নি রু প ম

নি রু প ম

  • Latest
  • Popular
  • Video

ঐ সেথা চাঁদ পূর্ণিমার চাঁদ- ভাসা ভাসা মেঘ, ভালোবাসায় কদমের গাছ ছুঁয়ে ঘরে আসে জানালা বেয়ে। রাত ঘনায়; আমাদের গৃহকোণ লাবণ্যে জড়ায়। হলুদ জ্যোৎস্নায়। এই ঘরে এই অগোছালো ঘরে- আরও এক চাঁদ পাশে বসে থাকে ঠায়। কথা বলে কত; কত ইচ্ছার কথা; স্মৃতি টেনে আনে, ভিড় করে। আহ্লাদি, ভালোবাসা চায়। আলোয় আলো- চাঁদ হাসে আর জ্যোৎস্না ছড়ায়। ©নি রু প ম

 ঐ সেথা চাঁদ 
পূর্ণিমার চাঁদ- ভাসা ভাসা মেঘ,
ভালোবাসায় কদমের গাছ ছুঁয়ে 
ঘরে আসে জানালা বেয়ে।
রাত ঘনায়;
আমাদের গৃহকোণ লাবণ্যে জড়ায়।
হলুদ জ্যোৎস্নায়।

এই ঘরে
এই অগোছালো ঘরে-
আরও এক চাঁদ পাশে বসে থাকে ঠায়। 
কথা বলে কত;
কত ইচ্ছার কথা;
স্মৃতি টেনে আনে, ভিড় করে।
আহ্লাদি, ভালোবাসা চায়।
আলোয় আলো-
চাঁদ হাসে আর জ্যোৎস্না ছড়ায়।

©নি রু প ম

ঐ সেথা চাঁদ পূর্ণিমার চাঁদ- ভাসা ভাসা মেঘ, ভালোবাসায় কদমের গাছ ছুঁয়ে ঘরে আসে জানালা বেয়ে। রাত ঘনায়; আমাদের গৃহকোণ লাবণ্যে জড়ায়। হলুদ জ্যোৎস্নায়। এই ঘরে এই অগোছালো ঘরে- আরও এক চাঁদ পাশে বসে থাকে ঠায়। কথা বলে কত; কত ইচ্ছার কথা; স্মৃতি টেনে আনে, ভিড় করে। আহ্লাদি, ভালোবাসা চায়। আলোয় আলো- চাঁদ হাসে আর জ্যোৎস্না ছড়ায়। ©নি রু প ম

9 Love

পথ গেছে শেষ হয়ে পথের বাঁকে। দূরে, আরও দূরে - বনভূমির গহীনে আঁধার ও মৃত্যু। মৃত আত্মা- শাল ও শিরীষ-এর ফিসফিস করে অবিরাম। বৃক্ষের শোকযাপন, তাও হয় বুঝি! কান্না নেই, কান্না থাকে না। তবু বেদনা থাকে অনন্ত। অগাধ। সেই পথ ধরে গেলে খাদ থাকে। খাদের শুরু থাকে, শেষ থাকে না। ওপারে সূর্য ডোবে, আবার উঠবে তাই। তবু, পরজন্মে বিশ্বাস রাখে না কেউ। বিশ্বাস রাখে না কেউ। মৃত্যুর প্রান্তে কি- সেও তো অধরা। ©নি রু প ম

#WalkingInWoods  পথ গেছে শেষ হয়ে পথের বাঁকে।
দূরে, আরও দূরে -
বনভূমির গহীনে আঁধার ও মৃত্যু।
মৃত আত্মা- শাল ও শিরীষ-এর
ফিসফিস করে অবিরাম।
বৃক্ষের শোকযাপন, তাও হয় বুঝি!
কান্না নেই, কান্না থাকে না।
তবু বেদনা থাকে অনন্ত। অগাধ।

সেই পথ ধরে গেলে খাদ থাকে।
খাদের শুরু থাকে, শেষ থাকে না।
ওপারে সূর্য ডোবে, আবার উঠবে তাই।
তবু, পরজন্মে বিশ্বাস রাখে না কেউ।
বিশ্বাস রাখে না কেউ। মৃত্যুর প্রান্তে কি-
সেও তো অধরা।

©নি রু প ম

পথ গেছে শেষ হয়ে পথের বাঁকে। দূরে, আরও দূরে - বনভূমির গহীনে আঁধার ও মৃত্যু। মৃত আত্মা- শাল ও শিরীষ-এর ফিসফিস করে অবিরাম। বৃক্ষের শোকযাপন, তাও হয় বুঝি! কান্না নেই, কান্না থাকে না। তবু বেদনা থাকে অনন্ত। অগাধ। সেই পথ ধরে গেলে খাদ থাকে। খাদের শুরু থাকে, শেষ থাকে না। ওপারে সূর্য ডোবে, আবার উঠবে তাই। তবু পরজন্মে বিশ্বাস রাখে না কেউ। বিশ্বাস রাখে না কেউ। মৃত্যুর প্রান্তে কি- সেও তো অধরা। ©নি রু প ম

#WalkingInWoods  পথ গেছে শেষ হয়ে পথের বাঁকে।
দূরে, আরও দূরে -
বনভূমির গহীনে আঁধার ও মৃত্যু।
মৃত আত্মা- শাল ও শিরীষ-এর
ফিসফিস করে অবিরাম।
বৃক্ষের শোকযাপন, তাও হয় বুঝি!
কান্না নেই, কান্না থাকে না।
তবু বেদনা থাকে অনন্ত। অগাধ।

সেই পথ ধরে গেলে খাদ থাকে।
খাদের শুরু থাকে, শেষ থাকে না।
ওপারে সূর্য ডোবে, আবার উঠবে তাই।
তবু পরজন্মে বিশ্বাস রাখে না কেউ।
বিশ্বাস রাখে না কেউ। মৃত্যুর প্রান্তে কি-
সেও তো অধরা।

©নি রু প ম

রাজার জবাব সোনায় মোড়া; অশ্রু ভেজা নয়ন জোড়া। কোন মন্ত্রে করলে জাদু! ওহে নীরজ, সাধু সাধু! ©নি রু প ম

#neerajchopra  রাজার জবাব সোনায় মোড়া;
অশ্রু ভেজা নয়ন জোড়া।
কোন মন্ত্রে করলে জাদু!
ওহে নীরজ, সাধু সাধু!

©নি রু প ম

রাজার জবাব সোনায় মোড়া; অশ্রু ভেজা নয়ন জোড়া। কোন মন্ত্রে করলে জাদু! ওহে নীরজ, সাধু সাধু! ©নি রু প ম

#neerajchopra  রাজার জবাব সোনায় মোড়া;
অশ্রু ভেজা নয়ন জোড়া।
কোন মন্ত্রে করলে জাদু!
ওহে নীরজ, সাধু সাধু!

©নি রু প ম

"HAPPY FRIENDSHIP DAY" to all of my Colleagues, to my extended family. ©নি রু প ম

#DearCousins  "HAPPY FRIENDSHIP DAY" to all of my Colleagues, to my extended family.

©নি রু প ম

#DearCousins

10 Love

Trending Topic