক্ষ লক্ষ স্বাধীনতা সংগ্রামীদের আত্ম বলিদানে আজ আমরা স্বাধীনতার স্বাদ আস্বাদন করতে সমর্থ হয়েছি।তবে এই প্রসঙ্গে বিতর্কও পিছু ছাড়ছে না। আজ সত্যিই কি আমরা স্বাধীন.....? স্বাধীনতার ৭৫ বছরেও আমরা ১৩৫ কোটি মানুষের এই আস্বাদন কি সকলের কাছে ই একই...রকম !!! নাকি... এর স্বাদ্ এক এক জনের কাছে এক এক রকম... এই প্রশ্ন গুলো আজ খুবই প্রাসঙ্গিক। আমার দেখা এক স্বাধীনতা সংগ্রামীর আর্ত চিৎকার, " এই কাপুরুষ দের জন্যই কি আমাদের এত আত্ম ত্যাগ !! কথার মধ্যে যে ঘৃণা ছিল বোধকরি সমগ্র সমাজের অধিকাংশ মানুষের সাংস্কৃতিক, রাজনৈতিক ও মানষিকতার অবনমনই এর মূল কারণ।প্রশ্ন একটাই স্বাধীনতা কি সেচ্ছাচারিতায় অভিযোজিত...!!!আজ ,টাকা বা ক্ষমতার চূড়ায় বসে যার যা ইচ্ছা করা যায়...!!! আজ টাকার অঙ্কে মানুষের মান সম্মান জরিফ করা হয়। একজন উচ্চ শিক্ষিত মানুষের মাইনের বিল পাস হয় ক্লাস এইটে হোঁচট খাওয়া কলমের আঁচড়ে। তবুও কাজ করতে হয়, না করলে যে তার বাচ্চার মুখে অন্নটুকুও জুটবে না ! তাই মুখ বুজে শুধু কর্ম করা।বাক্ স্বাধীনতা,এখন হাস্যকর। তাই প্রতিবাদী না হয়ে আসুন আজকের দিনটি ঘরে বসে একটু খাসির মাংস এনে একটু ঝাল ঝাল করে কষিয়ে জমিয়ে খান। কি বলছেন... খাসির দাম আমাদের চেয়েও বেশি.....!!! তাহলে মুরগির মাংস নিয়ে আসুন.... আবার কি হলো..!!! ও .... গ্যাসের দাম বেশি..!!! আরে আপনার MA ,BA ডিগ্রির সার্টিফিকেট গুলো তো আছে, পুড়িয়ে MA pass চিকেন তন্দুরি বা, BA pass চিকেন কাবাব বানাতেই পারেন,বিশ্বাস করুন এটা বানাতে একটুকুও নুন লাগবে না, চোখের জলই নুনের অভাব পূরণ করে দেবে। সকলকে স্বাধীনতা দিবসে আন্তরিক শুভেচ্ছা। ✍️ *প্রিয় কথা* ✍️ ©Priyabrata Bhattacharjee

#India2021  *"স্বাধীন দেশে পরাধীন বার্তা"* 
আজ ১৫ ই আগস্ট,২০২১..... ভারত বর্ষের স্বাধীন হওয়ার দিন। তিল তিল করে লক্ষ লক্ষ স্বাধীনতা সংগ্রামীদের  আত্ম বলিদানে আজ আমরা স্বাধীনতার স্বাদ আস্বাদন করতে সমর্থ হয়েছি।তবে এই প্রসঙ্গে বিতর্কও পিছু ছাড়ছে না। আজ সত্যিই কি আমরা স্বাধীন.....? স্বাধীনতার ৭৫ বছরেও আমরা ১৩৫ কোটি মানুষের এই আস্বাদন কি সকলের কাছে ই একই...রকম !!! নাকি... এর স্বাদ্ এক এক জনের কাছে এক এক রকম... এই প্রশ্ন গুলো আজ খুবই প্রাসঙ্গিক। আমার দেখা এক স্বাধীনতা সংগ্রামীর আর্ত চিৎকার, " এই কাপুরুষ দের জন্যই কি আমাদের এত আত্ম ত্যাগ !! কথার মধ্যে যে ঘৃণা ছিল  বোধকরি সমগ্র সমাজের অধিকাংশ মানুষের সাংস্কৃতিক, রাজনৈতিক ও মানষিকতার অবনমনই এর মূল কারণ।প্রশ্ন একটাই স্বাধীনতা কি সেচ্ছাচারিতায় অভিযোজিত...!!!আজ ,টাকা বা ক্ষমতার চূড়ায় বসে যার যা ইচ্ছা করা যায়...!!! আজ টাকার অঙ্কে মানুষের মান সম্মান জরিফ করা হয়। একজন উচ্চ শিক্ষিত মানুষের মাইনের বিল পাস হয় ক্লাস এইটে হোঁচট খাওয়া কলমের আঁচড়ে। তবুও কাজ করতে হয়, না করলে যে তার  বাচ্চার মুখে অন্নটুকুও জুটবে না ! তাই মুখ বুজে শুধু কর্ম করা।বাক্ স্বাধীনতা,এখন হাস্যকর। তাই প্রতিবাদী না হয়ে আসুন আজকের দিনটি ঘরে বসে একটু খাসির  মাংস এনে একটু ঝাল ঝাল করে কষিয়ে জমিয়ে খান। কি বলছেন... খাসির দাম আমাদের চেয়েও বেশি.....!!! তাহলে মুরগির মাংস নিয়ে আসুন.... আবার কি হলো..!!! ও .... গ্যাসের দাম বেশি..!!! আরে আপনার  MA ,BA ডিগ্রির সার্টিফিকেট গুলো তো আছে, পুড়িয়ে  MA pass চিকেন তন্দুরি বা, BA pass চিকেন কাবাব বানাতেই পারেন,বিশ্বাস করুন এটা বানাতে একটুকুও নুন লাগবে না, চোখের জলই নুনের অভাব পূরণ করে দেবে।  সকলকে স্বাধীনতা দিবসে আন্তরিক শুভেচ্ছা।
            ✍️ *প্রিয় কথা* ✍️

©Priyabrata Bhattacharjee

#India2021

10 Love

Trending Topic