একবার একজন সাধুবাবা জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছিলেন। | বাংলা Quotes

"একবার একজন সাধুবাবা জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছিলেন।তখন ওনার সাথে গ্রামের একজন ব্যক্তির সাক্ষাৎ হয়।ব্যক্তিটি বাবাকে প্রনাম করে বলে বাবা আমার সংসারে খুব অশান্তি।আমাকে কিছু ভগবদজ্ঞান দান করুন যাতে সংসারে শান্তি ফিরে আসে। বাবা কিছু বললেন না চুপ করে রইলেন। ব্যক্তিটি বারবার খুব অনুরোধ করাতে বাবা বললো আচ্ছা আমায় একটা কথা বলবি? সে বললো হ্যাঁ বলুন। বাবা বললো দুধ কেমন পাত্রে রাখিস? সে বললো শুদ্ধ পরিস্কার কোনো পাত্রে। বাবা একটু মৃদু হেসে হাসলেন,রাধারাণী তোর মঙ্গল করুক বলে বাবা চলে গেলেন। বুঝলেন তো বাবা কি বলতে চাইলেন। দুধ সবসময় শুদ্ধ পবিত্র কিন্তু তা যদি কোনো নোংরা অপরিস্কার পাত্রে রাখা হয় তখন আর কোনো সেবায় লাগে না। ঠিক তেমনই ভগবদজ্ঞান সদা সর্বদা পবিত্রতম সম্পদ কিন্তু তাঁর মর্ম বোঝার জন্য হৃদয় পাত্রকে শুদ্ধ নির্মল পবিত্র হতে হবে। নিষ্কপট চিত্তশুদ্ধ পবিত্র হৃদয়পাত্ররূপী দূর্লভ মহাত্মারাই কেবলমাত্র ভগবদজ্ঞানের মহিমা বুঝতে পারেন। ©sri ji ki dasi"

 একবার একজন সাধুবাবা জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছিলেন।তখন ওনার সাথে গ্রামের একজন ব্যক্তির সাক্ষাৎ হয়।ব্যক্তিটি বাবাকে প্রনাম করে বলে বাবা আমার সংসারে খুব অশান্তি।আমাকে কিছু ভগবদজ্ঞান দান করুন যাতে সংসারে শান্তি ফিরে আসে।
বাবা কিছু বললেন না চুপ করে রইলেন।
ব্যক্তিটি বারবার খুব অনুরোধ করাতে বাবা বললো আচ্ছা আমায় একটা কথা বলবি?
সে বললো হ্যাঁ বলুন।
বাবা বললো দুধ কেমন পাত্রে রাখিস?
সে বললো শুদ্ধ পরিস্কার কোনো পাত্রে।
বাবা একটু মৃদু হেসে হাসলেন,রাধারাণী তোর মঙ্গল করুক বলে বাবা চলে গেলেন।

বুঝলেন তো বাবা কি বলতে চাইলেন।

দুধ সবসময় শুদ্ধ পবিত্র কিন্তু তা যদি কোনো নোংরা অপরিস্কার পাত্রে রাখা হয় তখন আর কোনো সেবায় লাগে না।

ঠিক তেমনই ভগবদজ্ঞান সদা সর্বদা পবিত্রতম সম্পদ কিন্তু তাঁর মর্ম বোঝার জন্য হৃদয় পাত্রকে শুদ্ধ নির্মল পবিত্র হতে হবে।
নিষ্কপট চিত্তশুদ্ধ পবিত্র হৃদয়পাত্ররূপী দূর্লভ মহাত্মারাই কেবলমাত্র ভগবদজ্ঞানের মহিমা বুঝতে পারেন।

©sri ji ki dasi

একবার একজন সাধুবাবা জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছিলেন।তখন ওনার সাথে গ্রামের একজন ব্যক্তির সাক্ষাৎ হয়।ব্যক্তিটি বাবাকে প্রনাম করে বলে বাবা আমার সংসারে খুব অশান্তি।আমাকে কিছু ভগবদজ্ঞান দান করুন যাতে সংসারে শান্তি ফিরে আসে। বাবা কিছু বললেন না চুপ করে রইলেন। ব্যক্তিটি বারবার খুব অনুরোধ করাতে বাবা বললো আচ্ছা আমায় একটা কথা বলবি? সে বললো হ্যাঁ বলুন। বাবা বললো দুধ কেমন পাত্রে রাখিস? সে বললো শুদ্ধ পরিস্কার কোনো পাত্রে। বাবা একটু মৃদু হেসে হাসলেন,রাধারাণী তোর মঙ্গল করুক বলে বাবা চলে গেলেন। বুঝলেন তো বাবা কি বলতে চাইলেন। দুধ সবসময় শুদ্ধ পবিত্র কিন্তু তা যদি কোনো নোংরা অপরিস্কার পাত্রে রাখা হয় তখন আর কোনো সেবায় লাগে না। ঠিক তেমনই ভগবদজ্ঞান সদা সর্বদা পবিত্রতম সম্পদ কিন্তু তাঁর মর্ম বোঝার জন্য হৃদয় পাত্রকে শুদ্ধ নির্মল পবিত্র হতে হবে। নিষ্কপট চিত্তশুদ্ধ পবিত্র হৃদয়পাত্ররূপী দূর্লভ মহাত্মারাই কেবলমাত্র ভগবদজ্ঞানের মহিমা বুঝতে পারেন। ©sri ji ki dasi

People who shared love close

More like this

Trending Topic