Guru Purnima একবার এক কনিষ্ঠ শিষ্য গুরুদেবের সেবা করছে।হঠাৎ করে একজন উত্তম বয়োজ্যেষ্ঠ শিষ্য অর্থাৎ তার বড় গুরুভাই এসে সেই কনিষ্ঠ শিষ্যকে খুব বকছে যা তা বলছে,বলছে তোমার সব সেবাতে এত ভুল হয় কেন,ঠিক করে সেবা করার চেষ্টা তো কোরোনা।কোনো কাজে মন নেই এভাবে সেবা হয়না এভাবে ভজন হয়না।খুব বকছে তাকে,সেই শিষ্য তো বুঝতেই পারছে না কি ভুল হয়েছে তার সে তো সব ঠিকভাবে মন দিয়েই সময়েই করে এক মিনিটও দেরি হয় না।সে মনে মনে খুব কষ্ট পাচ্ছে,ভেতরে ভেতরে তার রাগও হচ্ছে কারণ তার সত্যিই কোনো ভুলই নেই।শুধু শুধু বকা খেলে একটু রাগ হবেই।কিন্তু তবুও সে চুপচাপ শুনে নিলো।
তারপর গুরুদেব তাকে বললেন কি রে তুই কিছু বললি না যে,তুই তো কোনো দোষ করিসনি তবুও কেন তুই সব মুখবুজে সহ্য করে নিলি।তুই তো কিছু বলতেও পারতিস।
সেই শিষ্য বললো গুরুদেব আপনি আমার সামনে ছিলেন আমি কি আর বলবো।
গুরুদেব তখন সেই শিষ্যের মাথায় হাত রেখে বললো
"ব্যস তোকে এটাই সব পরিস্থিতিতে মনে রাখতে হবে যে আমি সবসময় তোর সামনে আছি।কেউ এসে বকুক,গালাগালি করুক এমনকি কেউ যদি তোকে মারে তবুও তুই ভাববি আমি তোর সামনে আছি,এই ভেবে তুই কিছু প্রতিবাদ করবি না কিছু বলবি না।আমি আছি তো সেখানে তোর কিছু বলার প্রয়োজন কি,দেখ না আমি কি করি এই ভরসা তেই তুই সব সয়ে নিবি।ভক্তি রাজ্যে ঝগড়া চলে না।যে সয়ে সে রয়ে।"
©shri ji ki dasi
Continue with Social Accounts
Facebook Googleor already have account Login Here