শৈশব
✍️(আমি সোমনাথ)
যে সকালে আনন্দের সাথে
ফুল তুলেছ দুহাত দিয়ে।
সেই সকালেই এবার থেকে
খাতা ভর্তি লেখা লিখতে হবে
পেন্সিল নিয়ে।
যে চোখ খুলতো না তোমার
সূর্যের আলো পেয়ে,
সেই চোখ খুলতে হবে তোমায়
চাঁদের আলো নিয়ে।
অনেকটা সময় থাকতে হবে
দামি স্কুলের বন্দি বেড়ে,
তখন যেন ভেবোনা তুমি
তোমার শৈশবটা আমরা নিচ্ছি কেড়ে।
মায়ের ইচ্ছে মাস্টার হবে,
বাবার ইঞ্জিনিয়ার।
দাদু ,ঠাম্মীর ভিন্ন ইচ্ছে
উকিল কিংবা ডাক্তার।
অন্যের ইচ্ছে গুলোর মাঝে
তুমি হারিয়ে যাবে যখন,
বাবার আনা দামি স্কুল ব্যাগে
তোমার শৈশবটা খুজবে তখন।
©Senart Academy
#Childhood