আজ বৃষ্টি থামার নাম নেই। এদিকে বিনোদিনী বসন্ত কে ব
  • Latest
  • Popular
  • Video

আজ বৃষ্টি থামার নাম নেই। এদিকে বিনোদিনী বসন্ত কে বলে দিয়েছে যে আজ না দেখা করলে তৃতীয় বিশ্ব যুদ্ধ আজই হয়ে যাবে। বিধাননগর স্টেশনে দাঁড়িয়ে বিনোদিনী অপেক্ষা করছে আর ফোনে ঘাঁটছে কিছু পুরোনো স্মৃতি। বিনোদিনী আর বসন্ত কলজের সময় থেকে বন্ধু। আজ ওরা নিজের পায়ে দাঁড়িয়ে ভালো জায়গায় কাজ পেয়েছে। ওদের প্রথম দেখাটা হয়ে ফ্রেন্ডশিপ ডে তেই আর খুব অযুক্তিকর এক ঝগড়া দিয়ে। বোধহয় সেই ঝগড়াই ভিত গড়ে দিয়েছিল তাদের বন্ধুত্বের। আজ ৫ বছর হলো তাদের এই সম্পর্কের। কলেজে দুজনকে কখনো আলাদা দেখাই যেত না। যেখানে বিনোদিনী সেখানেই বসন্ত। সময় কাটতে কাটতে বসন্তের জন্য বিনোদিনী হয়ে গেল বিনোদ আর বসন্ত আসলেই বিনোদিনীর খুব বাজে গলায় একটা গান- "বসন্ত এসে গেছে!" কিন্তু এই উপনাম গুলো অন্য কেউ ব্যবহার করতে পারবে না। তাহলে সেটাই তার শেষ দিন। দুজনের কথা কম, ঝগড়া, মারপিট, খুনসুটি বেশি হত। দুজনের মতের কোনো মিল নেই, তাও গলায় গলায় বন্ধুত্ব। চায়ের আড্ডা, গল্পের বাজার, বাউণ্ডুলের মত ঘোরা আর একে অপরের পাশাপাশি থাকা। এইটুকুই ছিল দুজনের পৃথিবী। সবাই বুঝে গেছিল ওদের বন্ধুত্বের তিনটে ধাপ। প্রথম, যখন ওরা নিজেকে উপনাম দিয়ে ডাকছে যার মানে সবকিছু বেশ ভালোই চলছে। দ্বিতীয়, যখন ওরা একে অপরকে নিজের নাম ধরে ডাকছে যার মানে দুজনের অভিমান হয়েছে। তৃতীয় আর সবথেকে ভয়াবহ হলো যদি ওরা পরস্পরের নামের আগে মিস্টার বা মিস বলে সম্বোধন করল তাহলে ব্যপার প্রচুর বাজে একটা জায়গায় চলে গেছে। এই তৃতীয় ধাপটা ওদের জীবনে শুধু দুবারই এসেছে। একবার তো বিনোদিনীর মাকে মিল করাতে হলো আর একবার বিনোদিনীর আচমকা পরে যেতে ছুটে দৌড়ে ছিল বসন্ত। সেই দিন বিনোদিনী বন্ধু থেকে এক পা এগিয়ে গিয়ে প্রথম বার আলাদা একটা অনুভূতি তে জড়িয়ে ছিল। সে একটা আলাদা আনন্দ, একটা মিষ্টি কান্না। সময় ফুড়িয়ে যায় আর কলেজ শেষ হয়। বিনোদিনী ভেবেছিল এক দিন বসন্ত কে নিজের মনের কথা বলে দেবে কিন্তু বসন্ত কে দেখে ওর কখনো মনেই হয়নি কি সেও এরকম কিছু অনুভব করে কি না। মুখ বুজে বন্ধু রয়ে গেল বিনোদিনী। হয়তো ভয় ছিল, মনের কথা বললে যদি বসন্ত পিছিয়ে যায়। হয়তো সেটা সহ্য করতে পারবে না বিনোদিনী। বসন্ত ছাড়া ওর সেরকম কোনো বন্ধু নেই। আজ নতুন জায়গায় চাকরি পাওয়ার পরে বিনোদিনীর সার্কেল অনেক বড় কিন্তু মনের কথা বলার জন্য মানুষ নেই। বসন্তের সাথেও খুব একটা কথা হয় না ওর। দুজনে আশা রাখে, দুজনেই যেন ভালো থাকুক। কিন্তু ভালোর আশা রাখার থেকে ভালো করে রাখাটা খুব গুরুত্বপূর্ণ। ©Ananta Dasgupta

