কোনোদিন কি কেউ দেখেছেন 'কাক' খাঁচায় বন্দি আছে।
কিন্তু তোতা পাখি খাঁচায় বন্দি আছে এটা অনেকেই দেখে থাকবেন।কেন বলুন তো?কেন কেউ কাক কে খাঁচায় ধরে রাখে না,তোতা পাখিকে কেন বন্দি করে রাখে?
কারণটা খুব simple but most complicated।কারণ তোতাপাখি সুন্দর কথা বলতে পারে গান গাইতে পারে। তোতা দেখতেও খুব সুন্দর।অর্থাৎ তোতাপাখি অনেক রূপগুনে ভরা।কিন্তু কাক দেখতেও সুন্দর নয় আর কাকের গলা তো সবাই জানেন কি আর বলবো।
তাই কাক মুক্ত আর তোতা বন্দি।
ঠিক এইরকম মানুষের ক্ষেত্রেও হয় রূপগুন খুব বিঘাতক।
গুন তবুও ঢেকে রাখা যায় কিন্তু রূপ তো আর ঢেকে রাখা যায় না।এই রূপ সৌন্দর্য্য খুব বড় বাধা।
আর মানুষের স্বভাব বেশি রূপগুন দেখলেই ধরে খাঁচায় বন্দি করে ফেলতে চায়।
অর্থাৎ রূপগুন থাকলে বন্দি হবার প্রবণতা বেশি।জাগতিক মানুষের ভালোবাসা শুধু বন্দি করতে পারে বদ্ধ করতে পারে।
মুক্ত করার ক্ষমতা একমাত্র ভগবানের ভালোবাসায় নিহিত রয়েছে।
আপনি মানুষের ভালোবাসায় যতটা বদ্ধ হবেন ভগবানের ভালোবাসায় তার অনন্ত গুন মুক্ত থাকবেন।
সত্য খোঁজার আগে বা সত্যের পথে এগোনার আগে মিথ্যে থেকে মুক্ত হওয়া অবশ্যই প্রয়োজন।
(আত্মউপলব্ধি)
©shri ji ki dasi
#creativeminds