আমাদের প্রেম -রাফাত আহমেদ আমাদের প্রেমে ভালোবাসা

"আমাদের প্রেম -রাফাত আহমেদ আমাদের প্রেমে ভালোবাসা আছে, তবে তা বোঝার ক্ষুদ্র প্রয়াস নেই। আমাদের প্রেমে কবিতা লেখার প্রবণতা আছে, তবে সেই কবিতার ভিতরের লুকায়িত কথাটি দেবী কে আকৃষ্ট করেনা। আমাদের প্রেমে আছে কিছু ফুলের সুবাস, তবে নেই কোনো আধুনিকতার সংমিশ্রণ। সনাতনির চাঁদরে আমাদের প্রেমকে সার্থক মনে হয়, প্রেমে তথাকথিত আধুনিকতার আধিপত্য আমাদের পছন্দ না। আমাদের প্রেম তথাকথিত বামপন্থী না, আমরা সরল পথে হাঁটতে ভালোবাসি। আমাদের প্রেম মিশে আছে লাল দেয়ালে, তবে দেয়াল কে ঢেকে রেখেছে বহমানতা। আমাদের প্রেমে আছে কিছু কম দামী খুনসুটি তবে বড় কোনো ঝগড়া নেই। কফি হাউসের বিলাসিতা যায় না আমাদের সাথে। ক্যান্টিন এর পাঁচ টাকার চা-ই আমাদের প্রেম। আমাদের প্রেম খানিটা সময় হাত ধরে বসে থাকা, রেস্তোরাঁয় না, মাঠের কোণে। আমদের প্রেমে ভালোবাসা আছে, তবে তা দেবী কে আকৃষ্ট করেনা। কারন আমরা যান্ত্রিকতায় খাপ খাওয়াতে পারিনা। -মধ্যবিত্ত। ©Rafat Ahmed"

 আমাদের প্রেম
-রাফাত আহমেদ

আমাদের প্রেমে ভালোবাসা আছে,
তবে তা বোঝার ক্ষুদ্র প্রয়াস নেই।
আমাদের প্রেমে কবিতা লেখার প্রবণতা আছে,
তবে সেই কবিতার ভিতরের লুকায়িত কথাটি 
দেবী কে আকৃষ্ট করেনা।
আমাদের প্রেমে আছে কিছু ফুলের সুবাস,
তবে নেই কোনো আধুনিকতার সংমিশ্রণ।
সনাতনির চাঁদরে আমাদের প্রেমকে সার্থক মনে হয়,
প্রেমে তথাকথিত আধুনিকতার আধিপত্য আমাদের পছন্দ না।
আমাদের প্রেম তথাকথিত বামপন্থী না,
আমরা সরল পথে হাঁটতে ভালোবাসি।
আমাদের প্রেম মিশে আছে লাল দেয়ালে,
তবে দেয়াল কে ঢেকে রেখেছে বহমানতা।
আমাদের প্রেমে আছে কিছু কম দামী খুনসুটি 
তবে বড় কোনো ঝগড়া নেই। 
কফি হাউসের বিলাসিতা যায় না আমাদের সাথে।
ক্যান্টিন এর পাঁচ টাকার চা-ই আমাদের প্রেম।
 আমাদের প্রেম খানিটা সময় হাত ধরে বসে থাকা, 
রেস্তোরাঁয় না, মাঠের কোণে।
আমদের প্রেমে ভালোবাসা আছে,
তবে তা দেবী কে আকৃষ্ট করেনা।
কারন আমরা যান্ত্রিকতায় খাপ খাওয়াতে পারিনা।
-মধ্যবিত্ত।

©Rafat Ahmed

আমাদের প্রেম -রাফাত আহমেদ আমাদের প্রেমে ভালোবাসা আছে, তবে তা বোঝার ক্ষুদ্র প্রয়াস নেই। আমাদের প্রেমে কবিতা লেখার প্রবণতা আছে, তবে সেই কবিতার ভিতরের লুকায়িত কথাটি দেবী কে আকৃষ্ট করেনা। আমাদের প্রেমে আছে কিছু ফুলের সুবাস, তবে নেই কোনো আধুনিকতার সংমিশ্রণ। সনাতনির চাঁদরে আমাদের প্রেমকে সার্থক মনে হয়, প্রেমে তথাকথিত আধুনিকতার আধিপত্য আমাদের পছন্দ না। আমাদের প্রেম তথাকথিত বামপন্থী না, আমরা সরল পথে হাঁটতে ভালোবাসি। আমাদের প্রেম মিশে আছে লাল দেয়ালে, তবে দেয়াল কে ঢেকে রেখেছে বহমানতা। আমাদের প্রেমে আছে কিছু কম দামী খুনসুটি তবে বড় কোনো ঝগড়া নেই। কফি হাউসের বিলাসিতা যায় না আমাদের সাথে। ক্যান্টিন এর পাঁচ টাকার চা-ই আমাদের প্রেম। আমাদের প্রেম খানিটা সময় হাত ধরে বসে থাকা, রেস্তোরাঁয় না, মাঠের কোণে। আমদের প্রেমে ভালোবাসা আছে, তবে তা দেবী কে আকৃষ্ট করেনা। কারন আমরা যান্ত্রিকতায় খাপ খাওয়াতে পারিনা। -মধ্যবিত্ত। ©Rafat Ahmed

#রাফাত

#Galaxy

People who shared love close

More like this

Trending Topic