Rafat Ahmed

Rafat Ahmed

বিশ্বের খোঁজে

  • Latest
  • Popular
  • Video

সুখ পিপাসু রাফাত আহমেদ নীল আবরণে এতো সুখ কেন? সুখের সুখে খুশি হই দুঃখের মা কে জড়িয়ে ধরি, তাঁর আচলে খুঁজি মৃত্যু। আবার মৃত্যুর দেহে পোস্টমর্টেম করি তাঁর বুক কাটলেও বের হয়ে আসে তাঁর মৃত্যুর রহস্য। তাঁকে হত্যা করা হয়েছে মুরামাসার ব্লেড দিয়ে। মৃত্যুর মৃত্যুতে, সভ্য সমাজের শোক সভায় সভাপতিত্ব করছে খুনি। তবুও ভাবছি, নীল আবরণে এতো সুখ কেন? ©Rafat Ahmed

#কবিতা #lifeafterdeath  সুখ পিপাসু
রাফাত আহমেদ 

নীল আবরণে এতো সুখ কেন?
সুখের সুখে খুশি হই
দুঃখের মা কে জড়িয়ে ধরি,
তাঁর আচলে খুঁজি মৃত্যু। 
আবার মৃত্যুর দেহে পোস্টমর্টেম করি
তাঁর বুক কাটলেও বের হয়ে আসে তাঁর মৃত্যুর রহস্য। 
তাঁকে হত্যা করা হয়েছে মুরামাসার ব্লেড দিয়ে।
মৃত্যুর মৃত্যুতে,
সভ্য সমাজের শোক সভায় সভাপতিত্ব করছে খুনি।
তবুও ভাবছি,
নীল আবরণে এতো সুখ কেন?

©Rafat Ahmed

এই যুগের নষ্ট সংসারী রাফাত আহমেদ খারাপ যখন সংসার, আমি সকালের রোদের হলুদ থেকে নিচ্ছি বিষ সোডিয়াম আলোয় বসে পড়ছি হত্যাতত্ত্ব। এসবের মাঝে আমার সমস্ত হাত জুড়ে, ফুটে আছে যেন নিষ্পাপ কলমি ফুল। ©Rafat Ahmed

#কবিতা #Lumi  এই যুগের নষ্ট সংসারী 
রাফাত আহমেদ 

খারাপ যখন সংসার,
আমি সকালের রোদের হলুদ থেকে নিচ্ছি বিষ
সোডিয়াম আলোয় বসে পড়ছি হত্যাতত্ত্ব।
এসবের মাঝে আমার সমস্ত হাত জুড়ে, 
ফুটে আছে  যেন নিষ্পাপ কলমি ফুল।

©Rafat Ahmed

#Lumi

5 Love

জীবনের চরম সত্য কে আমরা কোনোদিন উপেক্ষা করতে পারিনা, যেটা ঘটার সেটা আমরা না চাইলেও ঘটবে।সবার সাথে কিছু না কিছু ঘটে। " এবার দুঃখ এলো সামনে ভালো হবে।"তথাকথিত এই বুলি গুলো আমাদের থেকে বয়সে বড় কতিপয় সম্মানীয় জ্ঞাতিরা,শিক্ষকরা,শুভাকাঙ্ক্ষীরা বলে থাকেন,কিন্তু দুঃখ যদি সকল সীমাবদ্ধতা কে ছাড়িয়ে যায় এর প্রতিকার কি.?আমরা ভবিষ্যৎ ভাবি, বাঙালির এই একটা প্রবণতা হলো আমরা ভবিষ্যৎ ভেবে আজকের দিনটাকে তুচ্ছ ভাবতে দ্বিধা করিনা।আমার এতে আপত্তি নেয়,আপনি সূদুরপ্রসারী চিন্তা করেন আমার সমস্যা নাই, কিন্তু কালকের দিনটা ২৪ ঘন্টা পর আজ হবে। আজকে যে আমি সংগ্রাম করছি। আজকে দিন টাতে আমার সমস্যাটা যদি চরম হয় তখন কী এসব নীতিবাক্য খাঁটে? এবার আসি সমাজের কথায়, । সমাজ কখনো আপনার ভিতরের কথায় গুরুত্ব দেবেনা,সমাজের চাই আপনার যোগ্যতা,আপনার সম্মান।সমাজ এটা কখনো ভেবে দেখবেনা আপনার নিজস্ব একটা সত্তা আছে। একজন মানুষের পেটে ভাত নাই,তাঁর কি নীতিবাক্য ভালো লাগে? এই পুঁজিবাদী দুনিয়ায় একজন রিকশাওয়ালা সারাদিনের আয় যদি হয় ৩০০ টাকা, তাঁর কি নীতিবাক্য ভালো লাগে? আমি বলছিনা আমাদের এসব নীতিবাক্য, তথাকথিত ভালো ভালো কথা শুনতে হবেনা। কিন্তু আমার মনে হয় মধ্যবিত্তের কষ্টের কাছে হার মানে সকল নীতিবাক্য। তবুও আমরা আশা করি, আবার নতুনভাবে স্বপ্ন দেখি,এইতো জীবন।জীবন থেমে থাকেনা, কিন্তু ভিতরের সত্তা মাঝে মাঝে থেমে যায়, যেটার সমাধান এই নীতিবাক্য গুলো দিয়ে হয়না। ©Rafat Ahmed

