হাজার ভিড়ে সুজন হারা একলা একা, আমায় চিনলো নাতো সেও l
তোমায় নিয়ে পাড়ি দেবো,পাড় করে পাড় করে ওগো তোমার মনের ঢেউ l
আমার মনের শূন্যতাকে ভরলো নাতো কেও l
দুচোখ ভোরে যতই দেখি দেখতে যারে ইচ্ছে করে,
নেয় জানা মোর আমার জন্য ব্যাকুল কিনা সেও l
হটাৎ আমার দৃষ্টিকোনে সৃষ্টি হল আমার আপন কেউ l
তোমার বাঁকে হারিয়ে যাবো মেঘের কেনা ভাড়া গাড়ি তেও l
তোমায় নিয়ে পাড়ি দেবো, পার করে পার করে ওগো তোমার মনের ঢেঁউ l
উদাসী মন যার ছায়ার কোলে ,
মিশে যে কুল কিনারা হীন নদীর জলে,
সারি সারি মন বাহারি নদীর কূলে ফুলের ডালি তেও l
হাজার ভিড়ে সুজন হারা একলা একা, আমায় চিনলো নাতো সেও l
তোমায় নিয়ে পাড়ি দেবো, পার করে পার করে ওগো তোমার মনের ঢেঁউ ll
ইচ্ছে করে তোমার মনে বৃষ্টি হবো, তোমার প্রেমে প্রেম ভাসাবো,
জানিনা আজও আমি তোমার কাছের কিনা কেউ l
যদি হতাম কুল কিনারা হীন তোমার নদীর বুকে ঢেউ ll
©Mosharaf Hossain Mondal
Continue with Social Accounts
Facebook Googleor already have account Login Here