-:নির্মল সঙ্গীত কাব্য-১৩৯:-
গৌতম পড়ুয়া"নির্মল"। 🙏🙏🙏
দিনের শেষে যেথায় মেশে
জগৎ আলোর সব খেয়া
দিনমনি ধরায় চুমি যায়,
যাওয়ার পথে বিদায় রথে
জগৎ পানে চায়,
ক্ষনিক রয়ে শান্ত হয়ে
সবারে শুধায়।।
পান্থ পাখীর সুরে সুরে
আমার বানী মিলায় দূরে
তাহার মাঝে শুন আমার
বিদায় বাঁশির সুর,
ছিলাম সাথে আসবো প্রাতে
নয়কো বেশী দূর,
এই বলে সে ক্ষনিক হেসে
অস্তরাগে ধায়।।
©Goutam Parua"নির্মল"।
Continue with Social Accounts
Facebook Googleor already have account Login Here