Mitali chakraborty.

Mitali chakraborty. Lives in Bhubaneswar, Odisha, India

  • Latest
  • Popular
  • Video

সুর:- ✍️:মিতালী_চক্রবর্তী অর্ণ,এই কয়েকমাস হলো সুদূর প্রবাসে এসেছে বাবা মায়ের সাথে, কিন্তু মন তো পরে আছে দেশের বাড়িতে ঠাম্মা-ঠাকুর্দার কাছেই। আজ তার মনে কালোমেঘ জমেছে। সামনেই মহালয়া, অন্যসময় মহালয়ার দিনে ঠাম্মার সঙ্গে বসে সে চণ্ডীপাঠ শুনত রেডিওতে কিন্তু এবছর অর্ণর বাবা বলেছেন ইউটিউবেই মহালয়া দেখে নিতে। *************************** সেদিন ভোর ৫'টা,খুব ক্ষীণকণ্ঠে ভেসে আসছে চির পরিচিত এক তান,"তব অচিন্ত্য রূপ-চরিত-মহিমা..." বিস্মিত হয়ে উঠে বসে অর্ণ। চেয়ে দেখে ঠাম্মা বসে আছেন স্বয়ং। মহালয়ার পুণ্যলগ্নে এত মধুর আনন্দঘন চমক অপেক্ষা করেছিল তার জন্য সে ভাবতেই পারছে না। ঠাম্মা তার গালটা টিপে দিয়ে বললেন,"চলে এসেছি আমি আর তোর ঠাকুর্দা তোদের কাছে এবারের পুজোয়, এবার ঠাম্মার কণ্ঠেই নাহয় শোন আগমনীর সুর, কেমন?"

#মহালয়া  সুর:-
✍️:মিতালী_চক্রবর্তী

অর্ণ,এই কয়েকমাস হলো সুদূর প্রবাসে এসেছে বাবা মায়ের সাথে, কিন্তু মন তো পরে আছে দেশের বাড়িতে ঠাম্মা-ঠাকুর্দার কাছেই। আজ তার মনে কালোমেঘ জমেছে। সামনেই মহালয়া, অন্যসময় মহালয়ার দিনে ঠাম্মার সঙ্গে বসে সে চণ্ডীপাঠ শুনত রেডিওতে কিন্তু এবছর অর্ণর বাবা বলেছেন ইউটিউবেই মহালয়া দেখে নিতে।
***************************
সেদিন ভোর ৫'টা,খুব ক্ষীণকণ্ঠে ভেসে আসছে চির পরিচিত এক তান,"তব অচিন্ত্য রূপ-চরিত-মহিমা..."
বিস্মিত হয়ে উঠে বসে অর্ণ। চেয়ে দেখে ঠাম্মা বসে আছেন স্বয়ং। মহালয়ার পুণ্যলগ্নে এত মধুর আনন্দঘন চমক অপেক্ষা করেছিল তার জন্য সে ভাবতেই পারছে না। ঠাম্মা তার গালটা টিপে দিয়ে বললেন,"চলে এসেছি আমি আর তোর ঠাকুর্দা তোদের কাছে এবারের পুজোয়, এবার ঠাম্মার কণ্ঠেই নাহয় শোন আগমনীর সুর, কেমন?"
#আবৃত্তিকার #Dreams
#গান

#গান

40 View

#JalFlute #poem

#JalFlute

37 View

Trending Topic