পথ গেছে শেষ হয়ে পথের বাঁকে।
দূরে, আরও দূরে -
বনভূমির গহীনে আঁধার ও মৃত্যু।
মৃত আত্মা- শাল ও শিরীষ-এর
ফিসফিস করে অবিরাম।
বৃক্ষের শোকযাপন, তাও হয় বুঝি!
কান্না নেই, কান্না থাকে না।
তবু বেদনা থাকে অনন্ত। অগাধ।
সেই পথ ধরে গেলে খাদ থাকে।
খাদের শুরু থাকে, শেষ থাকে না।
ওপারে সূর্য ডোবে, আবার উঠবে তাই।
তবু, পরজন্মে বিশ্বাস রাখে না কেউ।
বিশ্বাস রাখে না কেউ। মৃত্যুর প্রান্তে কি-
সেও তো অধরা।
©নি রু প ম
#WalkingInWoods