Rajkumar Pal

Rajkumar Pal Lives in Shrirampur, West Bengal, India

Let me fly in the sky of poetry

  • Latest
  • Popular
  • Video

হারিয়ে যাচ্ছে যারা এবার তবে বলা যাক কিছু এমন প্রানীর কথা, পৃথিবীর বুকে চিরতরে আজ হারিয়ে যাচ্ছে যারা! প্রথমটি হল বৃক্ষবাসী, দিবাচর এক সমাজবদ্ধ জীব, নামটি তার "অসমিয়া বানর" বিজ্ঞান বলে "Macca Asamensis" দ্বিতীয়টি হল দার্জিলিংবাসী, তৃণভোজী এক একাকী স্থলচর, আমরা বলি "জংলী ছাগল" বিজ্ঞানের কাছে "Capricornis Thar" হিমালয়বাসী তৃতীয় প্রানীটি একাকী, নিশাচর আর দেখতে একে বেশ, আমরা বলি "রেড পান্ডা", বিজ্ঞান বলে "Ailurus Fulgens" শিকারী আর সাঁতারু এই প্রানীটির ঘন জঙ্গলে বাস, "চিতাবাঘ" নামেই খ্যাত ইনি, বিজ্ঞান বলে "Panthera Pardus" মানুষ তুমি সময় পেলে এদের কথাও ভেবো, তুমিই এদের পারো বাঁচাতে, এই কথাটি জেনো। বাঁচাও এদের, নিজেও বাঁচো, বাঁচুক পৃথিবী, সোচ্চার হও, একটু ভাবো কমবে তবেই মহামারীর ছবি।।

#NOJOTO_BENGALI #Bengali_poem #poem  হারিয়ে যাচ্ছে যারা

এবার তবে বলা যাক কিছু এমন প্রানীর কথা,
পৃথিবীর বুকে চিরতরে আজ হারিয়ে যাচ্ছে যারা!

প্রথমটি হল বৃক্ষবাসী, দিবাচর এক সমাজবদ্ধ জীব,
নামটি তার "অসমিয়া বানর" বিজ্ঞান বলে "Macca Asamensis"

দ্বিতীয়টি হল দার্জিলিংবাসী, তৃণভোজী এক একাকী স্থলচর,
আমরা বলি "জংলী ছাগল" বিজ্ঞানের কাছে "Capricornis Thar"

হিমালয়বাসী তৃতীয় প্রানীটি একাকী, নিশাচর
আর দেখতে একে বেশ,
আমরা বলি "রেড পান্ডা", বিজ্ঞান বলে "Ailurus Fulgens"

শিকারী আর সাঁতারু এই প্রানীটির ঘন জঙ্গলে বাস,
"চিতাবাঘ" নামেই খ্যাত ইনি, বিজ্ঞান বলে "Panthera Pardus"

মানুষ তুমি সময় পেলে এদের কথাও ভেবো,
তুমিই এদের পারো বাঁচাতে, এই কথাটি জেনো।
বাঁচাও এদের, নিজেও বাঁচো, বাঁচুক পৃথিবী,
সোচ্চার হও, একটু ভাবো

কমবে তবেই মহামারীর ছবি।।

#Bengali_poem #NOJOTO_BENGALI protesting against man's cruel acts of killing the nature https://www.facebook.com/ontoralerkotha/