#চিন্তা #Rafat #Time  জীবনের চরম সত্য কে আমরা কোনোদিন উপেক্ষা করতে পারিনা, যেটা ঘটার সেটা আমরা না চাইলেও ঘটবে।সবার সাথে কিছু না কিছু ঘটে।
" এবার দুঃখ এলো সামনে ভালো হবে।"তথাকথিত এই বুলি গুলো আমাদের থেকে বয়সে বড় কতিপয় সম্মানীয় জ্ঞাতিরা,শিক্ষকরা,শুভাকাঙ্ক্ষীরা  বলে থাকেন,কিন্তু দুঃখ যদি সকল সীমাবদ্ধতা কে ছাড়িয়ে যায় এর প্রতিকার কি.?আমরা ভবিষ্যৎ ভাবি, বাঙালির এই একটা প্রবণতা হলো আমরা ভবিষ্যৎ ভেবে আজকের দিনটাকে তুচ্ছ ভাবতে দ্বিধা করিনা।আমার এতে আপত্তি নেয়,আপনি সূদুরপ্রসারী চিন্তা করেন আমার সমস্যা নাই, কিন্তু কালকের দিনটা ২৪ ঘন্টা পর আজ হবে। আজকে যে আমি সংগ্রাম করছি। আজকে দিন টাতে আমার সমস্যাটা যদি চরম হয় তখন কী এসব নীতিবাক্য খাঁটে?
এবার আসি সমাজের কথায়,
। সমাজ কখনো আপনার ভিতরের কথায় গুরুত্ব দেবেনা,সমাজের চাই আপনার যোগ্যতা,আপনার সম্মান।সমাজ এটা কখনো ভেবে দেখবেনা আপনার নিজস্ব একটা সত্তা আছে।
একজন মানুষের পেটে ভাত নাই,তাঁর কি  নীতিবাক্য ভালো লাগে?
এই পুঁজিবাদী দুনিয়ায়
একজন রিকশাওয়ালা সারাদিনের আয় যদি হয় ৩০০ টাকা, তাঁর কি নীতিবাক্য ভালো লাগে?
আমি বলছিনা আমাদের এসব নীতিবাক্য, তথাকথিত ভালো ভালো কথা শুনতে হবেনা।
কিন্তু আমার মনে হয় মধ্যবিত্তের কষ্টের কাছে হার মানে সকল নীতিবাক্য।
তবুও আমরা আশা করি, আবার নতুনভাবে স্বপ্ন দেখি,এইতো জীবন।জীবন থেমে থাকেনা, কিন্তু ভিতরের সত্তা মাঝে মাঝে থেমে যায়,  যেটার সমাধান এই নীতিবাক্য গুলো দিয়ে হয়না।

©Rafat Ahmed

#Rafat #Time

3 Love

বাবা, ছোটবেলায় সেই যে কবর কিংবা পুরাতন ভৃত্য কবিতা শোনা নিত্য হয়ে উঠেছিল। আজও তোমার পাশে শুয়ে একটু আধটু চাই তুমি আবার শুরু করো, "ভূতের মতন চেহেরা যেমন নির্বোধ অতিঘোর যা কিছু হারায় গিন্নি বলেন কেষ্টা বেটায় চোর।" কিংবা "তারপর এই শূন্য জীবনে যত কাটিয়াছি পাড়ি যেখানে যাহারে জড়ায়ে ধরেছি সেই চলে গেছে ছাড়ি।" --কবর জীবনের সৌন্দর্য বুঝিয়েছ, তোমার কাছ থেকে বই পড়ার অভ্যাস টা আংশিক পেয়েই আমি ধন্য বাবা। মাঝে মাঝে খুব অভিমান হয়,রাগ হয়। কিন্তু পরক্ষনেই যখন বুঝি তুমি চরম সত্য,তখন ঋণী হয়ে যায়। ©Rafat Ahmed

#কবিতা #foryoupapa #Rafat  বাবা,
ছোটবেলায় সেই যে কবর কিংবা পুরাতন ভৃত্য কবিতা শোনা নিত্য হয়ে উঠেছিল।
আজও তোমার পাশে শুয়ে একটু আধটু চাই তুমি আবার শুরু করো,
"ভূতের মতন চেহেরা যেমন নির্বোধ অতিঘোর
যা কিছু হারায় গিন্নি বলেন কেষ্টা বেটায় চোর।"

কিংবা
"তারপর এই শূন্য জীবনে যত কাটিয়াছি পাড়ি  
 যেখানে যাহারে জড়ায়ে ধরেছি সেই চলে গেছে ছাড়ি।"
--কবর
  
জীবনের সৌন্দর্য বুঝিয়েছ, তোমার কাছ থেকে বই পড়ার অভ্যাস টা আংশিক পেয়েই আমি ধন্য বাবা।
মাঝে মাঝে খুব অভিমান হয়,রাগ হয়।
কিন্তু পরক্ষনেই যখন বুঝি তুমি চরম সত্য,তখন ঋণী হয়ে যায়।

