Senart Academy

Senart Academy

  • Latest
  • Popular
  • Video

White ভালো থেকো তুমি না ফেরার দেশে ✍️(আমি সোমনাথ) ক্লান্ত হয়ে পড়েনি সে ৩৬ ঘন্টা কর্ম করে। মৃত্যুকে বরণ করেছে সে ধর্ষন হওয়ার পরে। তার কি দোষ ছিল বলতে পারো আজ। যে শপথ নিয়েছিল রুগির সেবা করায় হবে তার একমাত্র কাজ। মনুষ্য রূপে দানবগুলো ছিঁড়ে খেলো যাকে, তার বাবা মা খুব আদর যত্নে বড়ো করে তুলেছিল তাকে। প্রতিবাদের দাবানলে তারাও হবে পুড়ে ছাই। নারী জাতিকে এবার থেকে সবাই যেন ভয় পাই। পাবে নাকো ক্ষমা তারাও করলো যারা তোমায় ধর্ষণ। তাদের শরীরও পড়বে এইবার মৃত্যু চাবুকের বর্ষণ। ©Senart Academy

#ভালোবাসা #GoodMorning  White    ভালো থেকো তুমি না ফেরার দেশে 
✍️(আমি সোমনাথ)
ক্লান্ত হয়ে পড়েনি সে 
৩৬ ঘন্টা কর্ম করে।
মৃত্যুকে বরণ করেছে
সে ধর্ষন হওয়ার পরে।
তার কি দোষ ছিল 
বলতে পারো আজ।
যে শপথ নিয়েছিল
রুগির সেবা করায়
হবে তার একমাত্র কাজ।
মনুষ্য রূপে দানবগুলো 
ছিঁড়ে খেলো যাকে,
তার বাবা মা খুব আদর যত্নে
বড়ো করে তুলেছিল তাকে। 
প্রতিবাদের দাবানলে 
তারাও হবে পুড়ে ছাই।
নারী জাতিকে এবার থেকে 
সবাই যেন ভয় পাই।
পাবে নাকো ক্ষমা তারাও
করলো যারা তোমায় ধর্ষণ। 
তাদের শরীরও পড়বে এইবার 
মৃত্যু চাবুকের বর্ষণ।

©Senart Academy

#GoodMorning নারী নারী

11 Love

#ভালোবাসা #Childhood  শৈশব
✍️(আমি সোমনাথ)
যে সকালে আনন্দের সাথে
ফুল তুলেছ দুহাত দিয়ে।
সেই সকালেই এবার থেকে 
খাতা ভর্তি লেখা লিখতে হবে 
পেন্সিল নিয়ে।
যে চোখ খুলতো না তোমার 
সূর্যের আলো পেয়ে,
সেই চোখ খুলতে হবে তোমায় 
চাঁদের আলো নিয়ে।
 অনেকটা সময় থাকতে হবে
দামি স্কুলের বন্দি বেড়ে,
তখন যেন ভেবোনা তুমি
আমরা তোমার শৈশবটা নিচ্ছি কেড়ে।
মায়ের ইচ্ছে মাস্টার হবে,
বাবার ইঞ্জিনিয়ার।
দাদু ,ঠাম্মীর ভিন্ন ইচ্ছে 
উকিল কিংবা ডাক্তার।
সবার ইচ্ছে গুলোর মাঝে 
তুমি হারিয়ে যাবে যখন,
বাবার আনা দামি  স্কুল ব্যাগে
তোমার শৈশবটা খুজবে তখন।

©Senart Academy

#Childhood ভালোবাসা

108 View

#সমাজ #Childhood  শৈশব
✍️(আমি সোমনাথ)
যে সকালে আনন্দের সাথে
ফুল তুলেছ দুহাত দিয়ে।
সেই সকালেই এবার থেকে 
খাতা ভর্তি লেখা লিখতে হবে 
পেন্সিল নিয়ে।
যে চোখ খুলতো না তোমার 
সূর্যের আলো পেয়ে,
সেই চোখ খুলতে হবে তোমায় 
চাঁদের আলো নিয়ে।
 অনেকটা সময় থাকতে হবে
দামি স্কুলের বন্দি বেড়ে,
তখন যেন ভেবোনা তুমি
তোমার শৈশবটা আমরা নিচ্ছি কেড়ে।
মায়ের ইচ্ছে মাস্টার হবে,
বাবার ইঞ্জিনিয়ার।
দাদু ,ঠাম্মীর ভিন্ন ইচ্ছে 
উকিল কিংবা ডাক্তার।
অন্যের ইচ্ছে গুলোর মাঝে 
তুমি হারিয়ে যাবে যখন,
বাবার আনা দামি স্কুল  ব্যাগে
তোমার শৈশবটা খুজবে তখন।

©Senart Academy

#Childhood

108 View

কেউ কাঁদে নীরবে কেউ হাসে প্রকাশে। ✍️(আমি সোমনাথ) ©Senart Academy

#কবিতা #Likho  কেউ কাঁদে নীরবে 
কেউ হাসে প্রকাশে।
✍️(আমি সোমনাথ)

©Senart Academy

#Likho বাস্তব জীবন

8 Love

যদি লাল রং কে ভয় পাও হৃদয়ে অন্যের নাম কেন লিখ? যদি মৃত্যুকে ভয় পাও তবে যুদ্ধ কেন কর? যদি বিচ্ছেদে ভয় পাও তাহলে ভালো কেন বাসো? ✍️(আমি সোমনাথ।) ©Senart Academy

#কবিতা #walkalone  যদি লাল রং কে ভয় পাও
হৃদয়ে অন্যের নাম কেন লিখ?
যদি মৃত্যুকে ভয় পাও
তবে যুদ্ধ কেন কর?
যদি বিচ্ছেদে ভয় পাও
তাহলে ভালো কেন বাসো?
✍️(আমি সোমনাথ।)

©Senart Academy

#walkalone প্রেমের গল্প

13 Love

কিছু স্বপ্ন ফুলের মতো একটু সময় বেঁচে থাকে। ভোরের শিশির ছোঁয়ায় পাঁপড়ি গুলো ঝড়ে পড়ে। ©Senart Academy

#স্বপ্ন #জীবন #sunflower  কিছু স্বপ্ন ফুলের মতো 
 একটু সময় বেঁচে থাকে।
ভোরের শিশির ছোঁয়ায়
 পাঁপড়ি গুলো ঝড়ে পড়ে।

©Senart Academy

#স্বপ্ন ভঙ্গ #sunflower

1 Love

Trending Topic