#anantadasgupta #FriendshipDay #bengaliwriter #bengalistory #Quotes  আজ বৃষ্টি থামার নাম নেই। এদিকে বিনোদিনী বসন্ত কে বলে দিয়েছে যে আজ না দেখা করলে তৃতীয় বিশ্ব যুদ্ধ আজই হয়ে যাবে। বিধাননগর স্টেশনে দাঁড়িয়ে বিনোদিনী অপেক্ষা করছে আর ফোনে ঘাঁটছে কিছু পুরোনো স্মৃতি। 

বিনোদিনী আর বসন্ত কলজের সময় থেকে বন্ধু। আজ ওরা নিজের পায়ে দাঁড়িয়ে ভালো জায়গায় কাজ পেয়েছে। ওদের প্রথম দেখাটা হয়ে ফ্রেন্ডশিপ ডে তেই আর খুব অযুক্তিকর এক ঝগড়া দিয়ে। বোধহয় সেই ঝগড়াই ভিত গড়ে দিয়েছিল তাদের বন্ধুত্বের। আজ ৫ বছর হলো তাদের এই সম্পর্কের। কলেজে দুজনকে কখনো আলাদা দেখাই যেত না। যেখানে বিনোদিনী সেখানেই বসন্ত। সময় কাটতে কাটতে বসন্তের জন্য বিনোদিনী হয়ে গেল বিনোদ আর বসন্ত আসলেই বিনোদিনীর খুব বাজে গলায় একটা গান- "বসন্ত এসে গেছে!"

কিন্তু এই উপনাম গুলো অন্য কেউ ব্যবহার করতে পারবে না। তাহলে সেটাই তার শেষ দিন। দুজনের কথা কম, ঝগড়া, মারপিট, খুনসুটি বেশি হত। দুজনের মতের কোনো মিল নেই, তাও গলায় গলায় বন্ধুত্ব। চায়ের আড্ডা, গল্পের বাজার, বাউণ্ডুলের মত ঘোরা আর একে অপরের পাশাপাশি থাকা। এইটুকুই ছিল দুজনের পৃথিবী। সবাই বুঝে গেছিল ওদের বন্ধুত্বের তিনটে ধাপ। প্রথম, যখন ওরা নিজেকে উপনাম দিয়ে ডাকছে যার মানে সবকিছু বেশ ভালোই চলছে। দ্বিতীয়, যখন ওরা একে অপরকে নিজের নাম ধরে ডাকছে যার মানে দুজনের অভিমান হয়েছে। তৃতীয় আর সবথেকে ভয়াবহ হলো যদি ওরা পরস্পরের নামের আগে মিস্টার বা মিস বলে সম্বোধন করল তাহলে ব্যপার প্রচুর বাজে একটা জায়গায় চলে গেছে। এই তৃতীয় ধাপটা ওদের জীবনে শুধু দুবারই এসেছে। একবার তো বিনোদিনীর মাকে মিল করাতে হলো আর একবার বিনোদিনীর আচমকা পরে যেতে ছুটে দৌড়ে ছিল বসন্ত। 

সেই দিন বিনোদিনী বন্ধু থেকে এক পা এগিয়ে গিয়ে প্রথম বার আলাদা একটা অনুভূতি তে জড়িয়ে ছিল। সে একটা আলাদা আনন্দ, একটা মিষ্টি কান্না। সময় ফুড়িয়ে যায় আর কলেজ শেষ হয়। বিনোদিনী ভেবেছিল এক দিন বসন্ত কে নিজের মনের কথা বলে দেবে কিন্তু বসন্ত কে দেখে ওর কখনো মনেই হয়নি কি সেও এরকম কিছু অনুভব করে কি না। মুখ বুজে বন্ধু রয়ে গেল বিনোদিনী। হয়তো ভয় ছিল, মনের কথা বললে যদি বসন্ত পিছিয়ে যায়। হয়তো সেটা সহ্য করতে পারবে না বিনোদিনী। বসন্ত ছাড়া ওর সেরকম কোনো বন্ধু নেই। আজ নতুন জায়গায় চাকরি পাওয়ার পরে বিনোদিনীর সার্কেল অনেক বড় কিন্তু মনের কথা বলার জন্য মানুষ নেই। বসন্তের সাথেও খুব একটা কথা হয় না ওর। দুজনে আশা রাখে, দুজনেই যেন ভালো থাকুক। কিন্তু ভালোর আশা রাখার থেকে ভালো করে রাখাটা খুব গুরুত্বপূর্ণ।

©Ananta Dasgupta
Trending Topic