©Rafat Ahmed

কোনো এক গভীর রাত অতীতের দরজা ভেঙ্গে উপস্থিত বর্তমানে। কোনো চরম সত্য, প্রতিফলিত হচ্ছে উপন্যাসে। এই তো সেদিন, বিদায় দিয়েছিলাম একাকিত্বকে। ভাবতেই পারিনি তুমি আবার ফিরে আসবে। জানি আমার অন্যায়, উপন্যাসে আমাকে সেইভাবে উপস্থাপন করা হয়েছে। কিন্তু অবহেলিত এই কয়েদির দিকে কেউ ফিরেও চাইনি। ©Rafat Ahmed

#কবিতা #fullmoon #Rafat  কোনো এক গভীর রাত 
অতীতের দরজা ভেঙ্গে উপস্থিত বর্তমানে। 
কোনো চরম সত্য,
প্রতিফলিত হচ্ছে উপন্যাসে।
এই তো সেদিন,
বিদায় দিয়েছিলাম একাকিত্বকে।
ভাবতেই পারিনি তুমি আবার ফিরে আসবে।
জানি আমার অন্যায়,
উপন্যাসে আমাকে সেইভাবে উপস্থাপন করা হয়েছে। 
কিন্তু অবহেলিত এই কয়েদির দিকে কেউ ফিরেও চাইনি।

©Rafat Ahmed

আমাদের প্রেম -রাফাত আহমেদ আমাদের প্রেমে ভালোবাসা আছে, তবে তা বোঝার ক্ষুদ্র প্রয়াস নেই। আমাদের প্রেমে কবিতা লেখার প্রবণতা আছে, তবে সেই কবিতার ভিতরের লুকায়িত কথাটি দেবী কে আকৃষ্ট করেনা। আমাদের প্রেমে আছে কিছু ফুলের সুবাস, তবে নেই কোনো আধুনিকতার সংমিশ্রণ। সনাতনির চাঁদরে আমাদের প্রেমকে সার্থক মনে হয়, প্রেমে তথাকথিত আধুনিকতার আধিপত্য আমাদের পছন্দ না। আমাদের প্রেম তথাকথিত বামপন্থী না, আমরা সরল পথে হাঁটতে ভালোবাসি। আমাদের প্রেম মিশে আছে লাল দেয়ালে, তবে দেয়াল কে ঢেকে রেখেছে বহমানতা। আমাদের প্রেমে আছে কিছু কম দামী খুনসুটি তবে বড় কোনো ঝগড়া নেই। কফি হাউসের বিলাসিতা যায় না আমাদের সাথে। ক্যান্টিন এর পাঁচ টাকার চা-ই আমাদের প্রেম। আমাদের প্রেম খানিটা সময় হাত ধরে বসে থাকা, রেস্তোরাঁয় না, মাঠের কোণে। আমদের প্রেমে ভালোবাসা আছে, তবে তা দেবী কে আকৃষ্ট করেনা। কারন আমরা যান্ত্রিকতায় খাপ খাওয়াতে পারিনা। -মধ্যবিত্ত। ©Rafat Ahmed

#কবিতা #রাফাত #Galaxy  আমাদের প্রেম
-রাফাত আহমেদ

আমাদের প্রেমে ভালোবাসা আছে,
তবে তা বোঝার ক্ষুদ্র প্রয়াস নেই।
আমাদের প্রেমে কবিতা লেখার প্রবণতা আছে,
তবে সেই কবিতার ভিতরের লুকায়িত কথাটি 
দেবী কে আকৃষ্ট করেনা।
আমাদের প্রেমে আছে কিছু ফুলের সুবাস,
তবে নেই কোনো আধুনিকতার সংমিশ্রণ।
সনাতনির চাঁদরে আমাদের প্রেমকে সার্থক মনে হয়,
প্রেমে তথাকথিত আধুনিকতার আধিপত্য আমাদের পছন্দ না।
আমাদের প্রেম তথাকথিত বামপন্থী না,
আমরা সরল পথে হাঁটতে ভালোবাসি।
আমাদের প্রেম মিশে আছে লাল দেয়ালে,
তবে দেয়াল কে ঢেকে রেখেছে বহমানতা।
আমাদের প্রেমে আছে কিছু কম দামী খুনসুটি 
তবে বড় কোনো ঝগড়া নেই। 
কফি হাউসের বিলাসিতা যায় না আমাদের সাথে।
ক্যান্টিন এর পাঁচ টাকার চা-ই আমাদের প্রেম।
 আমাদের প্রেম খানিটা সময় হাত ধরে বসে থাকা, 
রেস্তোরাঁয় না, মাঠের কোণে।
আমদের প্রেমে ভালোবাসা আছে,
তবে তা দেবী কে আকৃষ্ট করেনা।
কারন আমরা যান্ত্রিকতায় খাপ খাওয়াতে পারিনা।
-মধ্যবিত্ত।

©Rafat Ahmed
Trending Topic