9 Love

প্রথম দেখা চলো ফিরে যাই সেই প্রথম দেখায়, কোনো এক বসন্তের কোনো বিকেল বেলায়! নাগরিক জীবনের ব্যস্ততার থেকে বহু দূরে, যেখানে বসন্ত বাতাসে ভাসে, কোকিলের মধুর সুরে। নিস্তব্ধতা গ্রাস করে আমাকে, মন তবু কিছু বলতে যায়। সাজিয়ে বলার স্ক্রিপ্টটা যেন তোমার চোখের কাজলে হারিয়ে যায়। সাহস করে প্রথম কথা বলতে পরেই, তুমি আমায় দেখে মুচকি হাসো। হতাশ হয়ে মুখ ফেরালে, প্রথম তুমিই বলো ভালোবাসো। অপ্রস্তুতে আমি যখন ফিরে তাকাই তোমার দিকে, তুমি তখন নত আঁখিতে মাথা রাখো আমার বুকে। কথা ছিলো একইসঙ্গে হাঁটবো পথ, তোমায় খুশি ছোঁয়াবো এক আকাশ। বুঝিনি সেই প্রথম দেখাই ছিল, আমার জীবনের সর্বনাশ!

#NOJOTO_BENGALI #poem  প্রথম দেখা


চলো ফিরে যাই সেই প্রথম দেখায়,
কোনো এক বসন্তের কোনো বিকেল বেলায়!
নাগরিক জীবনের ব্যস্ততার থেকে বহু দূরে,
যেখানে বসন্ত বাতাসে ভাসে, কোকিলের মধুর সুরে।

নিস্তব্ধতা গ্রাস করে আমাকে,
মন তবু কিছু বলতে যায়।
সাজিয়ে বলার স্ক্রিপ্টটা যেন 
তোমার চোখের কাজলে হারিয়ে যায়।

সাহস করে প্রথম কথা বলতে পরেই,
তুমি আমায় দেখে মুচকি হাসো।
হতাশ হয়ে মুখ ফেরালে,
প্রথম তুমিই বলো ভালোবাসো।

অপ্রস্তুতে আমি যখন ফিরে তাকাই তোমার দিকে,
তুমি তখন নত আঁখিতে মাথা রাখো আমার বুকে।

কথা ছিলো একইসঙ্গে হাঁটবো পথ,
তোমায় খুশি ছোঁয়াবো এক আকাশ।
বুঝিনি সেই প্রথম দেখাই ছিল,
আমার জীবনের সর্বনাশ!

bengali poem #poem https://www.facebook.com/ontoralerkotha/ Like this FACEBOOK page for my another writings #NOJOTO_BENGALI

9 Love

স্মৃতির পাখিরা যখন ডায়েরির পাতায় বন্দী, সম্পর্কের ইতি টেনে তখন মানুষদুটোর মুক্তি।   চেনা রাস্তা, চায়ের দোকান আজ ভীষণভাবে স্তব্ধ, তারাও বুঝেছে ফেরার পথ আজ চিরতরে বন্ধ।                                                                -রাজকুমার

#thought  স্মৃতির পাখিরা যখন ডায়েরির পাতায় বন্দী,
সম্পর্কের ইতি টেনে তখন মানুষদুটোর মুক্তি।
 
চেনা রাস্তা, চায়ের দোকান আজ ভীষণভাবে স্তব্ধ,
তারাও বুঝেছে ফেরার পথ আজ চিরতরে বন্ধ।
   
                                                            

-রাজকুমার

স্মৃতির পাখিরা যখন ডায়েরির পাতায় বন্দী, সম্পর্কের ইতি টেনে তখন মানুষদুটোর মুক্তি।   চেনা রাস্তা, চায়ের দোকান আজ ভীষণভাবে স্তব্ধ, তারাও বুঝেছে ফেরার পথ আজ চিরতরে বন্ধ।                                                                -রাজকুমার

3 Love

হারিয়ে যাচ্ছে যারা এবার তবে বলা যাক কিছু এমন প্রানীর কথা, পৃথিবীর বুকে চিরতরে আজ হারিয়ে যাচ্ছে যারা! প্রথমটি হল বৃক্ষবাসী, দিবাচর এক সমাজবদ্ধ জীব, নামটি তার "অসমিয়া বানর" বিজ্ঞান বলে "Macca Asamensis" দ্বিতীয়টি হল দার্জিলিংবাসী, তৃণভোজী এক একাকী স্থলচর, আমরা বলি "জংলী ছাগল" বিজ্ঞানের কাছে "Capricornis Thar" হিমালয়বাসী তৃতীয় প্রানীটি একাকী, নিশাচর আর দেখতে একে বেশ, আমরা বলি "রেড পান্ডা", বিজ্ঞান বলে "Ailurus Fulgens" শিকারী আর সাঁতারু এই প্রানীটির ঘন জঙ্গলে বাস, "চিতাবাঘ" নামেই খ্যাত ইনি, বিজ্ঞান বলে "Panthera Pardus" মানুষ তুমি সময় পেলে এদের কথাও ভেবো, তুমিই এদের পারো বাঁচাতে, এই কথাটি জেনো। বাঁচাও এদের, নিজেও বাঁচো, বাঁচুক পৃথিবী, সোচ্চার হও, একটু ভাবো কমবে তবেই মহামারীর ছবি।।

#NOJOTO_BENGALI #Bengali_poem #poem  হারিয়ে যাচ্ছে যারা


এবার তবে বলা যাক কিছু এমন প্রানীর কথা,
পৃথিবীর বুকে চিরতরে আজ হারিয়ে যাচ্ছে যারা!

প্রথমটি হল বৃক্ষবাসী, দিবাচর এক সমাজবদ্ধ জীব,
নামটি তার "অসমিয়া বানর" বিজ্ঞান বলে "Macca Asamensis"

দ্বিতীয়টি হল দার্জিলিংবাসী, তৃণভোজী এক একাকী স্থলচর,
আমরা বলি "জংলী ছাগল" বিজ্ঞানের কাছে "Capricornis Thar"

হিমালয়বাসী তৃতীয় প্রানীটি একাকী, নিশাচর
আর দেখতে একে বেশ,
আমরা বলি "রেড পান্ডা", বিজ্ঞান বলে "Ailurus Fulgens"

শিকারী আর সাঁতারু এই প্রানীটির ঘন জঙ্গলে বাস,
"চিতাবাঘ" নামেই খ্যাত ইনি, বিজ্ঞান বলে "Panthera Pardus"

মানুষ তুমি সময় পেলে এদের কথাও ভেবো,
তুমিই এদের পারো বাঁচাতে, এই কথাটি জেনো।
বাঁচাও এদের, নিজেও বাঁচো, বাঁচুক পৃথিবী,
সোচ্চার হও, একটু ভাবো

কমবে তবেই মহামারীর ছবি।।
#বিজয়িনী #NOJOTO_BENGALI #myvoice #poem  বিজয়িনী

#myvoice #NOJOTO_BENGALI #বিজয়িনী please comment how much u like this one!!

27 View

স্মৃতির পাখিরা যখন ডায়েরির পাতায় বন্দী, সম্পর্কের ইতি টেনে তখন মানুষদুটোর মুক্তি।   চেনা রাস্তা, চায়ের দোকান আজ ভীষণভাবে স্তব্ধ, তারাও বুঝেছে ফেরার পথ আজ চিরতরে বন্ধ। ❤❤ রাজকুমার

#thought  স্মৃতির পাখিরা যখন ডায়েরির পাতায় বন্দী,

      সম্পর্কের ইতি টেনে তখন মানুষদুটোর মুক্তি।
 



    চেনা রাস্তা, চায়ের দোকান আজ ভীষণভাবে স্তব্ধ,
      
          তারাও বুঝেছে ফেরার পথ আজ চিরতরে বন্ধ।






                                    ❤❤
                                   রাজকুমার

স্মৃতির পাখিরা যখন ডায়েরির পাতায় বন্দী, সম্পর্কের ইতি টেনে তখন মানুষদুটোর মুক্তি।   চেনা রাস্তা, চায়ের দোকান আজ ভীষণভাবে স্তব্ধ, তারাও বুঝেছে ফেরার পথ আজ চিরতরে বন্ধ। ❤❤ রাজকুমার

5 Love

Trending Topic